কার্লো আনচেলত্তির পিছু ছোটা থেকে এখনো সরে আসেনি ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, এই ইতালিয়ান কোচের জন্য গতকাল অপেক্ষা করার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সিবিএফ। লা লিগার শিরোপা দৌড়ে রিয়াল মাদ্রিদের ভাগ্য নির্ধারিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চায় সিবিএফ।

ব্রাজিল জাতীয় দলে কোচের দায়িত্ব আনচেলত্তির হাতে তুলে দিতে অনেক দিন ধরেই তাঁর পিছু ছুটছে সিবিএফ। কয়েক দিন আগেও জানা গিয়েছিল, রিয়াল মাদ্রিদ কোচের দায়িত্ব ছেড়ে জুনে ব্রাজিলের দায়িত্ব নেবেন আনচেলত্তি। কিন্তু এরপরই ভেসে আসে নেতিবাচক খবর। আনচেলত্তির সিবিএফকে মৌখিক সম্মতি দেওয়ার খবর জানার পর কঠোর হয়ে ওঠেন রিয়ালের বোর্ড পরিচালকেরা।

আরও পড়ুনব্রাজিলের কোচ হচ্ছেন না আনচেলত্তি, কেন ভেস্তে গেল আলোচনা৩০ এপ্রিল ২০২৫

২০২৬ সালের জুনে রিয়ালে আনচেলত্তির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে এবং তিনি যেহেতু তার আগেই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এ কারণে তাঁর বর্তমান চুক্তির বাকি সময়ের অর্থ পরিশোধ করতে রাজি হয়নি মাদ্রিদের ক্লাবটি। ইএসপিএনও জানিয়েছিল, চুক্তির বাকি সময়ের অর্থ রিয়াল দিতে রাজি না হওয়ায় আনচেলত্তির ব্রাজিল যাত্রা থমকে যায়। কিন্তু গতকাল রাতে ইএসপিএনের খবর অনুযায়ী, আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়ার পথ এখনো রুদ্ধ হয়ে যায়নি।

লা লিগায় ৩৩ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। ১১ মে লিগের শেষ ক্লাসিকোয় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। দুই দলই লিগে আর পাঁচটি করে ম্যাচ খেলবে। লা লিগায় রিয়াল নিজেদের শেষ ম্যাচ খেলবে ২৪ অথবা ২৫ মে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে।

আরও পড়ুনপ্রিমিয়ার লিগে ‘বাতিল’ ইউনাইটেড–টটেনহামই এখন ইউরোপে ফাইনালের পথে২৯ মিনিট আগে

ইএসপিএনকে সূত্র জানিয়েছে, আনচেলত্তি যে সময়ে এবং যেভাবে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন, তাতে অসন্তুষ্ট হয়েছে রিয়াল। ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে এই সমস্যাটা তাঁকে সমাধান করতে হবে।

২৬ মে এর মধ্যে নতুন কোচ নিয়োগ দিতে চায় সিবিএফ। জুনে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে সেদিন ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করা হবে। ইএসপিএন চলতি সপ্তাহের শুরুতে জানিয়েছিল, আনচেলত্তি ও রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এ বিষয়ে আলোচনায় বসবেন।

সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেজ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ব এফ

এছাড়াও পড়ুন:

লাস ভেগাসে হতে পারে ২০২৬ বিশ্বকাপ গ্রুপ পর্বের ড্র

২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে, গতকাল জানিয়েছে ইএসপিএন। আগামী বছর ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হবে বিশ্বকাপ ফুটবল। এই তিন দেশের ১৬টি শহরে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এবারই প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজিত হবে বিশ্বকাপ।

আরও পড়ুনএমবাপ্পেই রিয়ালের নতুন ‘১০ নম্বর’২ ঘণ্টা আগে

ইএসপিএন ও টিউডিএন’মেক্সিকো জানিয়েছে, গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানের জন্য কানাডা ও মেক্সিকোর কিছু শহরও আলোচনায় ছিল। শেষ পর্যন্ত ভেগাসকেই বেছে নেওয়া হয়। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, আগামী ৫ ডিসেম্বর এ ড্র অনুষ্ঠিত হবে।

মেক্সিকোর ক্লাব পাচুকার নির্বাহী ও বিশ্বকাপের দলগুলোর অনুশীলনের জন্য মেক্সিকোকে বেছে নেওয়ার পক্ষে প্রচারণা চালানো পেদ্রো চেদিল্লো সম্প্রতি ইএসপিএনকে বলেছেন, ভেগাসেই ড্র অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা করছেন তিনি, ‘আমার ভুল না হলে ৫ ডিসেম্বর কিংবা ডিসেম্বরের শুরুর দিকে ড্র অনুষ্ঠিত হবে। আমার মনে হয়, এটা ভেগাসেই অনুষ্ঠিত হবে এবং পাচুকা শহরের বিষয়ে তথ্য দিতে আমাদের সেখানে থাকতে হবে।’

৪টি করে দল নিয়ে মোট ১২টি গ্রুপে ড্র অনুষ্ঠিত হবে। ফিফার পক্ষ থেকে অবশ্য এখনো গ্রুপ পর্বের ড্র কবে, কোথায় অনুষ্ঠিত হবে—সে বিষয়ে কিছুই নিশ্চিত করা হয়নি।

আরও পড়ুনউরুগুয়েকে উড়িয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল, টানা পঞ্চম শিরোপা জয়ের অপেক্ষা৪ ঘণ্টা আগে

১৯৯৪ বিশ্বকাপও আয়োজিত হয়েছিল যুক্তরাষ্ট্রে। সেবারও বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয় লাস ভেগাসে, সেখানকার লাস ভেগাস কনভেনশন সেন্টারে। তবে সেবার বিশ্বকাপের কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি লাস ভেগাসে। ইএসপিএন জানিয়েছে, এ ভেন্যুসহ অন্য আরও কয়েকটি ভেন্যু ৫ ডিসেম্বরের জন্য বুক করা হয়েছে।

লাস ভেগাসের ‘স্ফেয়ার’ সেন্টারে ৫৪ হাজার বর্গমিটার আয়তনের স্ক্রিন আছে এবং ১৭ হাজার ৫০০ মানুষ সেখানে একসঙ্গে বসতে পারেন। বিভিন্ন সংবাদমাধ্যম এর আগে জানিয়েছিল, সেখানে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হতে পারে। তবে স্ফেয়ার সেন্টারের সূত্র ইএসপিএনকে জানিয়েছেন, ড্র সেখানে অনুষ্ঠিত হবে না। বার্তা সংস্থা এএফপিকেও একই তথ্য জানিয়েছেন এই সেন্টারের সূত্র।

সম্পর্কিত নিবন্ধ

  • লাস ভেগাসে হতে পারে ২০২৬ বিশ্বকাপ গ্রুপ পর্বের ড্র