ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি সম্পর্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে অবহিত করেছে দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এর সদর দপ্তর পরিদর্শন করলে তাকে বিষয়টি অবহিত করা হয় বলে জানিয়েছে ডন অনলাইন।

ভারত অধিকৃত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় গত সপ্তাহে ২৬ জন নিহত হয়। এ ঘটনার জন্য কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করছে ভারত। হামলার পর পাকিস্তান ভারতের সামরিক পদক্ষেপের আশঙ্কা করার কথা বলার প্রায় এক সপ্তাহ পরে আইএসআই সদর দপ্তরে গেলেন শেহবাজ।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) এক বিবৃতিতে বলা হয়েছে, “এই সফরে বিদ্যমান নিরাপত্তা পরিবেশ সম্পর্কে বিস্তারিত ব্রিফিং করা হয়েছিল, বিশেষ করে পাকিস্তানের পূর্ব সীমান্তে ভারতের ক্রমবর্ধমান আক্রমণাত্মক এবং উস্কানিমূলক অবস্থানের আলোকে প্রচলিত হুমকির জন্য প্রস্তুতির উপর জোর দেওয়া হয়েছিল।”

এতে বলা হয়েছে, “নেতৃত্বকে আঞ্চলিক নিরাপত্তা উন্নয়ন ও প্রচলিত সামরিক বিকল্প, হাইব্রিড যুদ্ধ কৌশল এবং সন্ত্রাসী প্রক্সি সহ ক্রমবর্ধমান হুমকির গোপন তথ্য সম্পর্কে অবহিত করা হয়েছিল।”

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, প্রধানমন্ত্রীর সাথে ছিলেন উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং সেনাবাহিনীর প্রধান।

অনুষ্ঠানে প্রকাশিত একটি গ্রুপ ছবিতে দেখা গেছে, সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ এবং এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর - সফরকারী দলের অংশ ছিলেন।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শ হব জ

এছাড়াও পড়ুন:

আইএসআইয়ের প্রধান কার্যালয়ে শাহবাজ শরিফ, শুনলেন ভারতকে মোকাবিলার প্রস্তুতি

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মঙ্গলবার দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা–আইএসআইয়ের প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন। এ সময় ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ‘বহিঃশক্তির সামরিক হুমকি’ মোকাবিলায় নিজ দেশের প্রস্তুতি সম্পর্কে তাঁকে অবহিত করা হয়।

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর দেশটি পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে, ইসলামাবাদের এমন আশঙ্কার প্রায় এক সপ্তাহ পর উচ্চপর্যায়ের কেউ আইএসআইয়ের প্রধান কার্যালয় পরিদর্শন করল। পাকিস্তানের অভিযোগ, কোনো তদন্ত বা প্রমাণ ছাড়াই ভারত এই হামলায় পাকিস্তানকে জড়ানোর ইঙ্গিত দিয়েছে। ইসলামাবাদ এই দাবি দৃঢ়ভাবে অস্বীকার করে একটি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে আসছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) এক বিবৃতিতে বলেছে, ‘পরিদর্শনের অংশ হিসেবে একটি বিস্তারিত ব্রিফিং করা হয়। এতে বিশেষ করে পাকিস্তানের পূর্ব সীমান্তে ভারতের ক্রমবর্ধমান আক্রমণাত্মক ও উসকানিমূলক মনোভাবের প্রেক্ষাপটে বহিঃশক্তির সামরিক হুমকি মোকাবিলার প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়া হয়।’

বিবৃতিতে বলা হয়, ‘এ সময় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং ক্রমবর্ধমান হুমকি সম্পর্কে প্রধানমন্ত্রীসহ সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের অবহিত করা হয়। এর মধ্যে প্রথাগত সামরিক পদক্ষেপ, হাইব্রিড যুদ্ধের কৌশল এবং ছায়া সন্ত্রাসী গোষ্ঠীর কর্মকাণ্ডের বিষয়গুলোও ছিল।’

এ সময় উপপ্রধানমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, সেনাপ্রধান জেনারেল আসিম মুনির, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর উপস্থিত ছিলেন।

এ ছাড়া আইএসআই পরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আসিম মালিক ও সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। আসিম মালিককে সম্প্রতি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং তাঁর সঙ্গে থাকা পদস্থ কর্মকর্তারা পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবং কঠোর জবাব দিতে জাতীয় পর্যায়ে সতর্কতা বাড়ানো, সংস্থাগুলোর মধ্যে নিরবচ্ছিন্ন সমন্বয় এবং আভিযানিক প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্ব দেন।

আরও পড়ুনভারত-পাকিস্তান উত্তেজনার বিষয়ে নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক১১ ঘণ্টা আগেআরও পড়ুনভারত যেকোনো সময় নিয়ন্ত্রণরেখায় হামলা চালাতে পারে, পাকিস্তানের সতর্কবার্তা১১ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • আইএসআইয়ের প্রধান কার্যালয়ে শাহবাজ শরিফ, শুনলেন ভারতকে মোকাবিলার প্রস্তুতি
  • ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা পাকিস্তানের প্রবৃদ্ধিতে প্রভাব ফেলবে: মুডিস
  • ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বিলাওয়ালের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট বন্ধ করল ভারত