নতুন করে আর কর অব্যাহতি না চাইতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেছেন, ‘কর অব্যাহতির কথা বলবেন না। ধীরে ধীরে কর অব্যাহতির সংস্কৃতি থেকে বের হতে হবে। কর দিয়ে কেউ দেউলিয়া হয়নি।’
গতকাল মঙ্গলবার ২০২৫-২৬ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় বিভিন্ন সংগঠনের প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান এ কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আয়োজিত অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, সরকারি প্রকল্পে কর সম্পর্কিত বিভিন্ন বিষয়ও দেখা হবে। সমস্যাগুলো চুক্তির ভেতরে। যখন চুক্তির ভেতরেই বলে দেওয়া হয়, পেমেন্ট দেশের বাইরে হবে, করটা ক্রয়কারী দেবে– ঠিকাদার দেবে না, তখনই সমস্যাটা তৈরি হয়।
এ প্রসঙ্গে তিনি বলেন, এক-দেড় হাজার কোটি টাকার বড় প্রকল্প। ব্যবসা তারা এখান থেকে করছে। কিন্তু কর চাপিয়ে দিচ্ছে এ দেশের সরকারের ওপর। এখান থেকে বের হওয়া উচিত। এনবিআর চেয়ারম্যান জানান, ৬৫ শতাংশ টিআইএনধারী এবার রিটার্ন দাখিল করেননি। যারা রিটার্ন দাখিল করেননি, তাদের নোটিশ করা হচ্ছে। তাদের ব্যাংক হিসাবসহ অন্যান্য তথ্য সংগ্রহ করা হবে।
প্রাক-বাজেট আলোচনায় ফ্ল্যাটের নিবন্ধন ফি কমিয়ে ৯ শতাংশ করার প্রস্তাব দিয়েছে আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, বর্তমানে ফ্ল্যাটের নিবন্ধন ফি সাড়ে ১৫ থেকে ১৮ শতাংশ। এটি কমানো দরকার। রিহ্যাব সভাপতি মো.
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) প্রস্তাবে সংগঠনটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, কাঁচা চামড়াকে কৃষিপণ্য বিবেচনা করে তা সংগ্রহের ক্ষেত্রে উৎসে করের আওতামুক্ত রাখতে হবে। একই সঙ্গে রপ্তানির বিপরীতে প্রাপ্ত নগদ প্রণোদনার ওপর আরোপিত উৎসে কর রহিত করতে হবে।
ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএসবি) পক্ষে স্নেহাশীষ বড়ুয়া বলেন, বাংলাদেশে ব্রাঞ্চ কিংবা লিয়াজোঁ অফিস স্থাপন করলেও আয়ের ওপর কর দিচ্ছে না অনেক বিদেশি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের কাছ থেকে শুধু উৎসে কর নিয়ে খুশি থাকতে হচ্ছে এনবিআরকে। এসব প্রতিষ্ঠানের কাছ থেকে আয়কর আদায়ে পদক্ষেপ দরকার। এ ছাড়াও বাজেট প্রস্তাবনা তুলে ধরে আইসিএমএবি, বাংলাদেশ ট্যাক্স ল’ ইয়ার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ভ্যাট প্রফেশনাল ফোরাম।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সেই আছিয়ার পরিবারকে গরু ও ঘর দিল জামায়াত
মাগুরায় যৌন নিপীড়নের শিকার হয়ে মারা যাওয়া আলোচিত শিশু আছিয়ার পরিবারকে দুটি গরু ও একটি গোয়ালঘর উপহার দেওয়া হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে আছিয়ার পরিবারকে এ উপহার দেওয়া হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে আছিয়ার বাড়িতে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে উপহার হস্তান্তর করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কুষ্টিয়া ও যশোর অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন।
এ সময় জেলা জামায়াতের আমির এম বি বাকের, সাবেক আমির ও কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল মতিনসহ স্থানীয় এবং জেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন:
শিশু ছাত্রীকে যৌন নির্যাতন, মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা
অপারেশনের পর শিশুর মৃত্যু: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা
গত ১৫ মার্চ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আছিয়ার বাড়িতে যান। তিনি শিশুটির মৃত্যুর ঘটনায় দ্রুত বিচার চান। সে সময় আছিয়ার পরিবারকে স্বাবলম্বী করতে একটি গোয়াল ঘর এবং দুটি গরু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন জামায়াতের আমির।
আট বয়সী আছিয়া মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয় বলে পরিবারের তরফ থেকে অভিযোগ ওঠে। গত ৬ মার্চ অচেতন অবস্থায় মাগুরার ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয় তাকে। অবস্থার অবনতি হলে মাগুরা হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে শিশুটিকে নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে থেকে সেদিন সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় নেওয়া হয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। দুই দিন পর ৮ মার্চ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। ১৩ মার্চ বৃহস্পতিবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আছিয়ার।
ঢাকা/শাহীন/রফিক