ঈদ উপলক্ষে ব্যাংকে কর্মরত কর্মকর্তা–কর্মচারীদের বেতন–ভাতা ২৩ মার্চ দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি অবসরপ্রাপ্ত পেনশনধারীদের ভাতা একই দিনে দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক আজ বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দিয়েছে।

সাধারণত ব্যাংকারদের বেতন ২৩ মার্চের মধ্যে হয়ে থাকে। কিছু ব্যাংক এর পরেও বেতন দিলে মাস অতিক্রম করে না। এর আগে সরকারি কর্মকর্তা–কর্মচারীদের বেতন ২৩ মার্চের মধ্যে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীদের মার্চ মাসের বেতন–ভাতা ও অবসরপ্রাপ্ত পেনশনধারীদের মার্চ মাসের অবসরের ভাতা ২৩ মার্চ দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হলো।

এর আগে অর্থ মন্ত্রণালয় এক চিঠিতে জানায়, ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা–কর্মচারীরা চলতি মাসের বেতন–ভাতা ২৩ মার্চ পাবেন। অবসরপ্রাপ্ত পেনশনাররাও একই দিনে তাঁদের অবসরের ভাতা পাবেন।

এদিকে আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী ৩ এপ্রিলও ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে এবার ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা। একই সময়ে বন্ধ থাকবে ব্যাংকও। তবে কিছু ব্যাংক শাখা বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর মকর ত ২৩ ম র চ সরক র

এছাড়াও পড়ুন:

আন্তর্জাতিক নৃত্য দিবসে শিল্পকলা একাডেমির  দুই দিনের আয়োজন

আন্তর্জাতিক নৃত্য দিবস নৃত্যের একটি বৈশ্বিক উদযাপন। নৃত্য মানুষের সম্মিলন ঘটায় তার পরিচিত ভাষা দিয়ে। নৃত্যের আনন্দ বিনিময় ঘটে দর্শকদের মধ্যে, তার বোধ-উপলব্ধিকে সচেতন করার জন্য। নৃত্যে অংশগ্রহণ এবং নৃত্য শিক্ষাকে উৎসাহিত করার লক্ষ্যে আজ  ২৯ এপ্রিল সারা বিশ্বে দিবসটি উৎসবমুখরভাবে পালিত হয়ে আসছে। আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে আজ ও আগামীকাল  জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হবে ২ দিনব্যাপী অনুষ্ঠান ‘মুক্ত সুরের ছন্দ’।

আজ বিকেল ৫ টায় জাতীয় নাট্যশালার সম্মুখে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন এবং স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান। এছাড়াও বিশিষ্ট নৃত্য পরিচালক ও নৃত্যশিল্পীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অতিথিবৃন্দের বক্তব্যের পর নাট্যশালার সম্মুখে বেলুন উড়িয়ে আন্তর্জাতিক নৃত্য দিবসের উদ্বোধন করবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এরপর আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি, সভাপতি, সকল বিভাগের পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, নৃত্য পরিচালক ও শিল্পী বৃন্দরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন।

 জাতীয় নাট্যশালা মিলনায়তনে মূল আয়োজনে শুরুতেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা সমবেত নৃত্য ‘প্রাণ’ পরিবেশন করবেন, সংগীত পরিচালনা করেছেন ফাহাল হোসাইন। সমবেত নৃত্য ‘সপ্তসুরের শিখায় আমি’ পরিবেশন করবে ভঙ্গিমা ডান্স থিয়েটার, নৃত্য পরিচালনায় সৈয়দা শায়লা লিমা। ‘আদিবাসি নৃত্য’ পরিবেশন করবে তপস্যা, নৃত্য পরিচালনায় ফিফা চাকমা। মিউজিকের সাথে নৃত্য পরিবেশন করবে অ্যালিফিয়া ডান্স এটেলিয়ার, নৃত্য পরিচালনায় মোফাসসল আলিফ। সমেবেত নৃত্য ‘সেদিন আর কত, আমাদের নানান, আহ্বান’ পরিবেশন করবে ভাবনা নৃত্যদল, নৃত্য পরিচালনায় সামিনা হোসেন। ‘বিদেশী লোক নৃত্য’ পরিবেশন করবে রেওয়াজ পারফর্মাস স্কুল, নৃত্য পরিচালনায় মুনমুন আহমেদ। সমবেত নৃত্য ‘অন্তহীন’ পরিবেশন করবে কাথ্যাকিয়া-দা সেন্টার অফ আর্টস, নৃত্য পরিচালনায় এস. এম হাসান ইশতিয়াক। ‘ভরতনাট্যম পুষ্পাঞ্জলী’ পরিবেশন করবে নৃত্যসুর, নৃত্য পরিচালনায় সেলিনা হক। ‘সমসাময়িক নৃত্য’ পরিবেশন করবে নাইম খান ডান্স কোম্পানী, নৃত্য পরিচালনায় আবু নাইম। সমবেত নৃত্য ‘আনন্দধারা বহিছে ভুবনে’ পরিবেশন করবে দীক্ষা, নৃত্য পরিচালনায় সুইটি দাস। বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস পরিবেশন করবে ‘বাংলাদেশের ঢোল’, নৃত্য পরিচালনায় ফারহানা চৌধুরী।

‘গৌড়ীয় আঙ্গিকে নৃত্য’ পরিবেশন করবে বাংলাদেশ গৌড়ীয় নৃত্য একাডেমি, নৃত্য পরিচালনায় এগনেসর র্যা সেল প্রিয়াংকা। সমবেত নৃত্য ‘পরী জাফরানী’ পরিবেশন করবে নান্দনিক নৃত্য সংগঠন, নৃত্য পরিচালনায় নিলুফার ওয়াহিদ পাপড়ী। নবীন নৃত্যশিল্পী পরিবেশন করবে ‘ফোক মেলডী’। সমবেত নৃত্য ‘শক্তি’ পরিবেশন করবে আটিস্ট্রি, নৃত্য পরিচালনায় আরোহী ইসলাম। সমবেত নৃত্য ‘বৈশাখ’ পরিবেশন করবে নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্র, নৃত্য পরিচালনায় কবিরুল ইসলাম রতন। ‘মারমা উৎসব নৃত্য’ পরিবেশন করবে কালারস অব হিল, নৃত্য পরিচালনায় অন্তর দেওয়ান। ‘লোক আঙ্গিকে সৃজনশীল নৃত্য’ পরিবেশন করবে বন্যা ললিতকলা একাডেমি, নৃত্য পরিচালনায়  আব্দুর রশিদ স্বপন। দিব্য সাংস্কৃতিক সংগঠন পরিবেশন করবে নৃত্যগুরু জি. এ. মান্নান রচিত নৃত্য, নৃত্য পরিচালনায় দীপা খন্দকার। ‘রাঙ্গামাটির পথে লো’ পরিবেশন করবে নন্দন কলাকেন্দ্র, নৃত্য পরিচালনায় এম. আর ওয়াসেক। ৭০ দশকের সিনেমার গানের সাথে সমবেত নৃত্য পরিবেশন করবে নৃত্যভূমি, নৃত্য পরিচালনায় ইভান শাহরিয়ার সোহাগ। ‘তালে লয়ে ছন্দে’ সমবেত নৃত্য পরিবেশন করবে ঘুঙুর নৃত্যালাপ, নৃত্য পরিচালনায় মোঃ নাজিব মাহফুজ লিমন। 

আগামীকাল বিকাল ৫টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে নৃত্য পরিবেশনায় অংশগ্রহণ করবে ২৯টি দল। এই অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত থাকবে। 

 

সম্পর্কিত নিবন্ধ

  • ধোনি কি অবসর নেবেন, গিলক্রিস্ট–পোলকরা যা বলছেন
  • চেন্নাইয়ের বিদায়, অবসরের ইঙ্গিত দিলেন ধোনি!
  • ক্ষমতায় গেলে নারীদের মর্যাদা, নিরাপত্তা নিশ্চিত করা হবে: জামায়াত আমির
  • এখনো শ্রমিকদের লড়াই করতে হচ্ছে, কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি
  • ছয় কোটি শ্রমিক রাষ্ট্রীয় সুরক্ষার বাইরে
  • ৩ কর্মকর্তার অবসর ও বরখাস্তের আদেশ আদালতে বহাল
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক হলেন আনসার উদ্দিন খান
  • ২১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করলো বিএসইসি
  • বাবার মরদেহ দুই বছর লুকিয়ে রাখেন সন্তান
  • আন্তর্জাতিক নৃত্য দিবসে শিল্পকলা একাডেমির  দুই দিনের আয়োজন