কক্সবাজার উপকূলের অদূরে গভীর সমুদ্রে ১০ দিন ধরে ভাসতে থাকা বিকল একটি ফিশিং ট্রলারের ২২ জন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ডের সদস্যরা। উদ্ধারকৃত সকলেই লক্ষ্মীপুর জেলার বাসিন্দা।

মঙ্গলবার (২৫ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

সিয়াম-উল-হক জানান, সোমবার (২৪ মার্চ) সকাল ৭টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ সংবাদ পাওয়া যায়, কক্সবাজার উপকূলের এলিফ্যান্ট পয়েন্ট থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে ফিশিং ট্রলার ‘এফবি রাইসা-১’ ইঞ্জিন বিকল হয়ে উত্তাল সমুদ্রে ভাসছে। এরপর কোস্ট গার্ডের একটি জাহাজ উদ্ধার অভিযানে নামে। টানা ২৫ ঘণ্টার অভিযানে মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ফিশিং ট্রলারটি উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত জেলেদের কক্সবাজার বিসিজি স্টেশন সাগরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়। মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে ট্রলারসহ জেলেদের হস্তান্তর করা হয়। 

আরো পড়ুন:

মেঘনায় ট্রলার-স্পিডবোট সংঘর্ষ: নিহত বেড়ে ৪

ছয় ট্রলার ও জেলেদের ছেড়ে দিয়েছে মিয়ানমার নৌবাহিনী

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ফিশিং ট্রলারটি গত ১১ মার্চ নোয়াখালী উপকূল থেকে মাছ ধরতে সাগরে যায় এবং ১৪ মার্চ থেকে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরে মোবাইল নেটওয়ার্ক পাওয়ার পর জেলেরা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান।

ঢাকা/তারেকুর/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ