খুলনায় ছুরিকাঘাতে আহত তরুণের মৃত্যু
Published: 7th, April 2025 GMT
খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. পলাশ (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে গতকাল রোববার রাত ৮টার দিকে নগরের শান্তিধাম মোড়ে জাতিসংঘ শিশুপার্কের সামনে পলাশকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।
পলাশ খুলনা সদর থানার মতলেবের মোড় এলাকার বাসিন্দা মো.
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে ঈদমেলায় তুচ্ছ ঘটনায় পলাশের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ সৃষ্টি হয়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে পলাশের পেটে আঘাত করে। আহত অবস্থায় তাঁকে স্থানীয় মানুষেরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল রাত ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় পলাশকে হাসপাতালে আনা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাঁর অস্ত্রোপচার করা হয়। কিন্তু আঘাত এতটাই গভীর ছিল যে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন জানান, সন্ত্রাসী হামলায় আহত পলাশের মৃত্যু হয়েছে। রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: অবস থ
এছাড়াও পড়ুন:
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংক পিএলসি।
শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির গড়ে ৪৪ কোটি ৩৪ লাখ টাকার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.২৯ শতাংশ। এর ফলে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।
আরো পড়ুন:
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
বিএসইসির কমিশনার হিসেবে সাইফুদ্দিনের যোগদান
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের ৩০ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৬৯ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা বিএসসির ২৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১৬ শতাংশ।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিএটিবিসির ২১ কোটি ১২ লাখ টাকা, যমুনা ব্যাংকের ১৮ কোটি ৩০ লাখ টাকা, স্কয়ার ফার্মার ১৭ কোটি ৩৩ লাখ টাকা, ব্যাংক এশিয়ার ১৬ কোটি ৮২ লাখ টাকা, খান ব্রাদার্সের ১৫ কোটি ৬২ লাখ টাকা, রবির ১৫ কোটি ৬০ লাখ টাকা এবং উত্তরা ব্যাংকের ১৪ কোটি ১৬ লাখ টাকা।
ঢাকা/এনটি/ফিরোজ