মঙ্গলবার দিবাগত রাতে উরুগুয়ে মুখোমুখি হয় বলিভিয়ার। লাপাজে অনুষ্ঠিত এই ম্যাচে উরুগুয়েকে রুখে দিয়ে গোলশূন্য ড্র করে বলিভিয়া। আর এই ড্রয়ে ব্রাজিলের বিপক্ষে আজ বুধবার (২৬ মার্চ) সকালে মাঠে নামার আগেই ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার।

এরপর অবশ্য ঘরের মাঠে ব্রাজিলকে নিয়ে ছেলেখেলা করে আর্জেন্টিনা। ৬৬ বছর পর সেলেসওদের ৪-১ ব্যবধানের হার উপহার দেয়।

এই জয়ে ১৪ ম্যাচ থেকে ৩১ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। তারা অন্যদের চেয়ে অনেক এগিয়ে থাকায় বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে যায়। ২৩ পয়েন্ট নিয়ে ইকুয়েডর দ্বিতীয় ও ২১ পয়েন্ট নিয়ে উরুগুয়ে আছে তৃতীয় স্থানে।

আরো পড়ুন:

তামিমের শারীরিক অবস্থা স্থিতিশীল, চলছে বিদেশে নেওয়ার প্রস্তুতি

সেইফার্ট ঝড়ে মাত্র ৬০ বলে পাকিস্তানকে হারাল নিউ জিল্যান্ড

১৪ ম্যাচ থেকে ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে চতুর্থ স্থানে। তবে তাদের বিশ্বকাপের টিকিট এখনও নিশ্চিত হয়নি। সমান ম্যাচ থেকে সমান ২১ পয়েন্ট নিয়ে গোল গড়ে পিছিয়ে থেকে পঞ্চম স্থানে আছে প্যারাগুয়ে। আর ২০ পয়েন্ট ও ব্রাজিলের সমান গোল গড় নিয়ে কলম্বিয়া আছে ষষ্ঠ স্থানে।

সপ্তম স্থানে থাকা ভেনেজুয়েলার সঙ্গে ব্রাজিলের পয়েন্ট ব্যবধান মাত্র ৬। বাছাইপর্বে প্রত্যেক দলের আর মাত্র চারটি করে ম্যাচ বাকি রয়েছে। সেক্ষেত্রে শেষ চার ম্যাচে ব্রাজিল পয়েন্ট হারালে আর ভেনেজুয়েলাসহ অন্যান্য দলগুলো ভালো খেললে ব্রাজিলকে প্লে’অফও খেলা লাগতে পারে।

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে এবার মোট ছয়টি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে থাকা দলটি আন্তঃমহাদেশীয় প্লে’অফের মাধ্যমে বিশ্বকাপের টিকিট পাওয়ার সুযোগ পাবে।

আগামী ৪ জুন বাছাইপর্বের পরবর্তী ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আর জ ন ট ন ব শ বক প

এছাড়াও পড়ুন:

এবার পাকিস্তানের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত

পাকিস্তানের বিমান পরিবহন সংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ করেছে ভারত। বুধবার ভারত সরকার এ ঘোষণা দিয়েছে একটি নোটিশ জারি করেছে। নোটিশে বলা হয়েছে, ৩০ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত পাকিস্তানি বিমানের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। খবর রয়টার্সের

ভারতশাসিত কাশ্মীরে ২২ এপ্রিল পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর থেকে প্রতিবেশী দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। ওই হামলায় পাকিস্তানের মদদ রয়েছে অভিযোগ করে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত ও পাকিস্তানিদের ভিসা বাতিলসহ বেশ কয়েকটি পদক্ষেপ নেয়। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের বিমান পরিবহন সংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ করাসহ বেশ কয়েকটি পদক্ষেপ নেয় পাকিস্তান।

পাকিস্তান আকাশসীমা বন্ধ করার এক সপ্তাহ পর দেশটির উড়োজাহাজের জন্যও একই নিষেধাজ্ঞা দিল ভারত।

সম্পর্কিত নিবন্ধ