সিলেটে মসজিদে যাওয়ার পথে কৃষক দলের নেতাকে কুপিয়ে জখম
Published: 13th, March 2025 GMT
সিলেটের বিশ্বনাথ উপজেলা কৃষক দলের নেতা আবদুল গণি শাহকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের পাঁচঘরি গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য।
আবদুল গণি শাহ গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে বাড়ি থেকে পাশের মসজিদে যাওয়ার পথে হামলার শিকার হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল গণি গতকাল রাত সাড়ে আটটার দিকে বাড়ি থেকে পাশের মসজিদে তারাবিহর নামাজ আদায় করতে বের হন। তবে মসজিদে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে আহত করে। পরে তাঁর চিৎকারে হামলাকারীরা পালিয়ে যায়।
বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া প্রথম আলোকে বলেন, আহত আবদুল গণি শাহ দলের নিবেদিতপ্রাণ মানুষ। তাঁর ওপর কেন হামলা হলো, বোঝা যাচ্ছে না। তিনি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
সিলেটের বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, আহত ব্যক্তির হাতে ও পিঠে গুরুতর জখম আছে। তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। হামলাকারীদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা