আয়োজক দেশের বাইরে প্রথম দল হিসেবে ২০২৬ ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে জাপান। আজ বৃহস্পতিবার (২০ মার্চ, ২০২৫) ‘সি’ গ্রুপে নিজেদের সপ্তম ম্যাচে বাহরাইনকে ২-০ গোলে হারিয়ে সবার আগে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করে জাপান।

অবশ্য শুরুতে খুব একটা আলো ছড়াতে পারেনি এশিয়ান অঞ্চলের বাছাইপর্বে গ্রুপ ‘সি’র শীর্ষ দল জাপান। তবে ক্রিস্টাল প্যালেস ফরোয়ার্ড কামাদা ৬৬তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ৮৭তম মিনিটে কুবো আরেকটি গোল যোগ করে। তাতে নিশ্চিত হয় ২-০ ব্যবধানের জয়। নিশ্চিত হয় আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপে তাদের খেলা। এ নিয়ে টানা অষ্টমবারের মতো বিশ্বকাপে খেলবে এশিয়ার দেশটি।

এর আগে আজ অস্ট্রেলিয়া ৫-১ গোলে ইন্দোনেশিয়ার বিপক্ষে জয় পায়। তাতে বাহরাইনের বিপক্ষের ম্যাচে জাপান কেবল ড্র করলেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যেত। কিন্তু সামুরাই ব্লুরা সেই পথে হাঁটেনি। তারা দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে জয় নিয়ে মাঠ ছাড়ে। প্রায় ৬০ হাজার দর্শকের সামনে কুবোর দারুণ পাস থেকে বল পেয়ে বদলি খেলোয়াড় হিসেবে নামা কামাদা বল জালে জড়িয়ে দেন। রিয়াল সোসিয়েদাদের তারকা কুবো শেষ মুহূর্তে বাঁ পায়ের দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন। রেফারি ম্যাচ শেষ হওয়ার বাঁশিতে ফুঁক দিতেই জাপানি খেলোয়াড়রা মাঠে ছুটে যান এবং ঘরের মাঠের দর্শকদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন।

আরো পড়ুন:

কলম্বিয়ার সামনে ছন্দহীন ব্রাজিল

বিশ্বকাপ বাছাইপর্বের সূচি প্রকাশ, দেখে নিন বাংলাদেশের ম্যাচ কবে কোথায়

এশিয়ান বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে দুর্দান্ত ফর্মে থাকা জাপান এই ম্যাচের আগে পর্যন্ত পাঁচটি জয় ও একটি ড্র করেছিল। ৭ ম্যাচ থেকে ১৯ পয়েন্ট নিয়ে জাপান আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। সমান ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া আছে টেবিলের দ্বিতীয় স্থানে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব শ বক প ব ছ ই ফ টবল

এছাড়াও পড়ুন:

লাস ভেগাসে হতে পারে ২০২৬ বিশ্বকাপ গ্রুপ পর্বের ড্র

২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে, গতকাল জানিয়েছে ইএসপিএন। আগামী বছর ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হবে বিশ্বকাপ ফুটবল। এই তিন দেশের ১৬টি শহরে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এবারই প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজিত হবে বিশ্বকাপ।

আরও পড়ুনএমবাপ্পেই রিয়ালের নতুন ‘১০ নম্বর’২ ঘণ্টা আগে

ইএসপিএন ও টিউডিএন’মেক্সিকো জানিয়েছে, গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানের জন্য কানাডা ও মেক্সিকোর কিছু শহরও আলোচনায় ছিল। শেষ পর্যন্ত ভেগাসকেই বেছে নেওয়া হয়। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, আগামী ৫ ডিসেম্বর এ ড্র অনুষ্ঠিত হবে।

মেক্সিকোর ক্লাব পাচুকার নির্বাহী ও বিশ্বকাপের দলগুলোর অনুশীলনের জন্য মেক্সিকোকে বেছে নেওয়ার পক্ষে প্রচারণা চালানো পেদ্রো চেদিল্লো সম্প্রতি ইএসপিএনকে বলেছেন, ভেগাসেই ড্র অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা করছেন তিনি, ‘আমার ভুল না হলে ৫ ডিসেম্বর কিংবা ডিসেম্বরের শুরুর দিকে ড্র অনুষ্ঠিত হবে। আমার মনে হয়, এটা ভেগাসেই অনুষ্ঠিত হবে এবং পাচুকা শহরের বিষয়ে তথ্য দিতে আমাদের সেখানে থাকতে হবে।’

৪টি করে দল নিয়ে মোট ১২টি গ্রুপে ড্র অনুষ্ঠিত হবে। ফিফার পক্ষ থেকে অবশ্য এখনো গ্রুপ পর্বের ড্র কবে, কোথায় অনুষ্ঠিত হবে—সে বিষয়ে কিছুই নিশ্চিত করা হয়নি।

আরও পড়ুনউরুগুয়েকে উড়িয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল, টানা পঞ্চম শিরোপা জয়ের অপেক্ষা৪ ঘণ্টা আগে

১৯৯৪ বিশ্বকাপও আয়োজিত হয়েছিল যুক্তরাষ্ট্রে। সেবারও বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয় লাস ভেগাসে, সেখানকার লাস ভেগাস কনভেনশন সেন্টারে। তবে সেবার বিশ্বকাপের কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি লাস ভেগাসে। ইএসপিএন জানিয়েছে, এ ভেন্যুসহ অন্য আরও কয়েকটি ভেন্যু ৫ ডিসেম্বরের জন্য বুক করা হয়েছে।

লাস ভেগাসের ‘স্ফেয়ার’ সেন্টারে ৫৪ হাজার বর্গমিটার আয়তনের স্ক্রিন আছে এবং ১৭ হাজার ৫০০ মানুষ সেখানে একসঙ্গে বসতে পারেন। বিভিন্ন সংবাদমাধ্যম এর আগে জানিয়েছিল, সেখানে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হতে পারে। তবে স্ফেয়ার সেন্টারের সূত্র ইএসপিএনকে জানিয়েছেন, ড্র সেখানে অনুষ্ঠিত হবে না। বার্তা সংস্থা এএফপিকেও একই তথ্য জানিয়েছেন এই সেন্টারের সূত্র।

সম্পর্কিত নিবন্ধ

  • লাস ভেগাসে হতে পারে ২০২৬ বিশ্বকাপ গ্রুপ পর্বের ড্র