একজন আরেকজনের প্রতিপক্ষ হলে ক্ষতি সবার : সারজিস
Published: 29th, March 2025 GMT
পঞ্চগড়ে বিএনপির ইফতার মাহফিলে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম। সেখানে বক্তব্যে তিনি বলেছেন, ‘‘আমরা যদি একজন আরেকজনের প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হই, তাহলে ক্ষতিটা যেমন আন্তঃদলীয় হবে, তেমনি ক্ষতিটা পঞ্চগড় জেলারও হবে।’’
শনিবার (২৯ মার্চ) বিকেলে সরকারি অডিটোরিয়ামের মুক্তমঞ্চে পঞ্চগড় পৌর বিএনপির আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে সারজিস আলম বলেন, ‘‘দেশের পিছিয়ে পড়া জেলাগুলোর মধ্যে পঞ্চগড় একটি। আমরা সকলে মিলে পঞ্চগড়কে এগিয়ে নিতে কাজ করব।’’
পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ইকবাল হোসাইন, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জাগপার সহ-সভাপতি সামছুজ্জামান নয়ন প্রমূখ
আরো পড়ুন:
ভ্যানে গ্রামে ঘুরে মানুষের সঙ্গে কথা বললেন সারজিস আলম
জারার বক্তব্যের জবাব দিলেন সারজিস
অনুষ্ঠান সঞ্চলনা করে পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন রনিক।
ঢাকা/নাঈম/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে জেলা শহর রেলগেইট সংলগ্ন এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। তার নাম-পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক কাউসার আলম জানান, দুপুর ২টার দিকে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে চট্টগ্রামের দিকে রওনা হয়। রেলগেটের কাছাকাছি একজন ব্যক্তি এই ট্রেনে কাটা পড়ে নিহত হন।
তিনি আরো জানান, মারা যাওয়া ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হচ্ছে। অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আরো পড়ুন:
গাজীপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
ঝিনাইদহে তুচ্ছ কারণে ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ