পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ১ হাজার ২০০ টাকা কেজি দরের ঘি ১ হাজার ১৮০০ টাকায় বিক্রি করায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে উপজেলা সদরের চৌবাড়ীয়ার দক্ষিণপাড়ায় অবস্থিত ‘ঘি বাড়ি’ নামের ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার। অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলার স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত–সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভাঙ্গুড়া উপজেলার ১২২টি গ্রামে প্রায় দেড় লাখ লোকের বসবাস। তাঁদের অর্ধেকের বেশি গরুর খামার ও দুগ্ধ উৎপাদনের সঙ্গে জড়িত। এ উপজেলায় প্রায় পাঁচ হাজার দুগ্ধ খামার আছে। এসব খামার থেকে প্রতিদিন লক্ষাধিক লিটার দুধ উৎপাদিত হয়। উৎপাদিত দুধের প্রায় ৭৫ শতাংশ সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান সংগ্রহ করে। বাকি ২৫ শতাংশ দুধে স্থানীয়ভাবে ঘি ও মিষ্টান্ন তৈরি করা হয়। উপজেলার উৎপাদিত ঘি ও মিষ্টি পণ্য দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। ফলে এ এলাকার ঘি ও মিষ্টান্নের বেশ সুনাম ও চাহিদা আছে। আর এ সুযোগেই একটি অসাধু চক্র ভেজাল ঘি তৈরি ও বেশি দামে ঘি বিক্রি করে অতিরিক্ত মুনাফা করছে। এমন তথ্যের ভিত্তিতে উপজেলা সদরের ‘ঘি বাড়ি’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ১ হাজার ২০০ টাকা কেজি দরের ঘি ১ হাজার ৮০০ টাকা দরে বিক্রির প্রমাণ পাওয়া গেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির মালিক সাইফুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ঘিয়ের মান যাচাই–বাছাই করতে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

অভিযান দলে থাকা উপজেলা স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম বলেন, ঘি প্যাকেটজাত করার সময় মূল্য বেশি লেখায় ভ্রাম্যমাণ আদালত জরিমানা আদায় করেছেন। সেই সঙ্গে ঘিয়ের নমুনা সংগ্রহ করে গুণগত মান পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। ভোক্তার অধিকার সংরক্ষণ করতে এ অভিযান চলমান থাকবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উৎপ দ উপজ ল

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ

দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ