চার আইনজীবীকে কারাগারে নেওয়ার সময় ডিম নিক্ষেপ
Published: 21st, April 2025 GMT
কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ আওয়ামীপন্থি চার আইনজীবীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাহাবুবুর রহমান এ আদেশ দেন। তাদের কারাগারে নেওয়ার পথে বিক্ষুব্ধ ছাত্র-জনতা আইনজীবীদের লক্ষ্য করে ডিম ছুড়ে মেরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।
এছাড়াও পলাতক দুই আইনজীবীর বিরুদ্ধে আজ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের পিপি কাইমুল হক রিংকু।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশ লাইনস এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি তারা।
চার আইনজীবী হলেন– কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক পিপি মুস্তাফিজুর রহমান লিটন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সাইফুল ইসলাম ভূঁইয়া ও জাকির হোসেন। আদালতে হাজির না হওয়ায় জিয়াউল হাসান চৌধুরী সোহাগ এবং সাবেক এপিপি এ এন এম মহিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন বিচারক।
মামলা থেকে জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত বছরের ৩ আগস্ট কুমিল্লা পুলিশ লাইনস এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১১ ফেব্রুয়ারি আন্দোলনের কুমিল্লা মহানগর শাখার সংগঠক মো.
মামলা শুনানির সময় আদালত চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকর্মী আসামিদের বিচারের দাবিতে স্লোগান দেন। পরে সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তায় চার আইনজীবীকে প্রিজনভ্যানে করে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে আইনজীবীদের লক্ষ্য করে ডিম ছুড়ে মারা হয়। এ সময় ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন তারা।
আদালতের পিপি কাইমুল হক রিংকুর ভাষ্য, উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় ২৬ আইনজীবীর মধ্যে ২৪ জন আদালতে হাজির হন। চারজনের জামিন নামঞ্জুর এবং পলাতক দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন আদালত। তিনি বলেন, ‘আমরা আদালতকে বলেছি, ছাত্র-জনতার ওপর নারকীয় হামলা হয়েছে। অনেকেই আহত হয়েছেন। এ ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।’
উৎস: Samakal
কীওয়ার্ড: আইনজ ব আওয় ম ল গ চ র আইনজ ব ছ ত র জনত
এছাড়াও পড়ুন:
মেরাদিয়ায় পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট
আসন্ন কোরবানির ঈদে রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় গরুর হাট বসানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ সোমবার (২৮ এপ্রিল) এ আদেশ দিয়েছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রিটকারীর আইনজীবীর জহিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২১ এপ্রিল রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় পশুট হাট বসানোর সিদ্ধান্ত জানিয়ে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করেন বনশ্রী এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন সরকার। রিটের শুনানি নিয়ে গতকাল হাইকোর্ট মেরাদিয়ায় পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি তিন মাসের জন্য স্থগিত করেন। পাশাপাশি রুল জারি করেন।
আরেক আইনজীবী খুররম শাহ মুরাদ বলেছেন, বনশ্রী আবাসিক এলাকা। বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট বসলে এ হাট পুরো আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন ওই এলাকার বাসিন্দারা। এ কারণে এলাকাবাসীর পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছিল।
ঢাকা/এম/রফিক