তিন বছর কার্যত লাপাত্তা ছিলেন আমির খান। ২০২২ সালে ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে ব্যর্থ হওয়ার পর অভিনয়ও ছাড়ার কথা ভেবেছিলেন। সেই আমির কী দুর্দান্তভাবেই না ফিরলেন। মুক্তির আগে নানা অনিশ্চয়তা থাকলেও বক্স অফিসে ভালো ব্যবসা করেছে সিনেমাটি।

গত ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় এস প্রসন্ন পরিচালিত সিনেমাটি। মুক্তির প্রথম সপ্তাহে আয় করে ৮৮ কোটি ৪৬ লাখ রুপি। দ্বিতীয় সপ্তাহেও ব্যবসা ধরে রাখে, আয় করে ৪৬ কোটি ৪৫ লাখ রুপি। মুক্তির বিশতম দিনে সিনেমাটির আয় অনেকটাই কমেছে। এদিন ১ কোটি ১৫ লাখ রুপি আয় করেছেন সিনেমাটি।

সিতারে জমিন পর সিনেমায় আমির খান.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মায়ের কাছে রিপন মিয়া, অতঃপর...

আবারও আলোচনায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। মঙ্গলবার সারা দিন তাঁকে নিয়ে চর্চা। একদিকে রিপন মিয়াকে নিয়ে টেলিভিশনের প্রতিবেদনে উঠে আসা অভিযোগ, অন্যদিকে তাঁর মায়ের কাছে গিয়ে কান্না করা রিপনের ভিডিও—দুই বিপরীত দৃশ্য একসঙ্গে নাড়া দিয়েছে পুরো সামাজিক যোগাযোগমাধ্যমকে।
দুপুরে একটি একাধিক পেজ ও চ্যানেল প্রচার করে একটি প্রতিবেদন। সেখানে রিপনের মা অভিযোগ করেন, ‘খুব কষ্ট করে মানুষ করছি। কিন্তু এখন পরিচয় দেয় না। আমরা গরিব। পরিচয় দিলে যদি ওর মানসম্মান না থাকে!’

খবরে বলা হয়, জনপ্রিয়তার চূড়ায় ওঠা রিপন এখন মা–বাবার সঙ্গে থাকেন না; আলাদা পাকা বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে থাকেন, কিন্তু মা-বাবাকে ভরণপোষণ দেন না।
সংবাদ প্রচারের পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। কেউ লিখেছেন, ‘খ্যাতি মানুষকে মানুষ থাকতে দেয় না।’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘মায়ের কষ্টের কান্না শুনে রিপনের ভিডিও দেখা যায় না।’

রিপন মিয়া মাকে জড়িয়ে ধরে কাঁদছেন। আঞ্চলিক টানে বলতে শোনা যায়, ‘তোমারে দেহি না আমি? আব্বারে দেহি না আমি? তুমি ইড্ডা কী করলা?

‘তোমারে দেহি না আমি?’—ছেলের কান্নায় কেঁদে উঠলেন মা
এই সমালোচনার মাঝেই মঙ্গলবার রাতেই ছড়িয়ে পড়ে এক নতুন ভিডিও। সেখানে দেখা যায়, রিপন মিয়া মাকে জড়িয়ে ধরে কাঁদছেন। আঞ্চলিক টানে বলতে শোনা যায়, ‘তোমারে দেহি না আমি? আব্বারে দেহি না আমি? তুমি ইড্ডা কী করলা? আমার জীবনডা শেষ করলা!’

রিপন মিয়া

সম্পর্কিত নিবন্ধ