৬১.

দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে নিরাপদে, দ্রুত ও কম খরচে টাকা পাঠানোর পদ্ধতিকে কী বলে?

ক. ATM সেবা গ. ই-সার্ভিস

গ. ই-এমটিএস ঘ. কুরিয়ার সার্ভিস

৬২.

বাংলাদেশ বিশ্বের কততম রাষ্ট্র হিসেবে স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করে?

ক.৫৭ তম খ.৫৮ তম গ.৫৯ তম ঘ.৬০ তম

৬৩.

দেশের কয়টি চিনিকলের আখচাষি বর্তমানে ই-পুর্জি সেবা গ্রহণ করছে?

ক.

৫টি খ.১৫ টি গ.২০টি ঘ.২২ টি

আরও পড়ুনপেছাল গণিত পরীক্ষা, এসএসসি-২০২৫-এর নতুন রুটিন প্রকাশ১৯ মার্চ ২০২৫

৬৪.

কম্পিউটারের সাহায্যে কেনাবেচার পদ্ধতিকে কী বলে?

ক. ইন্টারনেট খ. ই-কমার্স গ. ই-মেইল ঘ. ওপরের সব কটি

৬৫.

‘E-commerce’ ব্যবস্থায় পণ্য প্রাপ্তির পর বিল পরিশোধ করার পদ্ধতিকে কী বলে?

ক. Internet খ. COD গ. MTS ঘ. ATM

৬৬.

‘ডিজিটাল শব্দ’ দ্বারা কী বোঝায়?

ক. নম্বার খ. পরিমাণ গ. দশমিক ঘ. ভগ্নাংশ

৬৭.

গুড গভর্ন্যান্স বা সুশাসনের জন্য কোন ব্যবস্থা দরকার?

ক. জবাবদিহিতা খ. সত্যতা ও বিচার

গ. স্বচ্ছতা ঘ. স্বচ্ছতা ও জবাবদিহিমূলক

৬৮.

‘Leap Frog’ শব্দটির ভাবার্থ কোনটি?

ক. কথা এড়িয়ে যাওয়া খ. ব্যাঙ লাফ

গ. বড় বড় লাফ দেওয়া ঘ. সমকক্ষ হওয়া

৬৯.

‘SMS’ এর পূর্ণ নাম কী?

ক. Short Message Service খ. Short Multi Service

গ. Small Message Service ঘ. Server Message Service

৭০.

‘ই-পূর্জি’ কী?

ক. চিনিকলে আখ সরবরাহের অনুমতিপত্র

খ. আখের লিখিত বার্তা

গ. আখ সরবরাহের হিসাব

ঘ. জমির রেকর্ডের অনলাইনে অনুমতিপত্র

আরও পড়ুনবাউবিতে এলএলবি কোর্স, সব শাখার শিক্ষার্থীদের আবেদনের সুযোগ১৮ মার্চ ২০২৫

৭১.

‘ই-পর্চা’ কী?

ক. জমির রেকর্ডের অনলাইনে অনুমতিপত্র

খ. আখের লিখিত বার্তা

গ. জমির কাগজপত্র ঘ. স্বাস্থসেবার বার্তা

৭২.

বাংলাদেশের প্রথম দিকের ই-সেবার অন্যতম কোনটি?

ক. ই-টিকেটিং খ. ই-পূর্জি

গ. ই-স্বাস্থ্য ঘ. ই-গর্ভনেন্স

৭৩.

নিচের কোন ই-সেবাটি ডাক বিভাগের সম্পর্কিত?

ক. ই-পূর্জি খ. টেলিবার্তা

গ. এমটিএস ঘ. ই-পর্চা

সঠিক উত্তর: ৬১. গ ৬২. ক ৬৩. খ ৬৪. খ ৬৫. খ ৬৬. ক ৬৭. ঘ ৬৮. গ ৬৯. ক ৭০. ক ৭১. ক ৭২. খ ৭৩. গ

*লেখক: প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বার্জার পেইন্টসের অর্ধবার্ষিকে মুনাফা কমেছে ৩.৫৩ শতাংশ

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চল‌তি হিসাব বছ‌রের দ্বিতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) ও অর্ধবার্ষিক (এপ্রিল-সেপ্টেম্বর, ২০২৫) পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতি‌বেদন প্রকাশ ক‌রা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ৩.৫৩ শতাংশ।

রবিবার (২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে শনিবার (১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, কোম্পানিটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৩.০৮ টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১১.৯৬ টাকা। সেহিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১.১২ টাকা বা ৯.৩৬ শতাংশ।

এদিকে, চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক বা দুই প্রান্তিক মিলে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩১.১৪ টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩২.২৮ টাকা। সেহিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ১.১৪ টাকা বা ৩.৫৩ শতাংশ।

আর ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫৬.৩৩ টাকা।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • নির্বাচনের দিন অমোচনীয় কালি সরবরাহ না হলে ভোট গ্রহণ বন্ধ থাকবে: ছাত্রদল
  • যশোরে জিআই পণ্য খেজুর গুড় তৈরির রস সংগ্রহে গাছ প্রস্তুতির উদ্বোধন
  • বার্জার পেইন্টসের অর্ধবার্ষিকে মুনাফা কমেছে ৩.৫৩ শতাংশ
  • টমাহক কত দূরে আঘাত হানতে পারে, রাডারে কেন ধরা পড়ে না
  • উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রাম, জেএসসি ছাড়াও ভর্তি
  • সামুদ্রিক মাছে ভরপুর আড়ত, দাম কেমন
  • ২০২৬ সালে বিশ্ববাজারে জিনিসপত্রের দাম আরও ৭% কমতে পারে, বাংলাদেশে কেন কমছে না
  • যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশে আতঙ্ক-উত্তেজনা, ট্রাম্প আসলে কী চান
  • ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিতে পেন্টাগনের সায়, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ট্রাম্প
  • সবজির দাম কমতির দিকে, আটার দাম কেজিতে বাড়ল ৫ টাকা