"অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারীদের উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ শহরে দলিত সম্প্রদায়ের প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার  বিকালে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে পাইকপাড়ায় দলিত নারী উন্নয়ন সংস্থার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দলিত সম্প্রদায়ের চারজন নারীকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। 

দলিত নারী উন্নয়ন সংস্থার প্রধান সনু রানী দাসের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, নারায়ণগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার আঞ্জুমান আরা, রং মেলা নারী সংস্থার প্রধান  নীলা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, নারীদের এগিয়ে যেতে হলে  লক্ষ্যে পৌঁছাতে হলে, তাহলে আমাদের একসঙ্গে যেতে হবে। জাতি ও সমাজ গঠনে একসাথে চলার কোনো বিকল্প নেই। দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে হলে, কোনো একটি অংশকে দুর্বল রেখে বা আঘাতপ্রাপ্ত রেখে তা সম্ভব নয়। তাই নারী-পুরুষ সকলকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।  

নারীদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে। তবেই দেশ ও জাতির উন্নয়নে নারীরা নিজের ভূমিকা রাখতে পারবে। 

এছাড়াও দলিত নারীদের চ্যালেঞ্জ ও সামাজিক প্রতিবন্ধকতা  প্রভৃতি বিষয় নিয়ে কথা বলেন। এসব চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করা যায়, তা নিয়েও মতবিনিময় করেন। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি

উৎসবমূখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের (৪৭ তম) প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জে যুবদলের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের উদ্যোগে এই র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিতে সিদ্ধিরগঞ্জের নাসিকের আওতাধীন ১০ টি ওয়ার্ডের যুবদলের প্রায় পাঁচ শতাধিক নেতাকমীরা অংশ নেয়। 

র‌্যালিটি সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে শুরু হয়ে শিমরাইল মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। 

জাতীয়তাবাদী যুবদলের (৪৭ তম) প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালিতে যুবদল নেতা শফিকুল ইসলাম শফিক ও মাহবুব হোসেনের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম। 

এসময় আরও উপস্থিত ছিলেন, থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, ত্রাণ ও পূনর্বাস সম্পাদক মো: তৈয়ব হোসেন, যুবদল নেতা জাকির হোসেন, মো: ফাহিম, মো: মিলন, মো: রাশেদ, মো: বুলবুল, মো: হাসান রাজাসহ নাসিকের ১০ টি ওয়ার্ডের যুবদলের নেতাকর্মী প্রমূখ।

র‌্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যে মাজেদুল ইসলাম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অনেক সুশৃঙ্খল দল। তারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছে। আগামী দিনেও দেশ ও দলের স্বার্থে যুবদল নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদি।

আপনারা জানেন আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অংশগ্রহণ করবে।

সম্পর্কিত নিবন্ধ

  • সব সিম লক রেখে কিস্তিতে স্মার্টফোন বিক্রির সুযোগ পাচ্ছে অপারেটররা
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি ঘোষণা বিএনপির 
  • আগামী বছর নির্বাচনের পর বিশ্ব ইজতেমা: ধর্ম উপদেষ্টা
  • মিথ্যা প্রচার দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে: মির্জা ফখরুল
  • বাংলাদেশের শত্রুতারা আবার মাথা মাথাচারা দিয়ে উঠতে শুরু করেছে: মির্জা ফখরুল
  • ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
  • শাহরুখের ব্যাপারে সাবধান করলেন জুহি চাওলা
  • শাহরুখের অজানা এই সাত তথ্য জানেন?
  • ইসমাইল হোসেন (মুরুব্বী) এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া 
  • যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি