সিলেটে মসজিদে যাওয়ার পথে কৃষক দলের নেতাকে কুপিয়ে জখম
Published: 13th, March 2025 GMT
সিলেটের বিশ্বনাথ উপজেলা কৃষক দলের নেতা আবদুল গণি শাহকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের পাঁচঘরি গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য।
আবদুল গণি শাহ গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে বাড়ি থেকে পাশের মসজিদে যাওয়ার পথে হামলার শিকার হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল গণি গতকাল রাত সাড়ে আটটার দিকে বাড়ি থেকে পাশের মসজিদে তারাবিহর নামাজ আদায় করতে বের হন। তবে মসজিদে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে আহত করে। পরে তাঁর চিৎকারে হামলাকারীরা পালিয়ে যায়।
বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া প্রথম আলোকে বলেন, আহত আবদুল গণি শাহ দলের নিবেদিতপ্রাণ মানুষ। তাঁর ওপর কেন হামলা হলো, বোঝা যাচ্ছে না। তিনি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
সিলেটের বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, আহত ব্যক্তির হাতে ও পিঠে গুরুতর জখম আছে। তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। হামলাকারীদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
১০ ও ১১ মে সিটি ব্যাংকের সব সেবা বন্ধ থাকবে
ডেটা সেন্টার স্থানান্তরের কাজ সম্পন্ন করতে লেনদেনসহ সব ধরনের ব্যাংকিং কার্যক্রম দুই দিন বন্ধ রাখবে সিটি ব্যাংক। আগামী ৯ মে রাত ১২টা থেকে ১১ মে রাত ৮টা পর্যন্ত সব ধরনের কার্যক্রম বন্ধ রাখতে ব্যাংকটিকে সম্মতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধ বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এ–সংক্রান্ত আদেশে বলা হয়েছে, ডেটা সেন্টার স্থানান্তর কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আগামী ৯ মে রাত ১২টা থেকে ১১ মে রাত ৮টা পর্যন্ত সব ধরনের ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে সিটি ব্যাংককে সম্মতি দেওয়া হলো।
১৯৮৩ সালে যাত্রা শুরু করা সিটি ব্যাংকের গ্রাহক গত বছর শেষে বেড়ে দাঁড়িয়েছে ৩২ লাখে। ২০০৭ সালে ব্যাংকটির গ্রাহক ছিল ৬৮ হাজার। ব্যাংকটির কর্মকর্তার সংখ্যা এখন ৫ হাজার ৩২১ জন। দেশের সবচেয়ে বেশি সাত লাখ ক্রেডিট কার্ড গ্রাহক রয়েছে সিটি ব্যাংকের। ব্যাংকটির ক্রেডিট কার্ডের ঋণের পরিমাণ প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা। গত বছর শেষে ব্যাংকটির আমানত বেড়ে হয়েছে ৫১ হাজার ৪২০ কোটি টাকা। আর ঋণ ছিল ৪৪ হাজার ৪৯৮ কোটি টাকা। গত বছর শেষে হাজার কোটি টাকা মুনাফার মাইলফলক ছুঁয়েছে সিটি ব্যাংক। ব্যাংকটি গত বছর শেষে সমন্বিত মুনাফা করেছে ১ হাজার ১৪ কোটি টাকা। ২০২৩ সালে ব্যাংকটির সমন্বিত মুনাফার পরিমাণ ছিল ৬৩৮ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির মুনাফা ৩৭৬ কোটি টাকা বা ৫৯ শতাংশ বেড়েছে।