সুপার ওভারে সাধারণত দেখা যায় ব্যাটিং ঝড়, চার-ছয়ের ফুলঝুরি। কিন্তু শুক্রবার মালয়েশিয়ায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ঘটে গেল অবিশ্বাস্য এক ঘটনা। বাহরাইন ও হংকংয়ের মধ্যকার ম্যাচে সুপার ওভারে রানের খাতাই খুলতে পারেনি বাহরাইন—যা আন্তর্জাতিক ক্রিকেটে এবারই প্রথম।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৯ রান করে হংকং। জবাবে সমান ১২৯ রান করে বাহরাইনও। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে ব্যাট করতে নামা বাহরাইন শুরুতেই ব্যাকফুটে চলে যায়। হংকংয়ের পেসার ইহসান খান প্রথম বল ডট দেওয়ার পর পরপর দুই বলে তুলে নেন দুই উইকেট। সুপার ওভারের নিয়ম অনুযায়ী, কোনো দলের দুই উইকেট পড়ে গেলে ইনিংস শেষ। ফলে শূন্য রানেই গুঁটিয়ে যায় বাহরাইন।

জয়ের জন্য ১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে হংকং। প্রথম দুই বল ডট খেলেও তৃতীয় বলে এক রান নিয়ে জয় নিশ্চিত করেন বাবর হায়াত।

টি-টোয়েন্টি সুপার ওভারে এটাই এখন পর্যন্ত সর্বনিম্ন রানের রেকর্ড। এর আগে সর্বনিম্ন স্কোর ছিল ১ রান—যেটি ২০২৪ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় সুপার ওভারে করেছিল আফগানিস্তান। ওই ম্যাচে প্রথম সুপার ওভারে উভয় দল ১৬ রান করে। দ্বিতীয় সুপার ওভারে ভারতের দেওয়া ১১ রানের জবাবে আফগানরা করেছিল মাত্র ১ রান।

ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত চারবার সুপার ওভারের দেখা মিলেছে। ২০২২ সালের নভেম্বরে পাকিস্তান ২ রান করেছিল—যা ওয়ানডে সুপার ওভারে সর্বনিম্ন রেকর্ড।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র ন কর প রথম

এছাড়াও পড়ুন:

শাহবাজ শরিফ–জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, কী বললেন

কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গতকাল বুধবার দুজনকে ফোন করেন তিনি। এ সময় হামলার ঘটনা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্টি হওয়া উত্তেজনা কমানোর ওপর গুরুত্ব আরোপ করেন রুবিও।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে বলেন, শাহবাজ শরিফের সঙ্গে ফোনকলে পেহেলগামে হামলার ‘নিন্দা জানানোর প্রয়োজনীতা নিয়ে’ কথা বলেন রুবিও। একই সঙ্গে ‘অযৌক্তিক’ এই হামলার তদন্তে পাকিস্তানি কর্মকর্তাদের সহযোগীতার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে করা আলাদা একটি ফোনকলে নয়াদিল্লির সঙ্গে সংহতি প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি পেহেলগামে হামলার পেছনে পাকিস্তানের হাত আছে বলে ভারত যে অভিযোগ তুলেছে এবং প্রতিশোধের যে হুমকি দিচ্ছে—এ বিষয়ে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান তিনি।

ট্যামি ব্রুস বলেন, ‘পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় যে প্রাণহানি হয়েছে, তা নিয়ে দুঃখ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী (রুবিও)। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের সঙ্গে একজোট হয়ে কাজ করার যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি রয়েছে, তা–ও পুনর্ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে উত্তেজনা কমাতে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পাকিস্তানের সঙ্গে কাজ করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।’

সম্পর্কিত নিবন্ধ