অনলাইন বিজ্ঞাপন ব্যবসায় গুগল অবৈধভাবে ‘একচেটিয়া ক্ষমতা’ তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একজন ফেডারেল বিচারক গতকাল বৃহস্পতিবার এই রুল দিয়েছেন।

এই রুল একটি আধুনিক ওয়েবসাইট চালানোর মৌলিক অর্থনীতিকে নতুন রূপ দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। রুলের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল।

গুগলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগসহ ১৭টি অঙ্গরাজ্য মামলা করে। মামলায় অভিযোগ করা হয়, কোন বিজ্ঞাপন অনলাইনে যাবে, কোন স্থানে বসবে—ইত্যাদি নির্ধারণকারী প্রযুক্তিতে অবৈধভাবে আধিপত্য বিস্তার করছে গুগল।

গতকাল ভার্জিনিয়ার ডিস্ট্রিক্ট জজ লিওনি ব্রিনকেমা তাঁর রুলিংয়ে বলেন, গুগল ইচ্ছাকৃতভাবে একের পর এক প্রতিযোগিতাবিরোধী কাজে লিপ্ত হয়েছে, যা গুগলকে বাজারে একচেটিয়া ক্ষমতা অর্জন ও তা বজায় রাখতে সক্ষম করেছে।

রুলিংয়ে বলা হয়, এই আচরণ গুগলের প্রকাশক গ্রাহক, প্রতিযোগিতামূলক প্রক্রিয়া ও উন্মুক্ত ওয়েবে তথ্যের ভোক্তাদের যথেষ্ট ক্ষতি করেছে।

গুগলের এই ধরনের চর্চা প্রতিযোগীদের প্রতিযোগিতা করার ক্ষমতা থেকে বঞ্চিত করেছে বলে বিচারক তাঁর রুলিংয়ে উল্লেখ করেন।

গতকালের রুলিংয়ের মধ্য দিয়ে এক বছরে মার্কিন আদালতে অ্যান্টিট্রাস্ট আইনের দুটি মামলায় গুগল হেরে গেল।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গতকাল যে মামলায় গুগলের বিরুদ্ধে রুলিং হয়, তাতে মোট তিনটি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে দুটিতে গুগল হেরেছে। আর একটি অভিযোগ নাকচ করা হয়েছে।

আদালতের রুলিংয়ের পর গুগলের রেগুলেটরি অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট লি-অ্যান মুলহোল্যান্ড এক বিবৃতিতে বলেন, ‘আমরা এই মামলার অর্ধেক জিতেছি। বাকি অর্ধেকের জন্য আমরা আপিল করব।’

রায়ের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেয়নি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গতক ল ক ষমত

এছাড়াও পড়ুন:

সড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় নিহত ১

মেহেরপুরে সড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় সমিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। রবিবার (৯ নভেম্বর) সকাল ৭টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের হাবিব অটো রাইস মিলের সামনে দুর্ঘটনার শিকার হন তিনি। 

মারা যাওয়া সমিকুল মেহেরপুর পৌর এলাকার মল্লিকপাড়ার মৃত খাদেমুল ইসলামের ছেলে।

আরো পড়ুন:

রাজশাহীতে ট্রাকচাপায় তিন বন্ধু নিহত

বিএনপি প্রার্থীর শোডাউনে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই নেতা নিহত

মেহেরপুর ফায়ার স্টেশন অফিসার শামিম রোজা জানান, সমিকুল দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্লাস্টিকের বোতল ও পলিথিন সংগ্রহ করে বিক্রি করতেন। আজ সকালে সড়ক পার হওয়ার সময় মেহেরপুর থেকে চুয়াডাঙ্গাগামী বিআরটিসির বাসের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, “পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

ঢাকা/ফারুক/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ