হাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ
Published: 5th, May 2025 GMT
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর গাজীপুরে হামলার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল রোববার রাত ৯টার দিকে জেলা শহর মাইজদীতে ছাত্র-জনতার ব্যানারে এসব মিছিল-সমাবেশ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে জেলা জামে মসজিদের মোড় থেকে বের হয় বিক্ষোভ মিছিলটি। এরপর মিছিলটি শহরের টাউন হল মোড়, গণপূর্ত ভবন ও মোহাম্মদীয়া মোড় হয়ে পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী সরকারি ম্যাটস, কারামতিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
মিছিল–পরবর্তী সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালীর আহ্বায়ক আরিফুল ইসলাম ও সদস্যসচিব বনি ইয়ামিন। উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য তুহিন ইমরান, জেলা সংগঠক কাজী মাইনুদ্দিন তানভীর, মো.
সমাবেশে বক্তারা অবিলম্বে হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন। বক্তারা বলেন, যাঁদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ, সেই বিপ্লবীদের নিরাপত্তার দায়িত্ব সরকারকে নিতে হবে। জনগণের ট্যাক্সের টাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেতন হয়। তাঁদের দেশের প্রতি ইঞ্চি মাটিকে নিরাপত্তা দিতে হবে। সরকার যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে ছাত্র-জনতা আবারও রাস্তায় নামতে বাধ্য হবে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: সরক র
এছাড়াও পড়ুন:
গাজীপুরে ৩৭টি রুগ্ন ঘোরা ও ৫ মণ মাংস জব্দ
গাজীপুরের হায়দ্রাবাদ এলাকার একটি গোডাউনে অভিযান চালিয়ে পাঁচ মণ ঘোড়ার মাংস জব্দ করেছে প্রশাসন। এ সময় সেখান থেকে রুগ্ন ৩৭টি ঘোড়া উদ্ধার করা হয়। ভেটেনারি হাসপাতালের ভেটেনারি সার্জন হারুন রোমান জানান, ঘোড়াগুলোর অধিকাংশ রুগ্ন এবং মাংসে টক্সিন রয়েছে, যা মানবদেহের জন্য ক্ষতিকর।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ১১টার দিকে স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ ও র্যাব-১ যৌথভাবে অভিযান চালান।
আরো পড়ুন:
৬ বাসে মিলল ৩৫ মণ জাটকা, চালকদের জরিমানা
মুন্সীগঞ্জে ড্রেনের ভেতরে মিলল ২৩টি ককটেল, আটক ১
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহম্মেদ জানান, জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যেই ঘোড়াগুলো এখানে আনা হয়েছিল। যেহেতু, ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি, সে কারণে উদ্ধারকৃত ঘোড়া এবং জব্দকৃত মাংস স্থানীয় একজনের জিম্মায় রাখা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকালে সেগুলো গাজীপুর প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে হস্তার করা হবে।
গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেনারি হাসপাতালের ভেটেনারি সার্জন হারুন রোমান জানান, ঘোড়াগুলোর অধিকাংশ রুগ্ন এবং ঘোড়ার মাংসে টক্সিন রয়েছে, যা মানবদেহের জন্য ক্ষতিকর। ঘোড়ার মাংস ক্রয় এবং খাওয়া থেকে সবাইকে বিরত থাকতে পরামর্শ দেন তিনি।
ঢাকা/রেজাউল/মাসুদ