নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সঙ্গে তুরস্কের আঙ্কারা ইয়েলদেরেম বায়েজিদ বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল দায়িত্বগ্রহণের পর তুরস্ক সফরে গিয়ে এ চুক্তি স্বাক্ষর করেন।

শনিবার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (১৮ এপ্রিল) আঙ্কারা ইয়েলদেরেম বায়েজিদ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নোবিপ্রবির পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড.

মুহাম্মদ ইসমাইল। অন্যদিকে আঙ্কারা ইয়েলদেরেম বায়েজিদ বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস রেক্টর অধ্যাপক ড. আব্দুল্লাহ ইয়েলদিস।

আরো পড়ুন:

কেকুবাত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নোবিপ্রবির চুক্তি স্বাক্ষর

নোবিপ্রবির উপাসনালয় ভাঙচুর 

এ সময় অন্যান্যের মাঝে ইয়েলদেরেম বায়েজিদ বিশ্ববিদ্যালয়ের দুইজন ভাইস রেক্টরসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর শেষে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বিশ্ববিদ্যালয়টির ল্যাব, ক্লাসরুম ও গবেষণা কার্যক্রম পরিদর্শন করনে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এ সমঝোতা স্বারক এর আওতায় উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে ফ্যাকাল্টি, আন্ডার গ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট শিক্ষার্থী একচেঞ্জ, এমএস ও পিএইচডি শিক্ষার্থী জয়েন্ট সুপারভিশন, এনার্জি টেকনোলজি ও ইঞ্জিনিয়ারিং একচেঞ্জ, একাডেমিক ও ইনফরমেশন ম্যাটেরিয়ালস একচেঞ্জ, যৌথ গবেষণা ও কনফারেন্স চালু এবং ভাষা কোর্স চালুর সুবিধা রয়েছে।

ঢাকা/ফাহিম/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন ব প রব র

এছাড়াও পড়ুন:

সড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় নিহত ১

মেহেরপুরে সড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় সমিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। রবিবার (৯ নভেম্বর) সকাল ৭টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের হাবিব অটো রাইস মিলের সামনে দুর্ঘটনার শিকার হন তিনি। 

মারা যাওয়া সমিকুল মেহেরপুর পৌর এলাকার মল্লিকপাড়ার মৃত খাদেমুল ইসলামের ছেলে।

আরো পড়ুন:

রাজশাহীতে ট্রাকচাপায় তিন বন্ধু নিহত

বিএনপি প্রার্থীর শোডাউনে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই নেতা নিহত

মেহেরপুর ফায়ার স্টেশন অফিসার শামিম রোজা জানান, সমিকুল দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্লাস্টিকের বোতল ও পলিথিন সংগ্রহ করে বিক্রি করতেন। আজ সকালে সড়ক পার হওয়ার সময় মেহেরপুর থেকে চুয়াডাঙ্গাগামী বিআরটিসির বাসের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, “পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

ঢাকা/ফারুক/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ