শিক্ষার্থীদের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিতে সহায়তার জন্য নিয়মিত এ আয়োজন।

১.

বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান— ৩৫তম। দক্ষিণ এশিয়ার ৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ।

২.

‘কারফিউ’র অপর নাম— সান্ধ্য আইন। এ আইনের আক্ষরিক অর্থ সন্ধ্যার পর চলাচলের নিয়মকানুন।

৩.

বাংলাদেশে প্রথম EPI টিকা (Expanded Program on Immunization) কার্যক্রম শুরু হয়— ৭ এপ্রিল ১৯৭৯ সালে। তখন ৬টি সংক্রামক রোগের টিকা দেওয়া হয়।

৪.

জাতিসংঘের মানবাধিকার–বিষয়ক হাইকমিশনারের নাম— ফলকার টুর্ক।

৫.

‘ট্রাম্প টাওয়ার’ ৫৮ তলা উঁচু ভবন অবস্থিত— নিউইয়র্কের ম্যানহাটানে।

৬.

মক্কা থেকে মদিনায় পথে হজরত মুহাম্মদ (সা.) হিজরত করেন, সেই পথের নাম— ‘নবীর কদম’।

৭.

‘বাংলাদেশের দারিদ্র৵ মানচিত্র ২০২২’ প্রকাশিত হয়— ৩০ জানুয়ারি ২০২৫।

৮.

২০২৫ সালের অমর একুশে বইমেলা প্রতিপাদ৵ বিষয় ছিল— ‘জুলাই গণ–অভু৵ত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ।

৯.

দেশে প্রথমবারের মতো জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চালু হয়— স্কিন ব্যাংক।

১০.

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কার্যবিধিতে যুক্ত হয় —‘জুলাই গণ–অভ্যুত্থান’।

আরও পড়ুনসাধারণ জ্ঞান–২: ফেব্রুয়ারি-২০২৫। বাংলাদেশ ও আর্ন্তজাতিক বিশ্ব১৫ মার্চ ২০২৫

১১.

সারা দেশে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়— ৮ ফেব্রুয়ারি ২০২৫।

১২.

যমুনা রেলসেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়— ১২ ফেব্রুয়ারি ২০২৫।

১৩.

বাংলাদেশের দীর্ঘতম একক রেলসেতু হলো— যমুনা রেলসেতু (দৈর্ঘ৵ ৪.৮ কিলোমিটার)।

১৪.

‘জাতীয় শহীদ সেনা দিবস’ পালিত হয়— ২৫ ফেব্রুয়ারি।

১৫.

দুর্নীতি ধারণা সূচক ২০২৪ সালে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান। সবচেয়ে কম— দেশ ডেনমার্ক, বাংলাদেশের অবস্থান ১৪তম।

১৬.

বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা— ইংরেজি। মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা— মান্দারিন।

১৭.

বাংলাদেশের সর্বাধিক সুন্দরবনের অংশ রয়েছে— বাগেরহাট জেলায় (২২৯৩.৫৭ বর্গ কিমি)।

১৮.

বাংলাদেশে (দারিদ্র৵ মানচিত্র ২০২২) দারিদ্রে৵র হার— ১৯.২%।

১৯.

বিশ্বের প্রথম স্কিন ব্যাংক প্রতিষ্ঠিত হয়— যুক্তরাষ্ট্রে।

২০.

নামিবিয়ার জাতির পিতার নাম— স্যাম নুজোমা।

আরও পড়ুনপেছাল গণিত পরীক্ষা, এসএসসি-২০২৫-এর নতুন রুটিন প্রকাশ১৯ মার্চ ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অবস থ

এছাড়াও পড়ুন:

বার্জার পেইন্টসের অর্ধবার্ষিকে মুনাফা কমেছে ৩.৫৩ শতাংশ

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চল‌তি হিসাব বছ‌রের দ্বিতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) ও অর্ধবার্ষিক (এপ্রিল-সেপ্টেম্বর, ২০২৫) পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতি‌বেদন প্রকাশ ক‌রা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ৩.৫৩ শতাংশ।

রবিবার (২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে শনিবার (১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, কোম্পানিটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৩.০৮ টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১১.৯৬ টাকা। সেহিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১.১২ টাকা বা ৯.৩৬ শতাংশ।

এদিকে, চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক বা দুই প্রান্তিক মিলে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩১.১৪ টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩২.২৮ টাকা। সেহিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ১.১৪ টাকা বা ৩.৫৩ শতাংশ।

আর ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫৬.৩৩ টাকা।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • সাদপন্থীদের ইজতেমা আয়োজন করতে না দেওয়ার দাবি
  • লরা উলভার্ট: হিমালয়ের চূড়ায় এক নিঃসঙ্গ শেরপা
  • খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর
  • বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক চ্যাম্পিয়নের মৃত্যু
  • বিদেশি বিনিয়োগ বেড়েছে 
  • শাহজালাল বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৩০ পদে নিয়োগ, চাকরি পেতে করুন আবেদন
  • আজ টিভিতে যা দেখবেন (৩ নভেম্বর ২০২৫)
  • যশোরে জিআই পণ্য খেজুর গুড় তৈরির রস সংগ্রহে গাছ প্রস্তুতির উদ্বোধন
  • বার্জার পেইন্টসের অর্ধবার্ষিকে মুনাফা কমেছে ৩.৫৩ শতাংশ