জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং গঠনের জন্য প্রস্তুতি বিষয়ক সাত সদস্যের একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই অভ্যুত্থানের অন্যতম চালিকাশক্তি যুব সমাজকে রাজনৈতিকভাবে সংগঠিত করে রাষ্ট্র পুনর্গঠনের কাজে তাঁদের অংশীদারিত্ব নিশ্চিত করতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুমোদনে যুব উইং গঠনের জন্য প্রস্তুতি বিষয়ক উপ-কমিটি গঠিত হয়েছে।

এই উপ-কমিটির সদস্যরা হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী, মো.

তারিকুল ইসলাম, জাহেদুল ইসলাম, এস এম শাহরিয়ার, তুহিন মাহমুদ, রাদিথ বিন জামান ও নাহিদা বুশরা।

সম্প্রতি যাত্রা শুরু করা তরুণদের রাজনৈতিক দল এনসিপি সাংগঠনিক তৎপরতা জোরদারের অংশ হিসেবে ২৩ মার্চ শ্রমিক উইং গঠন করে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এনস প

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ