সিলেটে মসজিদে যাওয়ার পথে কৃষক দলের নেতাকে কুপিয়ে জখম
Published: 13th, March 2025 GMT
সিলেটের বিশ্বনাথ উপজেলা কৃষক দলের নেতা আবদুল গণি শাহকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের পাঁচঘরি গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য।
আবদুল গণি শাহ গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে বাড়ি থেকে পাশের মসজিদে যাওয়ার পথে হামলার শিকার হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল গণি গতকাল রাত সাড়ে আটটার দিকে বাড়ি থেকে পাশের মসজিদে তারাবিহর নামাজ আদায় করতে বের হন। তবে মসজিদে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে আহত করে। পরে তাঁর চিৎকারে হামলাকারীরা পালিয়ে যায়।
বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া প্রথম আলোকে বলেন, আহত আবদুল গণি শাহ দলের নিবেদিতপ্রাণ মানুষ। তাঁর ওপর কেন হামলা হলো, বোঝা যাচ্ছে না। তিনি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
সিলেটের বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, আহত ব্যক্তির হাতে ও পিঠে গুরুতর জখম আছে। তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। হামলাকারীদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যুদ্ধবিরতি নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন জেলেনস্কি ও মার্কিন প্রতিনিধি
যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য জার্মানিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বসতে যাচ্ছেন মার্কিন প্রতিনিধি দল। সোমবার এই বৈঠক হবে বলে জানিয়েছে রয়টার্স।
একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার ইউক্রেনীয় ও ইউরোপীয়দের সাথে আলোচনার জন্য জার্মানি সফর করছেন।
মার্কিন শান্তি প্রস্তাব নিয়ে ইউক্রেন ও রাশিয়ার সাথে আলোচনার নেতৃত্বদানকারী উইটকফকে পাঠানোর সিদ্ধান্তটি একটি সংকেত বলে মনে হচ্ছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, ওয়াশিংটন অগ্রগতির সম্ভাবনা দেখছে। বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছিল, ট্রাম্প যদি মনে করেন যে যথেষ্ট অগ্রগতি হয়েছে তবেই কেবল একজন কর্মকর্তাকে আলোচনায় পাঠাবেন।
বৈঠক সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জার্মান সরকারের একটি সূত্র বলেছেন, “ইউক্রেনে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা সপ্তাহান্তে বার্লিনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের পররাষ্ট্রনীতি উপদেষ্টাদের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে।”
সোমবার জার্মান চ্যান্সেলর মের্জ বার্লিনে জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের একটি শীর্ষ সম্মেলনের আতিথেয়তা করছেন, যা ইউরোপ জুড়ে মিত্রদের কাছ থেকে ইউক্রেনীয় নেতার প্রতি সমর্থনের ধারাবাহিক প্রকাশ্য প্রদর্শনের সর্বশেষ ঘটনা। কারণ প্রাথমিকভাবে মস্কোর প্রধান দাবিগুলিকে সমর্থন করে এমন একটি শান্তি পরিকল্পনায় স্বাক্ষর করার জন্য কিয়েভ ওয়াশিংটনের চাপের মুখে রয়েছে।
ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি গত কয়েক সপ্তাহ ধরে মার্কিন প্রস্তাবগুলোকে পরিমার্জন করার জন্য কাজ করছে। আগের প্রস্তাবে কিয়েভকে আরো ভূখণ্ড ছেড়ে দেওয়ার, ন্যাটোতে যোগদানের উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করার এবং তার সশস্ত্র বাহিনীর সীমাবদ্ধতা মেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছিল।
ঢাকা/শাহেদ