ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে গেল ২ মার্চ অলিম্পিক লিওঁ’র কোচ পাউলো ফন্সেকা লাল কার্ড দেখেছিলেন। আর সেই এক লাল কার্ডে ৯ মাস নিষিদ্ধ হলেন তিনি।

ব্রেস্টের বিপক্ষের ওই ম্যাচে পেনাল্টি সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে রেফারির সঙ্গে তর্ক শুরু করেছিলেন তিনি। এক পর্যায়ে রেফারিকে মাথা দিয়ে আঘাতও করে বসেন। রেফারি বেনোয়া মিয়ে’র সিদ্ধান্ত ভিএআরের মাধ্যমে বদলে গেলেও রেফারির প্রতি ফন্সেকা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানোয় তাকে লাল কার্ড দেখাতে বাধ্য হন। সেই ম্যাচে লিওঁ ২-১ গোলে ব্রেস্টকে  হারিয়েছিল। কিন্তু লাল কার্ড দেখে তাদের কোচ ৯ মাসের জন্য নিষিদ্ধ হলেন।

ফ্রেঞ্চ ফুটবল লিগ এক বিবৃতিতে জানায়, পর্তুগালের এই কোচ চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত ম্যাচ অফিসিয়ালদের কাছ থেকে দূরে থাকবেন এবং ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তাকে ড্রেসিংরুম, মাঠ কিংবা টানেলেও যেতে পারবেন না।

আরো পড়ুন:

আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের দল ঘোষণা, ফিরলেন নেইমার

বিশ্বকাপের চেয়ে ‘দ্বিগুণ প্রাইজমানি’ থাকছে ফিফা ক্লাব বিশ্বকাপে

ক্লাব লিওঁ ফন্সেকার শাস্তিকে অবশ্য ‘অভূতপূর্ব’ বলে উল্লেখ করেছে। ফন্সেকার অধীনে লিওঁ ৫ ম্যাচ খেলে ৩টিতে জয় ও ২টিতে হেরেছে। বর্তমানে লিওঁ ২৪ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে।

ফন্সেকা ছাড়াও অলিম্পিক মার্শেইয়ের সভাপতি পাবলো লোঙ্গোরিয়াও সম্প্রতি ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ হন।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল

এছাড়াও পড়ুন:

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়। 

হাইওয়ে পুলিশ  জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ। 

সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে। 

ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল। 

নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না। 

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। 

হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ