আশুলিয়ায় আ.লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৬ জন গ্রেপ্তার
Published: 30th, April 2025 GMT
ঢাকার আশুলিয়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের দুই দিন পর এতে অংশ নেওয়া ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর।
তিনি জানিয়েছেন, মঙ্গলবার রাত ১১টার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ছয় জন হলেন—সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার চিলগাছি গ্রামের মো.
গত শনিবার (২৬ এপ্রিল) নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর এলাকায় আওয়ামী লীগ দলীয় ১০ ব্যক্তি ঝটিকা মিছিল বের করেন। গত ২৭ এপ্রিল ওই মিছিলের ৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি ঝটিকা মিছিলের সামনে মোবাইল ফোন দিয়ে ভিডিও করছেন। চার জন আওয়ামী লীগের ব্যানার ধরে স্লোগান দিচ্ছিলেন। তাদের পিছনে আরো চার জনকে দেখতে পাওয়া যায়।
পুলিশ জানিয়েছে, মিছিল করা ব্যক্তিদের চিহ্নিত করে গতকাল আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর বলেছেন, ওই ছয় জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাদেরকে অন্যান্য আসামির সঙ্গে প্রিজন ভ্যানে করে আদালতে পাঠানো হবে।
ঢাকা/সাব্বির/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//