ওয়ার্ল্ড প্রেস ফটো প্রতিযোগিতায় বিজয়ীদের তালিকায় স্থান পেয়েছেন প্রথম আলোর নিজস্ব আলোকচিত্র সাংবাদিক শুভ্র কান্তি দাশ। নেদারল্যান্ডসের আমস্টারভিত্তিক ওয়ার্ল্ড প্রেস ফটো ফাউন্ডেশন এই প্রতিযোগিতার আয়োজন করে। ওয়ার্ল্ড প্রেস ফটোর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের অংশ হিসেবে এবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণায় ওয়ার্ল্ড প্রেস ফটো জানিয়েছে, এ বছর প্রতিযোগিতায় ১৪১টি দেশের ৩ হাজার ৭৭৮ আলোকচিত্রী প্রায় ৬০ হাজার আলোকচিত্র জমা দিয়েছিলেন। সেগুলোর মধ্য থেকে পুরস্কার বিজয়ী আলোকচিত্রগুলো বেছে নেওয়া হয়েছে। এসব আলোকচিত্র প্রামাণিক আলোকচিত্র সাংবাদিকতা ও ডকুমেন্টারি আলোকচিত্রের সাহসিকতাকে তুলে ধরে এবং ভিজ্যুয়াল শ্রেষ্ঠত্ব ও বস্তুনিষ্ঠতার প্রতিফলনের জন্য স্থান তৈরি করে দেয়। একটি স্বাধীন আন্তর্জাতিক বিচারকমণ্ডলী ভিজ্যুয়ালের মান, গল্প বলার ঢং ও বৈচিত্র্যপূর্ণ উপস্থাপনাকে বিবেচনায় নিয়ে বিশ্বের সেরা আলোকচিত্রগুলো বাছাই করে।

আফ্রিকা, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও ওশেনিয়া, ইউরোপ, উত্তর ও মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং পশ্চিম, মধ্য ও দক্ষিণ এশিয়া—এই ছয়টি অঞ্চলে ভাগ করে প্রতিযোগিতার বিজয়ী আলোকচিত্রগুলো বেছে নেওয়া হয়েছে। প্রতিটি অঞ্চলে তিনটি একক আলোকচিত্র, তিনটি গল্প এবং একটি দীর্ঘমেয়াদি আলোকচিত্র প্রকল্পকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হয়েছে। এবারের বিজয়ীদের মধ্যে আছেন ৩০টি দেশের ৪২ জন আলোকচিত্রী।

প্রথম আলোর শুভ্র কান্তি দাশ পশ্চিম, মধ্য ও দক্ষিণ এশিয়া অঞ্চলে একক আলোকচিত্রে তিন বিজয়ীর একজন নির্বাচিত হয়েছেন। তাঁর এই আলোকচিত্রের শিরোনাম ‘দ্য ক্যানভাস অব পাওয়ার’, গত বছর ৫ আগস্ট রাজধানীর বিজয় সরণি মোড়ের মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের চিত্র এটি।

আলোকচিত্রটির বর্ণনায় ওয়াল্ড প্রেস ফটো বলেছে, ২০২৪ সালের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে ছাত্র বিক্ষোভ সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়, যে সরকারের বিরুদ্ধে বেআইনি আটক, গুম এবং ব্যাপকভাবে ভিন্ন মত দমনের অভিযোগ রয়েছে। এই অস্থিরতার পেছনে সুষ্ঠু নির্বাচনের জন্য দীর্ঘদিনের লড়াই এবং মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ন করা সাইবার নিরাপত্তা আইনের বিরুদ্ধে ক্ষোভও কাজ করেছে।

প্রথম দিকে শান্তিপূর্ণ হলেও কর্তৃপক্ষ ও সরকারপন্থী সশস্ত্র ব্যক্তিরা বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন চালালে তা সহিংস বিক্ষোভে রূপ নেয়। ওই দমন-পীড়নে অন্তত ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। আগস্টে সরকারের পতন ঘটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে নির্বাসনে চলে যান এবং অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

শুভ্র কান্তি দাশের ‘দ্য ক্যানভাস অব পাওয়ার’-এর সঙ্গে এ বছর পশ্চিম, মধ্য ও দক্ষিণ এশিয়া অঞ্চলের অন্য বিজয়ীরা হলেন—একক বিভাগে আনাদোলু এজেন্সির আলোকচিত্রী মুরাত সেঙ্গুলের ‘ড্রোন অ্যাটাকস ইন বৈরুত’ এবং দ্য নিউইয়র্ক টাইমসের আলোকচিত্রী সামার আবু এলৌফের ‘মাহমুদ আজৌর, এজড নাইন’। এ ছাড়া গল্প বিভাগে আনাদোলুর আলোকচিত্রী আলী জাদাল্লাহর ‘গাজা আন্ডার ইসরায়েলি অ্যাটাক’, ফাউন্ডেশন কারমিগনাকের আলোকচিত্রী কিয়ানা হায়েরির ‘নো ওম্যানস ল্যান্ড’ এবং রেভিস্টা ফাইভডব্লিউর আলোকচিত্রী স্যামুয়েল নাকারের ‘দ্য শ্যাডোস অলরেডি হ্যাভ নেমস’। দীর্ঘমেয়াদি প্রকল্প বিভাগে বিজয়ী হয়েছে ইব্রাহিম আলিপুরের কাজ ‘বুলেটস হ্যাভ নো বর্ডারস’।

২০২৫ সালের ‘ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্যা ইয়ার’ এবং আরও দুজন ফাইনালিস্টের নাম ঘোষণা করা হবে আগামী ১৭ এপ্রিল নেদারল্যান্ডসের আমস্টারডামের দ্য নিউভে কার্কে অনুষ্ঠেয় ফ্ল্যাগশিপ আলোকচিত্র প্রদর্শনী ২০২৫–এর প্রেস উদ্বোধনী অনুষ্ঠানে। আর ১৬ মে আমস্টারডামে এক অনুষ্ঠানে সব পুরস্কারবিজয়ী আলোকচিত্রীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ প রথম সরক র

এছাড়াও পড়ুন:

বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।

প্রশিক্ষণের বিষয়

১. বেসিক কম্পিউটার,

২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,

৩. ইন্টারনেট,

৪. গ্রাফিক ডিজাইন,

৫. ফ্রিল্যান্সিং,

৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।

আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা

১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,

২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,

৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,

৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,

৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে

১. ঢাকা,

২. চট্টগ্রাম,

৩. রাজশাহী,

৪. খুলনা,

৫. বরিশাল,

৬. সিলেট,

৭. দিনাজপুর,

৮. গোপালগঞ্জ।

আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র

১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,

২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,

৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,

৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,

৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।

নিবন্ধন ফি

মনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।

দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে

সম্পর্কিত নিবন্ধ