ইন্টারনেট ব্রাউজারে বেশ কিছু ডিজিটাল মাধ্যম, যেমন– ই-মেইল, ফেসবুক, টুইটার ব্রাউজ করার প্রয়োজনে প্রায় সময়ই লগইন-লগআউট করতে হয়।
 আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করতে গেলে ব্রাউজার পাসওয়ার্ড সংরক্ষণ করবে কিনা, এ বিষয়ে বার্তা (নোটিফিকেশন) আসবে। ইয়েস ক্লিক করলে আইডি পাসওয়ার্ড ব্রাউজারে সেভ হয়ে যায়। কিন্তু এভাবে পাসওয়ার্ড সংরক্ষণ করা অফিস বা বাসায় কোনোভাবেই নিরাপদ নয়।
 পরে ওই ব্রাউজার দিয়ে নিজস্ব সোশ্যাল মিডিয়াতে প্রবেশে আইডি পাসওয়ার্ড স্বয়ংক্রিয়ভাবে বসে যায়। অর্থাৎ ব্যবহারকারীকে আইডি পাসওয়ার্ড পুনরায় লেখার প্রয়োজন হয় না। ব্যক্তিগত কম্পিউটারে পাসওয়ার্ড সেভ করলে কোনো সমস্যা না হলেও অন্যস্থান, যেমন– অফিস বা ভ্রমণে কম্পিউটারে পাসওয়ার্ড সেভ করে রাখলে তা বেহাত হওয়ার ঝুঁকি থেকে যায়। হুটহাট যে কোনো ওয়াই-ফাই ইন্টারনেটে সংযোগ নিলে পাসওয়ার্ড হ্যাক হয়ে যেতে পারে। কারণ, তাতে পাসওয়ার্ড সুরক্ষিত থাকে না। ব্রাউজারে সেভ পাসওয়ার্ডের বার্তা বন্ধ করতে চাইলে মজিলা ফায়ারফক্সের ক্ষেত্রে প্রথমে ব্রাউজার অংশে গিয়ে ওপরের বাঁ পাশ থেকে টুলস মেন্যুতে ক্লিক করে অপশনসে যেতে হবে। ওখানে ‘আস্ক টু সেভ লগইনস অ্যান্ড পাসওয়ার্ডস ফর ওয়েবসাইটস’ বক্স থেকে 
 টিক চিহ্ন তুলে দিতে হবে।
  
উৎস: Samakal
কীওয়ার্ড: প সওয় র ড স
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।