সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের নতুন অধিনায়ক হিসেবে সর্বস্ব নিংড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন হ্যারি ব্রুক। এ জন্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যত টাকার প্রস্তাবই দেওয়া হোক না কেন, তিনি জাতীয় দলের হয়ে খেলাকেই প্রাধান্য দেবেন।

ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার পর প্রথমবারের মতো সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ব্রুক এসব কথা বলেন।

সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের ভরাডুবির পর নেতৃত্ব থেকে সরে দাঁড়ান জস বাটলার। গত সোমবার বাটলারের জায়গায় ব্রুককে সাদা বলের দুই সংস্করণের অধিনায়ক ঘোষণা করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

আগামী মে-জুনে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ স্থায়ী অধিনায়ক হিসেবে ব্রুকের প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে। তবে তাঁর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

২৬ বছর বয়সী ব্রুক আগে থেকেই সাদা বলে ইংল্যান্ডের সহ-অধিনায়ক ছিলেন। বাটলারের জায়গাটা যে ব্রুকই নিতে যাচ্ছেন, সেই সংকেতও তাঁকে আগেভাগে দিয়েছিল ইসিবি। এ কারণেই আইপিএল শুরুর ১২ দিন আগে নিজেকে সরিয়ে নেন।

মেগা নিলাম থেকে দিল্লি ক্যাপিটালস তাঁকে ৬ কোটি ২৫ লাখ রুপিতে কিনলেও সেই টাকার মায়া ছেড়ে দেন। ফিট থাকার পরও আইপিএলে না খেলায় তাঁকে দুই বছরের নিষেধাজ্ঞাও দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

তবে দেশের জন্য এই নিষেধাজ্ঞা বয়ে বেড়ানোকে গর্বভরেই দেখছেন ব্রুক। গতকাল লিডসের হেডিংলিতে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘অবশ্যই এই মুহূর্তে এটা (আইপিএলে নিষেধাজ্ঞা) আমার জন্য কোনো ব্যাপার নয়। আমি শুধু ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলতে চাই। গত কয়েক বছর যেভাবে দেশের প্রতিনিধিত্ব করেছি, এখনো সেভাবেই করতে চাই। আশা করি, দলকে সামনে এগিয়ে নিতে বড় প্রভাব ফেলতে পারব।’

ব্রুক সাফ জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে আপাতত ‘না’ বলে আর্থিক ক্ষতির সম্মুখীন হলেও ব্যাপারটিকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন, ‘ইংল্যান্ডই আমার অগ্রাধিকার ও এগিয়ে যাওয়ার পথ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে আমি কিছু সময়ের জন্য পেছনে রাখছি। দিন শেষে আমি অন্য যেকোনো কিছুর চেয়ে ইংল্যান্ডের হয়ে খেলা বেশি উপভোগ করি। তাই এখানে-সেখানে কিছু টাকা হারাতে হলেও জাতীয় দলের স্বার্থে তা মেনে নেব।’

আগামী মে থেকে জানুয়ারি পর্যন্ত তিন সংস্করণ মিলিয়ে ২৬টি ম্যাচ খেলবে ইংল্যান্ড। এর মধ্যে অ্যাশেজও আছে। ব্রুক তিন সংস্করণেই ইসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার হওয়ায় সব ম্যাচই তাঁর খেলার কথা।

জাতীয় দলের ঠাসা সূচির কারণেই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ দেখছেন না তিনি, ‘আমি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট একেবারেই ছেড়ে দিইনি। কিন্তু (জাতীয় দলের) সূচির দিকে তাকালে অদূর ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য আমার খুব বেশি সময় নেই। সময় বের করার কোনো উপায়ও দেখছি না।’

ইংল্যান্ডকে আগেও নেতৃত্ব দিয়েছেন হ্যারি ব্রুক। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তাঁর অধিনায়কত্বে সুপার লিগের প্লে-অফ সেমিফাইনালে খেলেছিল ইংলিশরা। সেই ম্যাচে বাংলাদেশের কাছে হেরে বাদ পড়তে হয়। বাটলার চোটে পড়ায় গত বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ইংল্যান্ড জাতীয় দলকে প্রথমবারের মতো নেতৃত্ব দেন ব্রুক। ইংল্যান্ড সেই সিরিজ হারে ৩-২ ব্যবধানে।

‘টাকার মায়া ছেড়ে’ সাদা বলের স্থায়ী অধিনায়ক হওয়া ব্রুক সফল হাতে পারবেন কি না, এখন সেটাই দেখার অপেক্ষা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ র য ঞ চ ইজ জ ত য় দল র র জন য

এছাড়াও পড়ুন:

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক।  

বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারিভাবে দেশের প্রধান গোয়েন্দা সংস্থা আইএসআই-এর বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিককে নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) নিয়োগ দেওয়া হয়েছে। তিনি পাকিস্তানের দশম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। 

গত মঙ্গলবার মন্ত্রিসভা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেনারেল মালিক আইএসআই মহাপরিচালক হিসেবে তার বর্তমান পদও বহাল রাখবেন। তিনি সেপ্টেম্বর ২০২৪ থেকে এই পদে আছেন। 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

তার এই নিয়োগের মাধ্যমে প্রথমবারের মতো একজন কর্মরত আইএসআই প্রধান একই সঙ্গে এনএসএ হিসেবে দায়িত্ব পালন করবেন। সাম্প্রতিক পেহেলগাম হামলার পর ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এই নিয়োগ এল।

২০২২ সালের এপ্রিলে ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই সরকার অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে এনএসএ-এর পদটি শূন্য ছিল। সে সময় মঈদ ইউসুফ এনএসএ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • পাকিস্তানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদেও আইএসআই প্রধান মালিক
  • মায়ামির স্বপ্নভঙ্গ, ইতিহাস গড়লো ভ্যানকুভার এফসি
  • পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআই প্রধান
  • পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান
  • দেশ গড়ার নায়কদের জন্য ফ্লাইট এক্সপার্টের বিশেষ উদ্যোগ
  • প্রথমবারের মতো দেশে সংযোজিত এসইউভি গাড়ি আনল প্রোটন
  • এক সপ্তাহে এভারেস্ট জয় কি সত্যিই সম্ভব
  • সম্পর্কের ৫০ বছর: বাংলাদেশে প্রথমবার চীনা ক্যালিগ্রাফি প্রদর্শনী
  • জমজমাট নাটকের পর কিংসের শিরোপা উৎসব
  • বন্ধু রাশিয়াকে সাহায্য করতে সেনা পাঠায় উত্তর কোরিয়া