২০২৩ সালে বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীমকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. জাফর আলমকে ৪ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ শুক্রবার ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের উপপরিদর্শক ফেরদৌস আলম। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক মো.

রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

গত ৫ মে জাফর আলমের চারদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র। এর আগে গত ২৮ এপ্রিল জাফর আলমকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত। তার আগে ২৭ এপ্রিল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।

এর আগে ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে জাফর আলম সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালে দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন অংশ নিয়ে হেরে যান তিনি। জাফর আলম ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত চকরিয়া পৌরসভার মেয়র ছিলেন। ২০১৪ সালে চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে জয়ী হন।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

পুলিশের এসআই’র বাসা থেকে পিস্তল-গুলি চুরি, সাসপেন্ড

চাঁদপুরের ফরিদগঞ্জ থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রাকিব উদ্দিন ভূঁইয়ার ভাড়া বাসা থেকে সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার ফরিদগঞ্জ থানার ১০০ গজ দূরে আবাসিক ভবনের চতুর্থ তলায় এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ওই পুলিশ কর্মকর্তাকে (থানার উপপরিদর্শক) সাসপেন্ড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ রকিব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পিস্তল গুলি উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে মঙ্গলবার রাত পর্যন্ত আটক হয়নি বলে তিনি জানান।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমানসহ সিআইডির পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সরকারের অন্যান্য গোয়েন্দা সংস্থা।

এদিকে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম সমকালকে জানান, রাকিব উদ্দিন গত ৬ ফেব্রুয়ারি ফরিদগঞ্জ থানায় যোগদান করেন। তিনি ওই বাসায় একাই থাকতেন। দুর্বৃত্তরা তার ওই বাসার তালাটি কৌশলে খুলে ফেলেন।

তিনি বলেন, এ ঘটনায় অজ্ঞাত আসামিদের অভিযুক্ত করে মামলার প্রক্রিয়া চলছে। পিস্তল ও গুলি এবং অন্যান্য মালামাল উদ্ধারে জোর তল্লাশি চলছে। তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

এসআই মো. রাকিব উদ্দিন তার সহকর্মী পুলিশ এবং সাংবাদিকদের জানান, ঘটনার দিন দুপুরে তিনি বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হন। বিকেলে বাসায় ফিরে দেখেন দরজা খোলা ও আসবাবপত্র এলোমেলো। দুর্বৃত্তরা তার বাসার ভেতরে একটি ব্রিফকেসে থাকা সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিনসহ ১৬টি গুলি এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে গেছে। 

এদিকে যে ভবনে ওই পুলিশ কর্মকর্তা থাকেন সেটির কাছেই থানা ও সেনাবাহিনীর ক্যাম্পসহ নিরাপত্তা বাহিনীর তৎপরতা রয়েছে। এছাড়া ভবনটির অন্যান্য ফ্ল্যাটেও থানার সদস্যরা ভাড়া থাকেন।

সম্পর্কিত নিবন্ধ

  • পাঁচ বছর পর ব্রাহ্মণবাড়িয়া বিএনপির পূর্ণাঙ্গ কমিটি, সভাপতি খালেদ, সম্পাদক সিরাজুল
  • চাঁপাইনবাবগঞ্জে এবারও পরিপক্ব হলেই আম বাজারে নেওয়া যাবে
  • বিশ্বে শতবর্ষী মানুষের সংখ্যা কত?
  • আবদুল হামিদের দেশত্যাগ: এসপি প্রত্যাহার, আরও তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা
  • আইএমএফের ঋণের কিস্তি না পেলে আমাদের কতটা ক্ষতি হবে
  • মানব উন্নয়ন সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ
  • পুলিশের এসআই’র বাসা থেকে পিস্তল-গুলি চুরি, সাসপেন্ড
  • সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
  • বিমানবন্দর উন্নয়নে দুর্নীতি: শেখ হাসিনাসহ ৩ জনকে দুদকে তলব