প্রবেশপথের শুরুতেই সুউচ্চ মিনারটি নজর কাড়ে। মিনারের ওপর সবুজ রঙের গোলাকৃতি গম্বুজ। এই মিনার থেকেই আজান দেওয়া হয় রোজ ৫ ওয়াক্ত। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাগিচাহাটের শঙ্খ নদের তীরে খান জামে মসজিদটি প্রায় ৩০০ বছর ধরে বহন করে চলেছে মোগল রাজত্বের ইতিহাস।

বাগ-ই-শাহ হাট থেকে বাগিচাহাট। শাহি সৈন্যদের বাগান অর্থাৎ যেখানে তাদের সমাহিত করা হয়েছে। খান মসজিদের প্রাঙ্গণে এমন ২২টি বাঁধানো কবর চোখে পড়ে। এক সারিতে ১৩টি আরেক সারিতে ৯টি। আরাকানদের সঙ্গে শঙ্খের তীরে প্রায়ই যুদ্ধ হতো মোগলদের। সেসব যুদ্ধে যেসব উচ্চপদস্থ সেনা নিহত হতেন, তাঁদের কবর দেওয়া হতো মসজিদের প্রাঙ্গণে।

বাংলার মোগল সুবাদার শায়েস্তা খানের ছেলে উমেদ খান অভিযান পরিচালনা করেন চট্টগ্রামে। আরাকানদের পরাজিত করে রামু পর্যন্ত হটিয়ে অঞ্চলটি তাদের দখলে নিয়ে আসে মোগলরা। তবে বর্ষাকাল হওয়ায় রামুর পাহাড়ি অঞ্চলে তাদের অবস্থান করা কঠিন হয়ে যায়। এ কারণে শঙ্খ নদের দুই পাড়ে সীমান্ত নির্ধারণ করেন তাঁরা। দুই পাড়ে সীমান্তরক্ষী নিযুক্ত হন আধু খান ও লক্ষণ সিংহ হাজারী। আধু খানের নামে পরে ২২টি মসজিদ, দিঘি ও হাটের পত্তন হয়। তারই একটি বাগিচাহাটের খান জামে মসজিদ ও দিঘি। ১৮ শতকের প্রথম দিকে এসব মসজিদ নির্মাণ করেন তিনি।

প্রায় ১৮ শতক জমির ওপর অবস্থিত খান জামে মসজিদটি মূলত ওই ২২টি কবরের জন্যই বিখ্যাত। মূল ভবনের মাঝবরাবর একটি বড় গম্বুজ ও দুই পাশে দুটি ছোট গম্বুজ রয়েছে। বর্তমান মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নুরুল হক মাস্টার (৭৫) বলেন, পুরোনো মসজিদ ভবনে জায়গার সংকুলান না হওয়ায় প্রায় ২৫ বছর আগে তৎকালীন মসজিদ পরিচালনা কমিটির প্রচেষ্টায় মসজিদটি সম্প্রসারণ করে দোতলা ভবন করা হয়। সে সময় সড়কসংলগ্ন আজান দেওয়ার জন্য যে মিনারটি ছিল, তা ভেঙে ফেলা হয়। ২২টি কবরের মধ্যে সড়কের পাশের ভিন্ন রঙের উঁচু কবরটি তৎকালীন সময়ের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা শের-ই-জামালের। তিনি আধু খানের ছেলে ছিলেন।

পরবর্তী সময়ে দোহাজারী, লোহাগাড়া, মিরসরাই, চট্টগ্রাম শহরের জামাল খান, রহমতগঞ্জসহ চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে আধু খান ও লক্ষণ সিংহ হাজারী নানান স্থাপনা নির্মাণ করেন। চন্দনাইশ গাছবাড়িয়া খানহাট, লোহাগড়া আধুনগরে খানহাট এসবই আধু খানের ও তাঁর বংশধরদের নির্মাণ। জামাল খানের নামকরণ হয় আধু খানের ছেলে শেরে জামাল খানের নামে, রহমতগঞ্জের নাম তাদের আত্মীয় রহমত খানের নামে, জোরারগঞ্জ হচ্ছে লক্ষণ সিংহ হাজারীর ছেলে জোরার সিংহ হাজারীর নামে।

মসজিদের পানির চাহিদা পূরণের জন্য ২৪ একর জায়গাজুড়ে রয়েছে খান দিঘি। এ ছাড়া মসজিদের ভেতরে একটি কক্ষে রয়েছে মহানবী হজরত মুহাম্মদ (সা.

) ও শেখ মহিউদ্দীন আবদুল কাদের জিলানী (রহ.)–এর পায়ের চিহ্ন। কদম রাসুল বলে চিহ্নিত এ জায়গাটি কাচ দিয়ে বাঁধাই করা। ধর্মপ্রাণ মানুষ অনেকেই এটি পরিদর্শন করেন। এ বিষয়ে লোকসাহিত্য ও মুক্তিযুদ্ধ গবেষক শামশুল আরেফীন প্রথম আলোকে বলেন, সে সময় আধু খান মধ্যপ্রাচ্য বা আরব দেশ থেকে রাসুলের (সা.) এবং আবদুল কাদের জিলানীর (রহ.) এই পদচিহ্ন এনে মসজিদটিতে স্থাপন করেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: মসজ দ র গম ব জ

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ