Samakal:
2025-11-03@05:06:34 GMT

সস্তার ঢাকা লিগেও বকেয়া

Published: 10th, April 2025 GMT

সস্তার ঢাকা লিগেও বকেয়া

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টাকা না পাওয়ার অভিযোগ নতুন নয়। ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে বিগত কয়েক বছরে সম্মানী না দেওয়ার অভিযোগে ক্রিকেটাররা লিখিত দিয়েছেন বিসিবিকে। এবারও বিসিবিতে জমা হলো বকেয়া না পাওয়ার লিখিত অভিযোগ। গতকাল পারটেক্স স্পোর্টিং ক্লাবের ১৫ ক্রিকেটাররা বকেয়া সম্মানী আদায়ে বিসিবির সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছেন।

বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী বরাবর লেখা চিঠির অনুলিপি সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশকে (সিসিডিএম) দেন তারা। বকেয়া টাকার পরিমাণ উল্লেখ নেই চিঠিতে। এদিকে ক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ক্রিকেটারদের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তিনি বলেন, বেশির ভাগ ক্রিকেটারকে চুক্তির ৬০ ভাগ সম্মানী পরিশোধ করা হয়েছে। বাকি টাকাও যথাসময়ে দেওয়া হবে বলে জানান তিনি।

লিগের দশম রাউন্ডে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে বিকেএসপি মাঠে পারটেক্সের ম্যাচ আজ। গতকাল মিরপুর  একাডেমি মাঠে ছিল অনুশীলন। কিন্তু অনুশীলন বয়কট করে ক্রিকেটাররা প্রাপ্য সম্মানীর দাবিতে একাট্টা হয়ে বিসিবিতে লিখিত দেন। চিঠিতে লেখা হয়েছে, ‘পারটেক্স স্পোর্টিং ক্লাব চুক্তি মোতাবেক পেমেন্ট করেনি। টাকা না পাওয়ায় ক্রিকেটাররা মানসিকভাবে বিপর্যস্ত।’ নাম প্রকাশ না করার শর্তে  পারটেক্সের এক ক্রিকেটার সমকালকে বলেন, ‘এবার লিগে খুব কম সম্মানীতে খেলছে সবাই। দেড়-দুই লাখ টাকা চুক্তি। সিনিয়ররাও পাঁচ-সাত লাখ টাকায় খেলছে। খেলোয়াড়দের অনুশীলন বয়কট ও বিসিবিতে লিখিত দেওয়ার কারণ হলো, ঈদের আগে সাজ্জাদ ভাই সবার অ্যাকাউন্ট নম্বর নিয়ে টাকা দেননি। দিনের পর দিন ফোন করলেও ফোন ধরেননি তিনি।’ 

ক্রিকেটারদের সব অভিযোগই অস্বীকার করেন সাজ্জাদ। গ্রুপ ফোনে আহরার আমিন পিয়ানকে সংযুক্ত করে সম্মানী পরিশোধ করার বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করেন তিনি। পিয়ান কত টাকা পেয়েছেন– জানতে চওয়া হলে তিনি বলেন, ৬৫ শতাংশ টাকা পেয়েছেন। আলাউদ্দিন বাবু পেয়েছেন পুরো টাকা। বাকি ১৪ জনের মধ্যে দু’জন মোহর শেখ অন্তর আর জয়রাজ শেখকে অর্ধেক (৫০ শতাংশ) টাকা দেওয়া হয়েছে বলে দাবি কর্মকর্তার। টাকা পাওয়ার পরও কেন বকেয়ার দাবিতে স্বাক্ষর করেছেন– সাজ্জাদ জানতে চাইলে পিয়ান বলেন, ‘স্যার, আমি তো দলের সিদ্ধান্তের বাইরে যেতে পারি না। সবার সঙ্গে না থাকলে সমস্যা, তাই সাইন করেছি।’ 

সম্মানী পরিশোধের ভাউচার সিসিডিএম সমন্বয়ক সাব্বিরকে পাঠিয়েছেন সাজ্জাদ। সিসিডিএম কর্মকর্তা সাব্বির বলেন, ‘মানি রিসিট পেয়েছি। এখন ক্রিকেটারদের কাছে চুক্তিপত্র চাইব। চুক্তিপত্রের সঙ্গে ভাউচার মিলিয়ে দেখে বাকি পদক্ষেপ।’ 

বাস্তবতা হলো, পারটেক্স কোনো ক্রিকেটারেরই চুক্তিপত্র নেই। ক্লাবের সঙ্গে মৌখিক চুক্তি করেছেন তারা। ট্যাক্স ফাঁকি দিতে গিয়ে নিজেরাই ফাঁকিতে পড়ে যাচ্ছেন না তো– জানতে চাওয়া হলে একজন ক্রিকেটার বলেন, ‘আমরা তো এভাবেই ঢাকা লিগে খেলে অভ্যস্ত।’ 

এমনিতেই লিগে ভালো করতে পারেনি পারটেক্স। তার ওপর সাব্বির রহমানের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন তুলেছেন কোচ আনোয়ার মুস্তাকিম টরে। ব্রাদার্সের বিপক্ষে ৫০ বল খেলা সাব্বিরের ১৮ রান করা সন্দেহজনক মনে হয়েছে কোচের কাছে। মুক্তার আলি লিগের ম্যাচ না খেলে অসুস্থতার কথা বলে খেলতে গিয়েছিলেন ভারতের লিজেন্ডস লিগে। খেলোয়াড় ক্লাবের এই টানাপোড়েনের ভেতরেই সম্মানী না পাওয়ার অভিযোগ বিসিবিতে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ড প এল

এছাড়াও পড়ুন:

মুন্সীগঞ্জে ড্রেনের ভেতরে মিলল ২৩টি ককটেল, আটক ১

মুন্সীগঞ্জে ড্রেনের ভেতর তিনটি প্লাস্টিকের বালতিতে লুকিয়ে রাখা ২৩টি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ঘটনাস্থলের পাশে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বোনের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম জব্দ করে তারা। পাশাপাশি মোহাম্মদ হাসান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রবিবার (২ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার ড্রেন থেকে ককটেলগুলো উদ্ধার হয়। মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

অভয়নগরে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলা, আহত ৩

দিনাজপুরে পুকুর পাড় থেকে গ্রেনেড উদ্ধার 

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ঢাকনা খোলেন স্থানীয়রা। এ সময় তারা প্লাস্টিকের বালতিতে তুষ দিয়ে ঢেকে রাখা অবস্থায় কিছু বস্তু দেখতে পান। পাশাপাশি তিনটি ড্রেনের ঢাকনা খুলে তারা একই চিত্র দেখেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ড্রেনের ভেতর থেকে তিনটি বালতিতে রাখা ২৩টি তাজা ককটেল উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে হাসানকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

আটক হাসান মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসেন পাটোয়ারীর ভাগ্নি জামাই বলে জানিয়েছে পুলিশ।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে। এ সময় মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারির বোন সেলিনা বেগমের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে হাসান নামে একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ