রাউজানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীর ওপর হামলা, ছাত্রলীগ কর্মী আটক
Published: 11th, April 2025 GMT
চট্টগ্রামের রাউজানে জুমার নামাজ শেষ করে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাউজানের কর্মী ইসতিয়াক হোসেন সিফাতের (২১) ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় হামলাকারী মুহাম্মদ ইমরানকে (২৬) স্থানীয় ব্যক্তিরা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তাঁর বাড়ি একই ইউনিয়নের আশ্চার্য্য পাড়ায়।
পুলিশ জানিয়েছে, আটক ইমরান নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের স্থানীয় নোয়াপাড়া ইউনিয়ন শাখার কর্মী। তাঁর বিরুদ্ধে অস্ত্র, মাদক ও ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে থানায়।
হামলার শিকার বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী ইশতিয়াক হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি আজ শুক্রবার জুমা নামাজ পড়ে বাড়ি ফিরছিলাম। এ সময় হঠাৎ ছাত্রলীগের কর্মী ইমরান আমাকে পেছন থেকে হামলা করে। এ দৃশ্য দেখে স্থানীয় লোকজন তাকে আটক করেন। তার সঙ্গে আমার শত্রুতা নেই, রাজনৈতিক কারণে সে আমার ওপর ক্ষেপে থাকতে পারে।’
এদিকে ইসতিয়াক হোসেনের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিবৃতি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাউজানের নেতারা। তাঁরা বলেন, আওয়ামী লীগ-ছাত্রলীগের কর্মীরা সুযোগ পেলে এখনো ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলা করছেন। তাঁদের আইনের আওতায় আনতে রাউজান থানার পুলিশকে আহ্বান জানান।
জানতে চাইলে রাউজানের নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই ছাত্রলীগের কর্মীর বিরুদ্ধে অস্ত্র, মাদক ও ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীর ওপর হামলার অভিযোগে আজ বেলা তিনটার দিকে ওই ছাত্রলীগ কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে আবেদনের সময় বৃদ্ধি, আইএলটিএসে ৬.৫ অথবা টোয়েফলে ৮৪ হলে আবেদন
অস্ট্রেলিয়ার অ্যাওয়ার্ডস স্কলারশিপে আগ্রহী শিক্ষার্থীদের জন্য আবেদনের সুযোগ আরও চারদিন। সময় বাড়ানোর এ কথা জানিয়ে গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছে বাংলাদেশে অষ্ট্রেলিয়ার হাইকমিনের ফেসবুক পেজে। আবেদনের শেষ সময় ছিল ৩০ এপ্রিল। এখন শিক্ষার্থীরা ৪ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।
অস্ট্রেলিয়ার বৈদেশিক বিষয় ও বাণিজ্য বিভাগে এ বৃত্তি দেওয়া হয়। এ বৃত্তি পেলে স্বাস্থ্য, ডেভেলপমেন্ট, পরিবেশ, সাসটেইনেবিলিটি, ট্রেড, পাবলিক পলিসি, অর্থনীতি, গভর্ন্যান্স, ইনফ্রাস্ট্রাকচার, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ব্লু ইকোনমিসহ বিভিন্ন বিষয়ে পড়া যাবে দেশটিতে। ২০২৫ সালের জন্য বিশ্বের ৫৫ টি দেশের ১ হাজার ৫৫১ জন অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ পাবেন। ২০২৩-২০২৪ প্রোগ্রামে অষ্ট্রেলিয়া ২৭০ বিলিয়ন ডলার খরচ করেছে এ বৃত্তির জন্য।
অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের আবেদন শুরু হয় গত ১ ফেব্রুয়ারি থেকে। বাংলাদেশিসহ বিশ্বের আগ্রহী শিক্ষার্থীদের আবেদনের সুযোগ আগামী ৪ মে, রোববার পর্যন্ত।
অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডসে সুযোগ-সুবিধা—
সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনার সুযোগ
বই ও পড়াশোনার আনুষঙ্গিক জিনিসের খরচ
বিমানে ইকোনমি ক্লাসে যাতায়াতের টিকিট
বসবাসের খরচ ও স্বাস্থ্য বিমার সুবিধা
কোর্স ভেদে ফিল্ডওয়ার্কের সুযোগ-সুবিধাও আছে।
আরও পড়ুনচীনের প্রেসিডেনশিয়াল স্কলারশিপ, প্রথম বছরে ১০ হাজার চায়নিজ ইউয়ান ২০ এপ্রিল ২০২৫আবেদনের যোগ্যতা—
১৮ বছরের ঊর্ধ্বে বাংলাদেশের নাগরিকেরা আবেদন করতে পারেন
অস্ট্রেলিয়ার নাগরিকত্ব যাদের রয়েছে তাঁরা আবেদন করতে পারবেন না
অস্ট্রেলিয়ার নাগরিকের সঙ্গে বাগদান বা বিবাহিত হলে আবেদন করা যাবে না
কোনো সামরিক সেবার সঙ্গে যুক্ত থাকা যাবে না
আইএলটিএস স্কোর কমপক্ষে ৬ দশমিক ৫ হতে হবে এবং প্রতিটি ব্যান্ড স্কোর হতে হবে ৬ অথবা
ইন্টারনেট টেস্টে টোয়েফলে স্কোর কমপক্ষে ৮৪ (আইবিটি) অথবা
পিটিই অ্যাকাডেমিক স্কোর ৫৮।
আবেদনপদ্ধতি—
আবেদনের বিস্তারিত জানা যাবে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের ওয়েবসাইটে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
১৮ বছরের ঊর্ধ্বে বাংলাদেশের নাগরিকেরা আবেদন করতে পারেন অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের জন্য