ছক্কাবাজ স্যামসন আর চোট থেকে ফেরা আর্চারে বাজি রাজস্থানের
Published: 21st, March 2025 GMT
আরও একটি আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ, আরও একবার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগের উন্মাদনায় মাতবে ক্রিকেট-বিশ্ব। ১০ দলের এই আসরে এবার শিরোপা জিতবে কারা? টুর্নামেন্ট শুরুর আগে দলগুলোর শক্তি-দুর্বলতা বিশ্লেষণ করে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা...রাজস্থান রয়্যালস
অধিনায়ক: সঞ্জু স্যামসন
কোচ: রাহুল দ্রাবিড়
শিরোপা: ১টি (২০০৮)
স্কোয়াড: ২০ জন
ভারতীয়: ১৪ জন
বিদেশি: ৬ জন
রিটেইনড (ধরে রাখা খেলোয়াড়): যশস্বী জয়সোয়াল, সঞ্জু স্যামসন, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, সন্দীপ শর্মা
নিলামে ক্রয়: জফরা আর্চার, তুষার দেশপান্ডে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, নীতীশ রানা, ফজলহক ফারুকি, কোয়েনা মাফাকা, আকাশ মাধওয়াল, বৈভব সূর্যবংশী, শুবম দুবে, যুধবীর সিং, কুমার কারিকেয়া, কুনাল রাঠোর, অশোক শর্মা।
● রাজস্থানের দলটি অনেকটাই অপরিবর্তিত। জস বাটলারকে ছাড়লেও সঞ্জু স্যামসন, যশস্বী জয়সোয়াল, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল ও সন্দীপ শর্মারা এবারও দলে আছেন। তাঁদের নিয়েই গত তিন আসরে একধরনের ধারাবাহিক সাফল্য পেয়েছে রাজস্থান। ২০২২ সালে ফাইনাল খেলার পর ২০২৩ সালে পঞ্চম, এরপর গত মৌসুমে তৃতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে দলটি।
ওপেনিংয়ে একদিকে জয়সোয়াল, অন্যদিকে থাকবে স্যামসন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স য মসন
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫