Risingbd:
2025-08-01@21:10:07 GMT

‘ডাকাতি’ করতে এসে আটক ২

Published: 18th, March 2025 GMT

‘ডাকাতি’ করতে এসে আটক ২

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার নোয়াইল গ্রামে ডাকাতি করতে আসা দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন গ্রামবাসী।

সোমবার (১৭ মার্চ) রাত দেড়টার দিকে তাদের আটক করা হয়। মঙ্গলবার (১৮ মার্চ) সকালে আটককৃতদের পুলিশে সোপর্দ করা হয়েছে। সোনারগাঁ থানার ওসি এমএ বারী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত রবিবার মধ্যরাতে একই গ্রামের মামুনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সেসময় ডাকাতরা ওই বাড়ি থেকে চার ভরি স্বর্ণ, পাঁচটি মোবাইল ও নগদ ২২ হাজার টাকা লুট করে নিয়ে যায়। বাধা দিলে মামুনের স্ত্রী মনি আক্তারকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে ডাকাতরা। 

আরো পড়ুন:

গাজীপুরে দুই কারখানায় শ্রমিক বিক্ষোভ

যশোরে গুলি ও ছুরিকাঘাতে যুবক নিহত

এলাকাবাসী জানান, সোমবার রাত দেড়টায় দিকে ডাকাত দল আবারো এলাকায় এসেছে এমন খবর পেয়ে মোবাইল ও অনলাইনে সবাইকে সতর্ক করা হয়। এলাকাবাসী পরে ডাকাত দলের দুই সদস্য জাহের আলী (৪৭) ও ইমন মিয়াকে (২৪) আটক করে। সম্পর্কে তারা চাচা-ভাতিজা। তারা সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া গ্রামের বাসিন্দা। জিজ্ঞেস করলে দুইজনই স্বীকার করেন, গত রবিবার রাতে মামুনের বাড়িতে তারাই ডাকাতির করেছিলেন। এলকাবাসী পরে তাদের সোনারগাঁ থানা পুলিশের কাছে সোপর্দ করে। 

সোনারগাঁ থানার ওসি এমএ বারী বলেন, “ঘটনাস্থল থেকে দুই ডাকাতকে আটক করে থানায় আনা হয়েছে। পুলিশের একটি বিশেষ টিম ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান পরিচালনা করেছে। আইনানুগ কার্যক্রম শেষে আটককৃতদের আদালতে পাঠানো হবে।”

ঢাকা/অনিক/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক স ন রগ

এছাড়াও পড়ুন:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. আরিফুল। শুক্রবার বেলা এগারোটার দিকে তিনি ভবন থেকে পড়ে যান বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক নিংতম বলেন, বেলা এগারোটার দিকে কয়েকজন ওই শ্রমিককে নিয়ে আসেন। অবস্থা গুরুতর দেখে তখনই তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

নির্মাণাধীন ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোমিনুল করিম শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, ভবনটির নির্মাণকাজ বর্তমানে বন্ধ রয়েছে। তবে কিছু শ্রমিক ওই ভবনে থাকেন। দুপুরের দিকে তিনি জানতে পারেন একজন শ্রমিক ভবন থেকে পড়ে গেছেন। তাঁকে এনাম মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। সন্ধ্যাবেলায় তাঁকে জানানো হয় ওই শ্রমিক মারা গেছেন।

তবে এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার সুলতান প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীরনগর থেকে একজন রোগীকে আনা হয়েছিল। উনি ছাদ থেকে পড়ে গেছেন বলে জানানো হয়। মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

শুক্রবার রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমি আধা ঘণ্টা আগে খবর পেয়েছি। সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছি। এমন একটি ঘটনা আমাদের আগে জানানো হয়নি কেন, তা জিজ্ঞাসা করেছি। বিষয়টি প্রো-ভিসি (এডমিন) দেখছেন।’

সম্পর্কিত নিবন্ধ