Prothomalo:
2025-05-01@11:57:17 GMT

ঈদের সিনেমায় কী আছে, কী নেই

Published: 27th, March 2025 GMT

চোখে-মুখে রক্ত লেগে আছে; আঙুল দিয়ে চুপ করিয়ে দিতে ইশারা করছেন ববি দেওল। ‘অ্যানিমেল’ সিনেমার বহুল আলোচিত এই দৃশ্য যদি আপনার চেনা হয়, তবে ‘বরবাদ’ সিনেমার টিজারের শুরুতে শাকিব খানের একই রকম দৃশ্যের প্রেরণা কোথায়, সেটাও বুঝে যাওয়ার কথা। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার মধ্যে দক্ষিণ ভারতীয় নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গার প্রভাব স্পষ্ট। ‘দক্ষিণি প্রভাব’ ছাড়াও এবারের ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার মধ্যে কিছু মিল আছে, আছে কিছু অমিলও।

নৃশংসতাই কি এখনকার সিনেমার ভাষা
‘আজকাল সিনেমা যেন কারখানায় তৈরি হয়। কোনো একটা কোম্পানির নুডলস হয়তো জনপ্রিয়তা পেল, আরেক উদ্যোক্তা হুবহু তেমন পণ্য তৈরিতে ঝাঁপিয়ে পড়েন। সিনেমার ক্ষেত্রেও তাই হয়েছে।’ মাস তিনেক আগে ধর্মশালা চলচ্চিত্র উৎসবে ভারতীয় গণমাধ্যম মানিকন্ট্রোল-এর সঙ্গে সাক্ষাৎকারে কথাগুলো বলেছিলেন নির্মাতা দিবাকর ব্যানার্জি।

কবির সিং বানিয়েই বিতর্কিত হয়েছিলেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা, ‘অ্যানিমেল’ দিয়ে সেই বিতর্ক আরও প্রবলভাবে ছড়িয়ে পড়ে। সঙ্গে ছড়িয়ে পড়ে পর্দায় নৃশংসতা দেখানোর প্রবণতাও। গত ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফীর তুফান মুক্তির সময়ই তুলনাটা এসেছিল। রাফী অবশ্য সেই সিনেমায় ‘দক্ষিণি প্রভাব’ অস্বীকার করেননি, একই সুরে কথা বলেছেন বরবাদ নির্মাতা মেহেদী হাসানও। কেবল এই সিনেমা নয়, ঈদের মুক্তির অপেক্ষায় থাকা দুই সিনেমা—‘জংলি’ ও ‘দাগি’র টিজারেও সহিংসতার ইঙ্গিত পাওয়া গেছে। পর্দায় নির্মাতা কতটা দেখিয়েছেন, সেটা সিনেমা মুক্তির পর বোঝা যাবে কিন্তু টিজারে সেটা দেখানোর ‘প্রতিশ্রুতি’ আছে। উপমহাদেশের সিনেমার সাম্প্রতিক ঘটনা বলছে, পর্দায় সহিংসতা থাকলে সে সিনেমা নিয়ে দর্শকের বাড়তি আগ্রহ তৈরি হয়।

‘বরবাদ’–এ শাকিব খান। ভিডিও থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘অসাবধানতাবশত ভুল শব্দ চয়ন’, জামায়াত আমিরের দুঃখ প্রকাশ

নারী বিষয়ক কমিশনের রি‌পোর্ট‌কে শরীয়তবিরোধী ও অগ্রহণযোগ্য রিপোর্ট উল্লেখ ক‌রে এর ওপর বুধবার প্রদত্ত বক্তব্যের এক পর্যায়ে একটি শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে অসাবধানতাবশত ভুল শব্দ চয়ন হয়েছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন বাংলা‌দেশ জামায়া‌তে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্প‌তিবার (১ মে) নি‌জের ও দ‌লের ফেসবুক পে‌জে এ কথা ব‌লেন তিনি।

এতে তি‌নি জানান, অসাবধানতাবশত ভুল শব্দ চয়ন হয়েছে, যা একান্তই অনিচ্ছাকৃত। এজন‌্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তি‌নি।

আরো পড়ুন:

প্রতিহিংসার রাজনীতিতে শান্তি আসতে পারে না: জামায়াত আমির

দেশকে যে ভালোবাসে, সে দেশ ছেড়ে পালায় না: শফিকুর রহমান

জামায়াত আমির ব‌লেন, “রেইপ হচ্ছে বিবাহবহির্ভূত এক ধরনের জোরপূর্বক শারীরিক সম্পর্ক, যা সাধারণত বৈবাহিক সম্পর্কের বাইরে ঘটে, যেখানে অপরাধী ব্যক্তিটি অসৎ ও দোষী, কিন্তু ভিকটিম সম্পূর্ণ নিরপরাধ।”

“আমি এটাও মনে করি যে, বৈবাহিক সম্পর্কের মধ্যে ‘রেইপ' এর মতো জঘন্য শব্দকে প্রবেশ করানো পবিত্র এই সম্পর্কের জন্য অবমাননাকর এবং দীর্ঘ মেয়াদে দাম্পত্য সম্পর্কের জন্য ক্ষতিকর। স্বামী স্ত্রীর ঘনিষ্ঠতার ক্ষেত্রে কারো দ্বারা সীমালঙ্ঘন বা জুলুম সংঘটিত হলে তা স্বাভাবিক বিচারের আওতায় অবশ্যই আনতে হবে। কিন্তু বৈবাহিক সম্পর্কের মধ্যকার কোনো অনাকাঙ্খিত বিষয়কে রেইপ বা ধর্ষণের মতো জঘন্য অপরাধের সাথে তুলনা করা অবাঞ্ছণীয় এবং দীর্ঘ মেয়াদে সমস্যাজনক।”

“আমার এই অনিচ্ছাকৃত শব্দ চয়নের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ইসলামের দৃষ্টিতে নারীর মর্যাদা, নিরাপত্তা ও ন্যায়বিচার সর্বোচ্চ অগ্রাধিকার পায় এবং জামায়াতে ইসলামীর অবস্থান সর্বদা সেই মূলনীতির ওপরই প্রতিষ্ঠিত,” ব‌লেও দা‌বি ক‌রেন তি‌নি।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ