Samakal:
2025-11-02@20:25:46 GMT

কর দিয়ে কেউ দেউলিয়া হয়নি

Published: 11th, March 2025 GMT

কর দিয়ে কেউ দেউলিয়া হয়নি

নতুন করে আর কর অব্যাহতি না চাইতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেছেন, ‘কর অব্যাহতির কথা বলবেন না। ধীরে ধীরে কর অব্যাহতির সংস্কৃতি থেকে বের হতে হবে। কর দিয়ে কেউ দেউলিয়া হয়নি।’
গতকাল মঙ্গলবার ২০২৫-২৬ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় বিভিন্ন সংগঠনের প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান এ কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আয়োজিত অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, সরকারি প্রকল্পে কর সম্পর্কিত বিভিন্ন বিষয়ও দেখা হবে। সমস্যাগুলো চুক্তির ভেতরে। যখন চুক্তির ভেতরেই বলে দেওয়া হয়, পেমেন্ট দেশের বাইরে হবে, করটা ক্রয়কারী দেবে– ঠিকাদার দেবে না, তখনই সমস্যাটা তৈরি হয়। 

এ প্রসঙ্গে তিনি বলেন, এক-দেড় হাজার কোটি টাকার বড় প্রকল্প। ব্যবসা তারা এখান থেকে করছে। কিন্তু কর চাপিয়ে দিচ্ছে এ দেশের সরকারের ওপর। এখান থেকে বের হওয়া উচিত। এনবিআর চেয়ারম্যান জানান, ৬৫ শতাংশ টিআইএনধারী এবার রিটার্ন দাখিল করেননি। যারা রিটার্ন দাখিল করেননি, তাদের নোটিশ করা হচ্ছে। তাদের ব্যাংক হিসাবসহ অন্যান্য তথ্য সংগ্রহ করা হবে। 
প্রাক-বাজেট আলোচনায় ফ্ল্যাটের নিবন্ধন ফি কমিয়ে ৯ শতাংশ করার প্রস্তাব দিয়েছে আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, বর্তমানে ফ্ল্যাটের নিবন্ধন ফি সাড়ে ১৫ থেকে ১৮ শতাংশ। এটি কমানো দরকার। রিহ্যাব সভাপতি মো.

ওয়াহিদুজ্জামান বলেন, সাড়ে ৪ শতাংশ নিবন্ধন ফি দিয়ে দ্বিতীয়বার ফ্ল্যাট বা প্লট কেনাবেচার ব্যবস্থা চালু করা দরকার। এতে একই সম্পত্তি বারবার হাতবদল হবে। সরকারের রাজস্ব আয় বাড়বে। 

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) প্রস্তাবে সংগঠনটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, কাঁচা চামড়াকে কৃষিপণ্য বিবেচনা করে তা সংগ্রহের ক্ষেত্রে উৎসে করের আওতামুক্ত রাখতে হবে। একই সঙ্গে রপ্তানির বিপরীতে প্রাপ্ত নগদ প্রণোদনার ওপর আরোপিত উৎসে কর রহিত করতে হবে। 
ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএসবি) পক্ষে স্নেহাশীষ বড়ুয়া বলেন, বাংলাদেশে ব্রাঞ্চ কিংবা লিয়াজোঁ অফিস স্থাপন করলেও আয়ের ওপর কর দিচ্ছে না অনেক বিদেশি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের কাছ থেকে শুধু উৎসে কর নিয়ে খুশি থাকতে হচ্ছে এনবিআরকে। এসব প্রতিষ্ঠানের কাছ থেকে আয়কর আদায়ে পদক্ষেপ দরকার। এ ছাড়াও বাজেট প্রস্তাবনা তুলে ধরে আইসিএমএবি, বাংলাদেশ ট্যাক্স ল’ ইয়ার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ভ্যাট প্রফেশনাল ফোরাম। 

উৎস: Samakal

কীওয়ার্ড: আয়কর ব যবস

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ