শিল্পকলাকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার লক্ষ্যে মহান মে দিবসে দিনব্যাপী এক বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হলো রাজধানীর ধানমন্ডির রবীন্দ্রসরোবরে উন্মুক্ত প্রাঙ্গণে। চিত্রকলা, আলোকচিত্র, ডিজিটাল মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শ্রমজীবী মানুষের জীবনসংগ্রামকে তুলে ধরা হয়েছিল এই প্রদর্শনীতে।

মে দিবস উপলক্ষে শিল্পী ও চিন্তকদের সৃজনশীল ভাবনা বিকাশের সংগঠন টেরাকোটা ক্রিয়েটিভস এই প্রদর্শনীর আয়োজন করে। তারা ২০১৭ সাল থেকে মে দিবসে শ্রমজীবী মানুষদের নিয়ে উন্মুক্ত পরিসরে দিনব্যাপী রঙ্গোত্তর শিল্প প্রদর্শনী নামের এই আয়োজন করে আসছে।

আজ ১ মে বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হয় দিনব্যাপী রঙ্গোত্তর শিল্প প্রদর্শনী। এবার প্রদর্শনীতে দেশের বিভিন্ন অঙ্গনের ৬৪ জন শিল্পীর বিভিন্ন মাধ্যমের ৯০টি শিল্পকর্ম এতে প্রদর্শিত হয়। এ ছাড়া ছিল পারফরম্যান্স আর্ট।

টেরাকোটার যাত্রা শুরু ২০১২ সালে। ‘শিল্পের মাধ্যমে শান্তির প্রচার’—এই লক্ষ্য নিয়ে চারুশিল্প, আলোকচিত্র, লেখালেখিসহ বিভিন্ন সৃজনশীল মাধ্যমের শিল্পীরা এই সংগঠনে কাজ করে যাচ্ছেন।

এবারের প্রদর্শনীতে অংশগ্রহণকারী চারুশিল্পীদের মধ্যে ছিলেন এ এফ এম মনিরুজ্জামান, অমিতাভ সরকার, অমিয় শংকর দাস, অপূর্ব দাস, আসাদুজ্জামান, আশিকুল ইসলাম, জাহিদ জামিলসহ অনেকে। আলোকচিত্রীদের মধ্যে ছিলেন হাসান সাইফুদ্দিন চন্দন, পল ডেভিড বারিকদার, মৃত্তিকা কামাল, দেবাশীষ মণ্ডল, সাবিনা ইয়াসমিন প্রমুখ।

আরও ছিল মোরশেদ মিশু, রাগীব এখওয়ান ও সাদবিন হোসেনের ডিজিটাল আর্ট।

পারফরম্যান্স আর্টে ছিলেন উম্মে হাবিবা, তারেক শুভ, মাখনুন জান্নাত ও হোসাইন জীবন। প্রদর্শনী চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রদর শ

এছাড়াও পড়ুন:

সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা

কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ঘোষণা করেছে, ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেন সিজেএফবির টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম। 

এ সময় ২৪তম পুরস্কারের লোগো উন্মোচন করেন খ্যাতিমান সংগীত তারকা বেবী নাজনীন এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম। 

আরো পড়ুন:

ফারুকীর রহস্যঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’ ওটিটিতে

রানিরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস

অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এ বছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠান। 

সংগঠনটির প্রধান উপদেষ্টা তামিম হাসান জানান, বরাবরের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি হবে। সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সিজেএফবির সাধারণ সম্পাদক এম এস রানা। 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিজেএফবির ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব, এবং সিজেএফবির যুগ্ম-সম্পাদক শাকিলুর রহমান (শাকিল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণ্য তৌহিদা। 

বরাবরের মতো এবারো সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছর সেরা তারকারাই মনোনীত ও পুরস্কৃত হবেন। একইসঙ্গে থাকবে দেশের স্বনামখ্যাত শিল্পীদের ঝলমলে পারফরম্যান্স।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ওভালজয়ী সিরাজই আগস্টের সেরা ক্রিকেটার
  • সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা