শিল্পকলাকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার লক্ষ্যে মহান মে দিবসে দিনব্যাপী এক বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হলো রাজধানীর ধানমন্ডির রবীন্দ্রসরোবরে উন্মুক্ত প্রাঙ্গণে। চিত্রকলা, আলোকচিত্র, ডিজিটাল মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শ্রমজীবী মানুষের জীবনসংগ্রামকে তুলে ধরা হয়েছিল এই প্রদর্শনীতে।

মে দিবস উপলক্ষে শিল্পী ও চিন্তকদের সৃজনশীল ভাবনা বিকাশের সংগঠন টেরাকোটা ক্রিয়েটিভস এই প্রদর্শনীর আয়োজন করে। তারা ২০১৭ সাল থেকে মে দিবসে শ্রমজীবী মানুষদের নিয়ে উন্মুক্ত পরিসরে দিনব্যাপী রঙ্গোত্তর শিল্প প্রদর্শনী নামের এই আয়োজন করে আসছে।

আজ ১ মে বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হয় দিনব্যাপী রঙ্গোত্তর শিল্প প্রদর্শনী। এবার প্রদর্শনীতে দেশের বিভিন্ন অঙ্গনের ৬৪ জন শিল্পীর বিভিন্ন মাধ্যমের ৯০টি শিল্পকর্ম এতে প্রদর্শিত হয়। এ ছাড়া ছিল পারফরম্যান্স আর্ট।

টেরাকোটার যাত্রা শুরু ২০১২ সালে। ‘শিল্পের মাধ্যমে শান্তির প্রচার’—এই লক্ষ্য নিয়ে চারুশিল্প, আলোকচিত্র, লেখালেখিসহ বিভিন্ন সৃজনশীল মাধ্যমের শিল্পীরা এই সংগঠনে কাজ করে যাচ্ছেন।

এবারের প্রদর্শনীতে অংশগ্রহণকারী চারুশিল্পীদের মধ্যে ছিলেন এ এফ এম মনিরুজ্জামান, অমিতাভ সরকার, অমিয় শংকর দাস, অপূর্ব দাস, আসাদুজ্জামান, আশিকুল ইসলাম, জাহিদ জামিলসহ অনেকে। আলোকচিত্রীদের মধ্যে ছিলেন হাসান সাইফুদ্দিন চন্দন, পল ডেভিড বারিকদার, মৃত্তিকা কামাল, দেবাশীষ মণ্ডল, সাবিনা ইয়াসমিন প্রমুখ।

আরও ছিল মোরশেদ মিশু, রাগীব এখওয়ান ও সাদবিন হোসেনের ডিজিটাল আর্ট।

পারফরম্যান্স আর্টে ছিলেন উম্মে হাবিবা, তারেক শুভ, মাখনুন জান্নাত ও হোসাইন জীবন। প্রদর্শনী চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রদর শ

এছাড়াও পড়ুন:

ধোনি কেন আইপিএল ছাড়তে পারছেন না: পেছনে হাজার কোটি টাকার খেলা

বয়স ৪৪, শরীরও আর আগের মতো চলছে না। তবু মহেন্দ্র সিং ধোনি আইপিএল ছাড়েননি। সর্বশেষ মৌসুমে খেলেছেন, শোনা যাচ্ছে, পরের মৌসুমেও খেলবেন। অথচ তাঁর মাঠের পারফরম্যান্স বলছে, সময় ফুরিয়েছে। তবু তিনি খেলে যাচ্ছেন কেন? ক্রিকেট ছাড়তে পারছেন না তাই? নাকি খ্যাতির মোহ? সত্যিটা এসবের চেয়েও বড়—ধোনি এখন শুধুই একজন ক্রিকেটার নন, তিনি একটি বিশাল অর্থনৈতিক ইকোসিস্টেমের মূল স্তম্ভ, যাঁর বিদায় মানে অনেক কিছুর ধস।

চলুন দেখা যাক, কীভাবে ধোনির একটুখানি মাঠে থাকা বদলে দেয় বিশাল অঙ্কের হিসাব।২৩ কোটি ৫০ লাখ ডলারের ব্র্যান্ড ভ্যালু

২০২৫ আইপিএল ছিল চেন্নাই সুপার কিংসের (সিএসকে) জন্য ফ্র্যাঞ্চাইজিটির ইতিহাসেই সবচেয়ে বাজে মৌসুম। পয়েন্ট তালিকায় একেবারে তলানিতে থেকে মৌসুম শেষ করেছে তারা। কিন্তু অবাক হওয়ার মতো ব্যাপার, এর কোনো প্রভাবই পড়েনি সিএসকের ব্র্যান্ড ভ্যালুতে; বরং সামান্য বেড়েছে!
হুলিহ্যান লোকির ‘আইপিএল ব্র্যান্ড ভ্যালুয়েশন স্টাডি ২০২৫’ প্রতিবেদন বলছে, ২০২৫ সালে সিএসকের ব্র্যান্ড ভ্যালু বেড়ে হয়েছে ২৩ কোটি ৫০ লাখ ডলার, যা ২০২৪ সালে ছিল ২৩ কোটি ১০ লাখ ডলার। যদিও আইপিএলের সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজির র‍্যাঙ্কিংয়ে চেন্নাই ১ নম্বর থেকে তিনে নেমে গেছে, কিন্তু সেটা পুরোপুরি মাঠের পারফরম্যান্সের কারণে নয়।
তুলনা করে দেখা যাক—রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) প্রথমবার আইপিএল জেতায় তাদের ব্র্যান্ড ভ্যালু দাঁড়িয়েছে ২৬ কোটি ৯০ লাখ ডলারে, উঠে এসেছে ১ নম্বরে। অথচ সিএসকে কিছু না করেই সেরা তিনে আছে শুধু একজনের জন্য—ঠিক ধরেছেন, এম এস ধোনি!

আরও পড়ুনফিক্সিং, বিদ্রোহ এবং ষড়যন্ত্রে ভরা ড্রেসিংরুম: পাকিস্তান ক্রিকেটের অস্থির অধ্যায়২৭ জুলাই ২০২৫দর্শকসংখ্যায় ‘ধোনি ইফেক্ট’

২০২৩ আইপিএলের একটি মুহূর্তই বলে দেয়, ধোনির উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাত্র ৩ বল খেলেছিলেন ধোনি, করেছিলেন ১২ রান। তাতেই ওটিটি প্ল্যাটফর্মে ভিউয়ারশিপ পৌঁছায় ১ কোটি ৭০ লাখে, যা ছিল সে মৌসুমের সর্বোচ্চ। এমনকি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের ১ কোটি ৬০ লাখ ভিউয়ারকেও ছাপিয়ে গিয়েছিল ধোনির সেই ৩ বল স্থায়ী ইনিংসটা!
টিএএম মিডিয়া রিসার্চ বলছে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও ধোনি দিনে গড়ে বিভিন্ন প্লাটফর্মে ১৪ ঘণ্টা স্ক্রিন টাইম ধরে রেখেছেন। ২০২৪ সালে তিনি ৪২টি ব্র্যান্ডের বিজ্ঞাপন করেছেন, যা অমিতাভ বচ্চন (৪১) ও শাহরুখ খানের (৩৪) চেয়েও বেশি।

মহেন্দ্র সিং ধোনি

সম্পর্কিত নিবন্ধ

  • রোনালদোর অদম্য ক্ষুধা, দুর্দান্ত পারফরম্যান্সে জেতালেন আল-নাসরকে
  • ৪৭ দিন ক্যাম্পে থেকে ১০–১২ দিন অনুশীলন, হতাশ ক্রিকেটাররা
  • অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপ: শক্তিশালী গ্রুপে বাংলাদেশ 
  • ধোনি কেন আইপিএল ছাড়তে পারছেন না: পেছনে হাজার কোটি টাকার খেলা