মার্জিন রুলস-১৯৯৯ যুগোপযোগী করার লক্ষ্যে চূড়ান্ত সুপারিশ জমা দিয়েছে পুঁজিবাজারের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গঠন করে দেওয়া সংস্কার টাস্কফোর্স।

রবিবার (২৭ এপ্রিল) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মো. আলী আকবর, ফারজানা লালারুখের উপস্থিতিতে পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স সুপারিশমালা আনুষ্ঠানিকভাবে কমিশনের কাছে হস্তান্তর করে।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো.

আবুল কালামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

সুপারিশমালা হস্তান্তরের সময় টাস্কফোর্সের সদস্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিএসই বিভাগের অধ্যাপক মো. মোস্তফা আকবর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন উপস্থিত ছিলেন।

বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, “বিএসইসি ও পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স দেশের পুঁজিবাজারের সংস্কারের বিষয়ে পুঁজিবাজার সংশ্লিষ্ট পক্ষগুলোকে সঙ্গে নিয়ে সবার পরামর্শ ও মতামতের আলোকে সংস্কারের জন্য কাজ করছে। পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের চূড়ান্ত সুপারিশের দ্রুত বাস্তবায়নে বিএসইসি তাৎক্ষণিক পদক্ষেপ নেবে। মাজিন রুলস-১৯৯৯ যুগোপযোগী করা-সংক্রান্ত পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের চূড়ান্ত সুপারিশের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে দেশের পুঁজিবাজারের মার্জিন ঋণ-সংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধান হবে।”
 
২০২৪ সালের ৭ অক্টোবর বাংলাদেশের পুঁজিবাজারের সার্বিক উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং পুঁজিবাজারে আন্তর্জাতিক মানের সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে পাঁচ সদস্যের একটি বিশেষ পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স গঠন করে বিএসইসি। পরবর্তীতে টাস্কফোর্সের পরামর্শে এবং তাদের কাজের সহযোগিতার জন্য পুঁজিবাজারের সঙ্গে সম্পৃক্ত ও অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে 'পুঁজিবাজার সংস্কার ফোকাস গ্রুপ' গঠন করা হয়।

গত ১০ ফেব্রুয়ারি পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স কমিশনের কাছে মার্জিন রুলস-১৯৯৯ যুগোপযোগী করার খসড়া সুপারিশ জমা দিয়েছিল। ওই খসড়া সুপারিশের ওপর সংশ্লিষ্ট সবার মতামত আহ্বান করা হয়। মতামত বিবেচনায় নিয়েই পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করেছে।

সোমবার (২৮ এপ্রিল) বেলা ৩টা ৩০ মিনিটে বিএসইসির মাল্টিপারপাস হলে এই চূড়ান্ত সুপারিশের বিষয়ে একটি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেখানে পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের চূড়ান্ত সুপারিশের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে। 

আরো পড়ুন:

লভ্যাংশের টাকা পাঠিয়েছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স

সিঙ্গারের ক্রেডিট রেটিং নির্ণয়

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের অংশ নেওয়ার অনুরোধ করেছে বিএসইসি।

ঢাকা/এনটি/রাসেল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এসইস র জ ন র লস

এছাড়াও পড়ুন:

বিএসইসি ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে: ডিবিএ সভাপতি

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বলেছেন, “পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করে যাচ্ছে। মার্কেট ইন্টারমিডিয়ারিজ হিসেবে আমরা বলেছি, বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।”

সোমবার (২৮ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে পুঁজিবাজার অংশীজনের (স্টেকহোল্ডার) নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী; সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

রাতে সভার বিষয়ে তথ্য দেন সাইফুল ইসলাম। তিনি বলেন, “সমন্বয় সভায় অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।”

আরো পড়ুন:

ন্যাশনাল ইন্স্যুরেন্সের দুই পরিচালক কিনছেন পৌনে ১৮ লাখ শেয়ার

নগদ লভ্যাংশ পাঠিয়েছে শাহজালাল ব্যাংক

তিনি ববলেন, “সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া সভায় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন। আর পুঁজিবাজারের সব স্টেকহোল্ডার সভায় উপস্থিত ছিলেন। ফলে এই সমন্বয় সভায় ওয়াইড রেঞ্জ অব ডিসকাশন ছিল। বিএসইসি অত্যন্ত সহযোগিতামূলক আচরণ করেছে। সভায় আমরা প্রতিটি ইস্যুই অ্যাড্রেস করার চেষ্টা করেছি। পাশাপাশি সমসাময়িক ও গোয়িং ফরওয়ার্ড ইস্যু নিয়েও আলোচনা হয়েছে।”

“এ ছাড়া মার্কেটে কী কী সমস্যা রয়েছে যেমন- নেগেটিভ ইক্যুইটি, ইনভেস্টেবল স্টক কম, সাপ্লাই সাইট শক্তিশালী করা এবং মার্কেটে গভর্নেন্স নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়েছে,” বলেন সাইফুল ইসলাম।

ডিবিএ সভাপতি বলেন, “বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পুঁজিবাজারকে আজকে এ অবস্থায় নিয়ে আসার জন্য সভায় ড. আনিসুজ্জামান চৌধুরী ও খন্দকার রাশেদ মাকসুদকে পুঁজিবাজার সংশ্লিষ্ট সবার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছি। বর্তমানে মার্কেটে যে মোমেন্টাম এসেছে, সেটা আমরা ধরে রাখতে চাই এবং সেটাকে আরো এগিয়ে নিতে চাই।”

তিনি আরো বলেন, “আগে দেওয়া নির্দেশনার ব্যাপারে কাজ হচ্ছে। বিএসইসি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ফলে আমরা কিছু ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি। আমরা মার্কেটকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। অমরা বাজারের লেনদেনটাকে আরো বাড়াতে এবং ইনডেক্সটাকে ধরে রাখতে চাই।”

সমন্বয় সভায় আইসিবির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, ডিএসই ও সিএসইর চেয়ারম্যান, ডিবিএ সভাপতি, বিএমবিএ সভাপতি, বিএপিএলসি সভাপতি, সিডিবিএল সিইও, সিসিবিএল চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স, আইসিবি এএমসিএল সিইও, ভিআইপিবি এএমসিএল সিইও এবং বিএসইসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/এনটি/রাসেল

সম্পর্কিত নিবন্ধ

  • বিএসইসির কমিশনার হিসেবে সাইফুদ্দিনের যোগদান
  • রাউজানে উত্তেজনা থামেনি, পাল্টাপাল্টি কর্মসূচি বিএনপির দুই পক্ষের
  • থমথমে পরিস্থিতিতে এক পক্ষের বিক্ষোভের ডাক
  • চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা
  • রাউজানে সংঘর্ষের পর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, গিয়াস কাদেরের পদ স্থগিত
  • বিএসইসির নতুন কমিশনার সাইফুদ্দিন
  • রাউজানে বিএনপি নেতা গোলাম আকবরের গাড়িবহরে হামলা, আহত ২০
  • রাউজানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ–গুলি, উত্তর জেলা আহ্বায়কসহ আহত ২০
  • আসামি না হয়েও স্বেচ্ছায় কারাগারে যাওয়া সেই যুবক প্রতারণা মামলায় গ্রেপ্তার
  • বিএসইসি ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে: ডিবিএ সভাপতি