বড় ভাইকে বাঁচাতে গিয়ে ডাকাতের গুলিতে আহত ছোট ভাই
Published: 26th, April 2025 GMT
‘কী আছে বাইর কর’ বলেই অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে দোকানের ক্যাশবাক্স থেকে টাকা নিচ্ছিল ডাকাত দল। বড় ভাইকে বাঁচাতে দৌড়ে ছুটে আসেন ছোট ভাই। তখন ডাকাতদের গুলিতে আহত হন ছোট ভাই শহিদুল ইসলাম সায়েম (২৫)।
শনিবার রাত ৩টার দিকে হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ডের মেখল রোডের মাথায় গাউছিয়া গ্রোসারিতে এ ঘটনা ঘটে। আহত সায়েম বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত।
ঘটনা সম্পর্কে আহত সায়েমের আরেক ভাই আমিনুল ইসলাম বাবু বলেন, তাদের বড় ভাই রাসেদ দোকানের হিসাবনিকাশ শুরু করার পর তিনি (বাবু) বাসায় চলে আসেন। এরপর দীর্ঘ সময় কেটে যায়। কিন্তু রাসেদ ফিরছিলেন না। তারপর সিসিটিভি ক্যামেরায় দেখতে পান, চারজন দুর্বৃত্ত মুখোশ পরে অস্ত্র ঠেকিয়ে তাঁর ভাই রাসেদকে জিম্মি করে দোকানের দুই ক্যাশবাক্সের টাকা ও দামি মালপত্র নিয়ে যাচ্ছে। সিসিটিভি ক্যামেরায় এই দৃশ্য দেখে তাদের ছোট ভাই সায়েম দৌড়ে যান। এ সময় ডাকাতদের গুলিতে আহত হন সায়েম। তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক অবস্থা সংকটাপন্ন দেখে তাঁকে সিএমএইচে পাঠান। সেখানে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়।
র্যা ব ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। ফোন দিলে থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন বলেন, ‘আমি প্রটোকলে আছি। পরে কথা হবে।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: আহত
এছাড়াও পড়ুন:
তফসিল ঘোষণা, জাকসু নির্বাচন ৩১ জুলাই
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এ তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণা করেন জাকসু নির্বাচনের লক্ষ্যে গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার মো. মনিরুজ্জামান।
প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ী, ১২ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। একই দিনে খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। খসড়া ভোটার তালিকা সম্পর্কে আপত্তি গ্রহণের এবং খসড়া আচরণবিধি সম্পর্কে মতামত গ্রহণের শেষ তারিখ ২১ মে। চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ এবং চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে ৩০ জুন।
মো. মনিরুজ্জামান বলেন, ১ জুলাই থেকে ৩ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ের পর খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৫ জুলাই। এরপর ৩১ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। ফলাফল প্রকাশ করা হবে একই দিনে।