কার্লো আনচেলত্তির পিছু ছোটা থেকে এখনো সরে আসেনি ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, এই ইতালিয়ান কোচের জন্য গতকাল অপেক্ষা করার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সিবিএফ। লা লিগার শিরোপা দৌড়ে রিয়াল মাদ্রিদের ভাগ্য নির্ধারিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চায় সিবিএফ।

ব্রাজিল জাতীয় দলে কোচের দায়িত্ব আনচেলত্তির হাতে তুলে দিতে অনেক দিন ধরেই তাঁর পিছু ছুটছে সিবিএফ। কয়েক দিন আগেও জানা গিয়েছিল, রিয়াল মাদ্রিদ কোচের দায়িত্ব ছেড়ে জুনে ব্রাজিলের দায়িত্ব নেবেন আনচেলত্তি। কিন্তু এরপরই ভেসে আসে নেতিবাচক খবর। আনচেলত্তির সিবিএফকে মৌখিক সম্মতি দেওয়ার খবর জানার পর কঠোর হয়ে ওঠেন রিয়ালের বোর্ড পরিচালকেরা।

আরও পড়ুনব্রাজিলের কোচ হচ্ছেন না আনচেলত্তি, কেন ভেস্তে গেল আলোচনা৩০ এপ্রিল ২০২৫

২০২৬ সালের জুনে রিয়ালে আনচেলত্তির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে এবং তিনি যেহেতু তার আগেই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এ কারণে তাঁর বর্তমান চুক্তির বাকি সময়ের অর্থ পরিশোধ করতে রাজি হয়নি মাদ্রিদের ক্লাবটি। ইএসপিএনও জানিয়েছিল, চুক্তির বাকি সময়ের অর্থ রিয়াল দিতে রাজি না হওয়ায় আনচেলত্তির ব্রাজিল যাত্রা থমকে যায়। কিন্তু গতকাল রাতে ইএসপিএনের খবর অনুযায়ী, আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়ার পথ এখনো রুদ্ধ হয়ে যায়নি।

লা লিগায় ৩৩ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। ১১ মে লিগের শেষ ক্লাসিকোয় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। দুই দলই লিগে আর পাঁচটি করে ম্যাচ খেলবে। লা লিগায় রিয়াল নিজেদের শেষ ম্যাচ খেলবে ২৪ অথবা ২৫ মে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে।

আরও পড়ুনপ্রিমিয়ার লিগে ‘বাতিল’ ইউনাইটেড–টটেনহামই এখন ইউরোপে ফাইনালের পথে২৯ মিনিট আগে

ইএসপিএনকে সূত্র জানিয়েছে, আনচেলত্তি যে সময়ে এবং যেভাবে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন, তাতে অসন্তুষ্ট হয়েছে রিয়াল। ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে এই সমস্যাটা তাঁকে সমাধান করতে হবে।

২৬ মে এর মধ্যে নতুন কোচ নিয়োগ দিতে চায় সিবিএফ। জুনে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে সেদিন ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করা হবে। ইএসপিএন চলতি সপ্তাহের শুরুতে জানিয়েছিল, আনচেলত্তি ও রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এ বিষয়ে আলোচনায় বসবেন।

সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেজ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ব এফ

এছাড়াও পড়ুন:

ব্রাজিলের কোচ হচ্ছেন না আনচেলত্তি, কেন ভেস্তে গেল আলোচনা

ঘোষণাটা আগেভাগেই দিয়ে বসেছিল কিছু সংবাদমাধ্যম—রিয়াল মাদ্রিদ ছেড়ে জুনে ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব নেবেন কার্লো আনচেলত্তি। অবশ্য তখন পর্যন্ত আনচেলত্তির ভবিষ্যতের গতিপথ এমনই ছিল। কিন্তু এখন জানা যাচ্ছে নতুন খবর, যেটা আগের খবরের উল্টো। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, ইতালিয়ান কোচের সঙ্গে আলোচনা কিংবা দর–কষাকষি শেষ হয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) এবং খবরটা ইতিবাচক নয়। রিয়াল আনচেলত্তিকে ছাড়ার পথটা কঠিন করে তোলায় আনচেলত্তিকে নিয়ে আসার পথটা রুদ্ধ হয়ে গেছে ব্রাজিলের। অর্থাৎ এই আলোচনা ভেস্তে গেছে। গ্লোবোর খবর অনুযায়ী, আনচেলত্তিকে নিয়ে আসার আলোচনা ভেস্তে যাওয়ার পর সিবিএফের ‘প্ল্যান বি’তে ফেবারিট এখন সৌদি প্রো লিগের দল আল হিলালের কোচ জর্জ জেসুস।

আরও পড়ুনএক রাতে এত দুঃসংবাদ, রিয়াল এখন কী করবে৬ ঘণ্টা আগে

সূত্রের বরাত দিয়ে ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, আনচেলত্তি যে সময়ে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং যে আর্থিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে তিনি ক্লাব ছাড়তে চান, তাতে অসন্তুস্ট হয়েছে রিয়াল। এতে তাঁর ব্রাজিল কোচ হিসেবে যোগদান জটিলতার মধ্যে পড়েছে। গ্লোবোর প্রতিবেদনে জানানো হয়, ব্রাজিল কোচের দায়িত্ব নিতে সিবিএফকে আনচেলত্তির মৌখিক সম্মতি দেওয়ার খবর জানার পর রিয়ালের বোর্ড পরিচালকেরা কঠোর হন।

রিয়ালে আনচেলত্তির মেয়াদ শেষ হবে ২০২৬ সালের জুনে। আনচেলত্তি যেহেতু তার আগেই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তাঁর চুক্তির বাকি সময়ের অর্থ পরিশোধ করতে রাজি হয়নি মাদ্রিদের ক্লাবটি। ইএসপিএনও একই খবর জানিয়ে বলেছে, চুক্তির বাকি সময়ের অর্থ রিয়াল দিতে রাজি না হওয়ায় আনচেলত্তির ব্রাজিল যাত্রা থমকে গেছে। অথচ দুই দিন আগেও মোটামুটি সবাই নিশ্চিত ছিলেন ঠিকানা পাল্টে আটলান্টিক মহাসাগর পাড়ি দেবেন আনচেলত্তি।

ইএসপিএনকে সূত্র কাল আরও জানিয়েছে, আনচেলত্তি যেন লা লিগা মৌসুমের বাকি সময়ে মনোযোগী হন, সেটা চেয়েছিল রিয়াল। পাশাপাশি ক্লাব বিশ্বকাপেও আনচেলত্তি থাকবেন, এটাও ছিল তাদের চাওয়া।

আরও পড়ুনযেভাবে আর্জেন্টিনার মার্তিনেজকে ময়মনসিংহে ফেরালেন শ্রাবণ২ ঘণ্টা আগে

গ্লোবো জানিয়েছে, এ মৌসুমে রিয়াল ভালো না করায় রিয়ালের বোর্ড পরিচালকেরা আনচেলত্তির বিদায় এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিলেন। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় এবং কোপা দেল রে-তে বার্সেলোনার কাছে রিয়ালের হারের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। আনচেলত্তি তা জানার পর সিবিএফের সঙ্গে আলোচনা শুরু করেন। চুক্তির মেয়াদ ফুরোনোর এক বছর আগেই রিয়াল তাঁকে ছেড়ে দিতে চাওয়ায় ক্লাবটির কাছে চুক্তি বাতিলের ফি দাবি করেন আনচেলত্তি। কিন্তু সিবিএফকে আনচেলত্তি মৌখিক সম্মতি দিয়েছেন, এই খবর জানার পর রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ইতালিয়ান কোচের চুক্তি বাতিলের ফি দিতে রাজি হননি। আনচেলত্তি বিনা পয়সায় রিয়াল ছাড়লে আপত্তি নেই পেরেজের।

রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ

সম্পর্কিত নিবন্ধ

  • ব্রাজিলের কোচ হচ্ছেন না আনচেলত্তি, কেন ভেস্তে গেল আলোচনা