জিপিএ ৫ পেলেও কলেজে ভর্তি নিয়ে দুশ্চিন্তায় সুব্রত
Published: 11th, July 2025 GMT
দারিদ্র্যের সঙ্গে লড়াই করেই পড়ালেখা করতে হয়েছে সালথার সুব্রত কুমার কুণ্ডুকে। চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণও হয়েছে সে। কিন্তু কাঙ্ক্ষিত ফললাভের আনন্দ উদযাপনের সঙ্গে সঙ্গেই মনে ভর করেছে একরাশ দুশ্চিন্তা। ভালো কোনো কলেজে ভর্তি হতে পারবে তো! অভাব-অনটনের সংসার, বাবা কি তার পড়ালেখার ব্যয় বহন করতে পারবেন?
সুব্রত ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিষ্ণুদি গ্রামের সুধীর কুণ্ডুর ছেলে। ছোট মুদি দোকানের আয় দিয়ে পাঁচজনের পরিবার চালানোই সুধীর কুণ্ডুর জন্য কঠিন। মেধাবী ছেলে পড়ালেখা করুক, তা তিনি চান। কিন্তু তাকে কলেজে ভর্তি করা, পড়ার ব্যয় চালিয়ে নেওয়া সম্ভব কিনা তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এ বাবা। তাঁর তিন ছেলেমেয়ের মধ্যে সুব্রত দ্বিতীয়।
সুব্রত এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয় বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয় থেকে। যেখানে পাসের হার ছিল মাত্র ৩৩ দশমিক ৩৩ শতাংশ। অংশগ্রহণ করা ৬৪ জনের মধ্যে পাস করেছে মাত্র ২১ জন। মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিয়ে জিপিএ ৫ পেয়ে সুব্রত সবার নজর কেড়েছে। অথচ পরীক্ষার ঠিক আগে জ্বরে আক্রান্ত হয় সুব্রত, সর্দি-কাশিতে ভুগে ভীষণ দুর্বল হয়ে পড়ে। কিন্তু মায়ের হাত ধরে, বাবার সাহসী কথায় ভরসা রেখে পরীক্ষায় অংশ নেয় সে। সুব্রতর মা-বাবার একটাই আকুতি– যদি কেউ এই মেধাবী ছেলেটার পাশে দাঁড়ান, তাহলে সে হয়তো পড়ালেখা চালিয়ে যেতে পারবে।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান বালী বলেন, সুব্রতর পড়ালেখার ক্ষেত্রে যে কোনো সহায়তায় উপজেলা প্রশাসন তার পাশে থাকবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: পর ক ষ
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা
বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের উৎপাদন শাখায় কিচেন ও বেকারি ইউনিটে ইন্টার্নশিপে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত সম্মানী প্রদান করা হবে। শুধু ছয় মাসের জন্য করা যাবে ইন্টার্নশিপ।
কিচেন হেলপার পদে ইন্টার্ন—
বয়স: সর্বোচ্চ-৩২ বছর।
যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।
২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ফুড অ্যান্ড বেভারেজে কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে।
৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে ফুড অ্যান্ড বেভারেজের ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।
বেকার হেলপার পদে ইন্টার্ন—
বয়স: সর্বোচ্চ-৩২ বছর।
যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।
২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা থেকে কমপক্ষে ছয় মাস মেয়াদি বেকারি অ্যান্ড পেস্ট্রিতে সার্টিফিকেট কোর্স থাকতে হবে।
৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে বেকারি অ্যান্ড পেস্ট্রির ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।
যোগ্যতা—১. প্রত্যেক প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাস অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
২. চূড়ান্তভাবে নির্বাচিত ইন্টার্নকে বিএফসিসিতে ভর্তির সময় পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট বাধ্যতামূলকভাবে সঙ্গে আনতে হবে।
৩. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে ভর্তির আগে বিমান মেডিকেল থেকে শারীরিক ফিটনেস সংগ্রহ করতে হবে।
সুযোগ-সুবিধা—
১. শুধু ছয় মাসের জন্য ইন্টার্ন হিসেবে ভর্তি করা হবে।
২. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে দৈনিক হাজিরা সাপেক্ষে ছয় শ টাকা হারে সম্মানী দেওয়া হবে। নির্ধারিত সম্মানী ব্যতীত অন্য কোনো ভাতা দেওয়া হবে না।
৩. রোস্টার মোতাবেক দৈনিক আট ঘণ্টা ডিউটি সম্পন্ন করতে হবে।
আবেদনের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে