হাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ
Published: 5th, May 2025 GMT
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর গাজীপুরে হামলার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল রোববার রাত ৯টার দিকে জেলা শহর মাইজদীতে ছাত্র-জনতার ব্যানারে এসব মিছিল-সমাবেশ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে জেলা জামে মসজিদের মোড় থেকে বের হয় বিক্ষোভ মিছিলটি। এরপর মিছিলটি শহরের টাউন হল মোড়, গণপূর্ত ভবন ও মোহাম্মদীয়া মোড় হয়ে পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী সরকারি ম্যাটস, কারামতিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
মিছিল–পরবর্তী সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালীর আহ্বায়ক আরিফুল ইসলাম ও সদস্যসচিব বনি ইয়ামিন। উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য তুহিন ইমরান, জেলা সংগঠক কাজী মাইনুদ্দিন তানভীর, মো.
সমাবেশে বক্তারা অবিলম্বে হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন। বক্তারা বলেন, যাঁদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ, সেই বিপ্লবীদের নিরাপত্তার দায়িত্ব সরকারকে নিতে হবে। জনগণের ট্যাক্সের টাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেতন হয়। তাঁদের দেশের প্রতি ইঞ্চি মাটিকে নিরাপত্তা দিতে হবে। সরকার যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে ছাত্র-জনতা আবারও রাস্তায় নামতে বাধ্য হবে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: সরক র
এছাড়াও পড়ুন:
আইসিসি র্যাঙ্কিংয়ে হালনাগাদ: ওয়ানডেতে দশে নেমে গেল বাংলাদেশ
বার্ষিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। এতে ওয়ানডে র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের। র্যাঙ্কিংয়ে নয় থেকে নেমে দশে চলে গেছে নাজমুল হোসেন শান্তর দল।
তবে টেস্ট ও টি-২০ র্যাঙ্কিংয়ে পূর্বের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। টেস্ট র্যাঙ্কিংয়ে নয়ে ছিল বাংলাদেশ, নয়েই আছে। তবে টি-২০ র্যাঙ্কিংয়ে পূর্বের অবস্থান নয়ে থাকলেও চার রেটিং হারিয়েছে বাংলাদেশ। টি-২০ র্যাঙ্কিংয়ে আফগানিস্তান ও জিম্বাবুয়ে বাংলাদেশের পরে আছে।
হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে টেস্টে শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। তবে চার থেকে দুইয়ে উঠেছে ইংল্যান্ড। চার থেকে তিনে উঠে এসেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করা দক্ষিণ আফ্রিকা। ভারত তিন থেকে নেমে গেছে চারে।
তবে ওয়ানডে ও টি-২০ র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের দল। ওয়ানডে র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া দুই থেকে তিনে নেমে গেছে। তিন থেকে দুইয়ে উঠেছে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার পূর্বের র্যাঙ্কিং ছিল ছয়। তারা চারে উঠেছে। পাকিস্তান চার থেকে পাঁচে গেছে। দক্ষিণ আফ্রিকা ছয় থেকে সাতে গেছে। সাত থেকে আটে গেলে ইংল্যান্ড। আফগানিস্তান আট থেকে সাতে উঠে এসেছে। ওয়েস্ট ইন্ডিজ ১০ থেকে নয়ে এসেছে।
টি-২০ র্যাঙ্কিংয়ে প্রথম ছয় দলের অবস্থান একই আছে। ভারত শীর্ষে, দুইয়ে অস্ট্রেলিয়া, তিনে ইংল্যান্ড, চারে নিউজিল্যান্ড, পাঁচে ওয়েস্ট ইন্ডিজ ও ছয়ে আছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কা আট থেকে সাতে এসেছে। সাত থেকে আটে গেছে পাকিস্তান। নয় ও দশে আছে যথাক্রমে বাংলাদেশ ও আফগানিস্তান।