জুটি বেঁধে ‘জংলি’ সিনেমায় অভিনয় করেছেন শবনম বুবলী ও সিয়াম আহমেদ। এম. রাহিম নির্মিত সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পাবে। আপাতত, জোর কদমে চলছে প্রচারের কাজ। তারই অংশ হিসেবে মুক্তি পেল সিনেমাটির একটি রোমান্টিক গান।

শুক্রবার (২১ মার্চ) বিকালে মুক্তি পেয়েছে ‘বন্ধুগো শোনো’ শিরোনামের গান। রোমান্টিক ঘরানার গানটির কথা ও সুর করেছেন প্রিন্স মাহমুদ। কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। গানের কথার পাশাপাশি দুই শিল্পীর গায়কির ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা।

চমৎকার সব লোকেশনে গানটির দৃশ্যধারণের কাজ হয়েছে। তাতে যেন মিশে একাকার বুবলী-সিয়াম। তার অভিব্যক্তি দর্শক-শ্রোতাদের হৃদয়ে মুগ্ধতার ছড়াচ্ছে। কমেন্ট সেকশনে চোখ ভোলালে তেমনটাই দেখা যায়। 

আরো পড়ুন:

লুঙ্গি পরে ‘জংলি’ দেখতে চান বুবলী

খন্দকার’স ফ্যাশনে বুবলী-দীঘির সিনেমার প্রচারণা

মেহেদি নামে একজন লেখেন, “ইমরান মাহমুদুল, প্রিন্স মাহমুদ, কনা— এই গান দিয়ে হৃদয়ে তির মেরেছেন। আর সেই দৃশ্যটা কল্পনায় ফুটিয়ে তুলেছে তোখড় অভিনেতা-অভিনেত্রী।” শ্রাবণ লেখেন, “পুরাই মুগ্ধতা ছড়িয়ে দিয়েছে বুবলী-সিয়াম। গানের কথা, গায়কি, সুর, লোকেশন, দুজনের কম্বিনেশন জমে ক্ষীর।” আরেকজন লেখেন, “কালার গ্রেডিং, লোকেশন, মিউজিক, লিরিক্স, গায়কি, অভিনয়— সব মিলেমিশে একাকার, দারুণ একটা গান।” এমন হাজারো মন্তব্য ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে। 

‘জংলি’ সিনেমার সবগুলো গানের কথা ও সুর করেছেন প্রিন্স মাহমুদ। এ গান নিয়ে তার ভাষ্য, “অভিনেতা সিয়াম, পরিচালক রাহিম থেকে শুরু করে ‘জংলি’ টিমের অনেকের চাওয়া ছিল— এবার যেন নব্বই দশকের সিনেমার মিষ্টি সুরের নিটোল প্রেমের গানগুলোর মতো একটা ডুয়েট গান তৈরি করি। তাদের সেই প্রত্যাশা পূরণে আমার মতো করে ‘বন্ধুগো শোনো’ গানটি তৈরি করেছি। আশা করছি, গানটি ভালো লাগবে।”

আজাদ খানের গল্প নিয়ে ‘জংলি’ সিনেমার চিত্রনাট্য রচনা করেন সুকৃতি সাহা ও মেহেদী হাসান। সিয়াম-বুবলী ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন— প্রার্থনা ফারদিন দীঘি, সোহেল খান, দিলারা জামান, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র কর ছ ন

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ