খুব ভাল লাগছে, আফনারা আইছেন আমারে দেখবার লাগি: হামজা
Published: 17th, March 2025 GMT
ম্যানচেস্টার থেকে বিমান যোগে সিলেট, সেখান থেকে গাড়িতে হবিগঞ্জ উপজেলার বাহুবলের স্বানঘাটে গ্রামের বাড়ি এসেছেন হামজা চৌধুরী। হামজার আগমনে ঝাড়পোঁছ করে পরিপাটি করা বাড়িটি সীমানা প্রাচীর দিয়ে ঢাকা। তার ঠিক বাইরে হামজাকে বরণ করার মঞ্চ প্রস্তুত করা হয়েছে।
ওই মঞ্চে গাল ভরা হাসি নিয়ে হামজা এসেই সহজাত স্বরে বললেন, ‘আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান।’ বাংলাদেশ দলের হয়ে খেলার ঘোষণা দেওয়ার পর হামজাকে নিয়ে চর্চা কম হয়নি। ভক্তরা নিশ্চয় জেনে গেছেন, পশ্চিমা দেশে থাকলেও হামজা ইসলামের অনুশাসন মেনে চলেন। তার স্বভাবত সালাম তারই অংশ।
সেখানেও হামজা কথা বললেন খুব সামান্য। তার বাংলা ভাষার শব্দ সংখ্যা সীমিত। যেটুকু জানেন তাও সিলেটি। বাড়ির আঙিনা ঘেষা মঞ্চের সামনে জড়ো হওয়া হাজার খানেক ভক্তদের মাতাতে হামজা তাই স্লোগান দেওয়াই যেন ভালো মনে করলেন।
বিমানবন্দরে তাকে নিয়ে ভক্তদের উন্মাদনা হয়েছে। সেখানে সংবাদ মাধ্যমের সামনে আসলেও ভক্তদের ভিড়ে খুব একটা কথা বলতে পারেননি। হবিগঞ্জের বাড়িতেও খুব বেশি কথা তিনি বলেননি। তবে যেটুকু বলেছেন তাতে প্রাণের উচ্ছ্বাস মিশে ছিল। ভক্তদের উন্মাদনায় খুশি আর লাজুক চাহনির মিশেলে একটা হাসি দিয়ে বলেন, ‘আমার খুব ভাল লাগছে, আফনারা সবে আইছেন আমারে দেখবার লাগি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আমির খান আলোচিত যে ৭ সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন
‘সাজন’
লরেন্স ডিসুজার এই রোমান্টিক সিনেমাটি উপমহাদেশজুড়েই ব্যাপক জনপ্রিয়তা পায়, সিনেমাটির গানগুলোও মানুষের মুখে মুখে ফেরে। বিভিন্ন ভাষায় সিনেমাটির রিমেক হয়। তবে মূল সিনেমাটিই আদতে একটি ফরাসি নাটক থেকে অনুপ্রাণিত। আলোচিত এ হিন্দি সিনেমায় অভিনয় করেন সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত ও সালমান খান। এ ছাড়া ছিলেন কাদের খান। ১৯৯১ সালে এটি ছিল সবচেয়ে ব্যবসাসফল হিন্দি সিনেমা। শুরুতে এ ছবির প্রস্তাব যায় আমির খানের কাছে। কিন্তু তাঁর কাছে চরিত্রটি পছন্দ হয়নি। আমির খান জানান, চরিত্রটির সঙ্গে তিনি কোনোভাবেই একাত্মবোধ করতে পারছেন না, তাই ফিরিয়ে দেন।