ইন্টারনেট ব্রাউজারে বেশ কিছু ডিজিটাল মাধ্যম, যেমন– ই-মেইল, ফেসবুক, টুইটার ব্রাউজ করার প্রয়োজনে প্রায় সময়ই লগইন-লগআউট করতে হয়।
আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করতে গেলে ব্রাউজার পাসওয়ার্ড সংরক্ষণ করবে কিনা, এ বিষয়ে বার্তা (নোটিফিকেশন) আসবে। ইয়েস ক্লিক করলে আইডি পাসওয়ার্ড ব্রাউজারে সেভ হয়ে যায়। কিন্তু এভাবে পাসওয়ার্ড সংরক্ষণ করা অফিস বা বাসায় কোনোভাবেই নিরাপদ নয়।
পরে ওই ব্রাউজার দিয়ে নিজস্ব সোশ্যাল মিডিয়াতে প্রবেশে আইডি পাসওয়ার্ড স্বয়ংক্রিয়ভাবে বসে যায়। অর্থাৎ ব্যবহারকারীকে আইডি পাসওয়ার্ড পুনরায় লেখার প্রয়োজন হয় না। ব্যক্তিগত কম্পিউটারে পাসওয়ার্ড সেভ করলে কোনো সমস্যা না হলেও অন্যস্থান, যেমন– অফিস বা ভ্রমণে কম্পিউটারে পাসওয়ার্ড সেভ করে রাখলে তা বেহাত হওয়ার ঝুঁকি থেকে যায়। হুটহাট যে কোনো ওয়াই-ফাই ইন্টারনেটে সংযোগ নিলে পাসওয়ার্ড হ্যাক হয়ে যেতে পারে। কারণ, তাতে পাসওয়ার্ড সুরক্ষিত থাকে না। ব্রাউজারে সেভ পাসওয়ার্ডের বার্তা বন্ধ করতে চাইলে মজিলা ফায়ারফক্সের ক্ষেত্রে প্রথমে ব্রাউজার অংশে গিয়ে ওপরের বাঁ পাশ থেকে টুলস মেন্যুতে ক্লিক করে অপশনসে যেতে হবে। ওখানে ‘আস্ক টু সেভ লগইনস অ্যান্ড পাসওয়ার্ডস ফর ওয়েবসাইটস’ বক্স থেকে
টিক চিহ্ন তুলে দিতে হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: প সওয় র ড স
এছাড়াও পড়ুন:
বগুড়ায় বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিকেলে দলের গুলশানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘোষিত তালিকা অনুযায়ী দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন করবেন। এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে নির্বাচন করবেন।
বগুড়ায় সংসদীয় ৭টি আসনের মধ্যে ৬টির নাম প্রকাশ করা হয়েছে। বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসন থেকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রফিকুল ইসলাম; বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে আব্দুল মুহিত তালুকদার; বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন; বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসন থেকে বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম মো. সিরাজ; বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বগুড়া-৭ (গাবতলী-শাহাজানপুর) আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম ঘোষণা করা হয়েছে। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। ওই আসনটি শরীক দলকে ছেড়ে দেওয়া হতে পারে।
আরো পড়ুন:
ফুটবলার থেকে রাজনীতিক: বিএনপির মনোনয়ন পেলেন আমিনুল হক
বিএনপির মনোনয়ন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই নেতা
বগুড়ার দুটি আসন থেকে তারেক রহমান এবং খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন এমন খবর ছড়িয়ে পড়ার পর বিএনপির নেতাকর্মীরা শহরে আনন্দ মিছিল করেছে।
ঢাকা/এনাম/বকুল