গত বছরের ৫ আগস্ট নারায়ণগঞ্জ ক্লাবে অগ্নিসংযোগের ঘটনার ৯ মাস পর মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এই মামলা করা হয়। এতে অভিযোগ করা হয়, দুর্নীতি লুটপাটের প্রমাণ নষ্ট করতে শহরের ওসমান পরিবারের নেতৃত্বে নারায়ণগঞ্জ ক্লাবে আগুন দেওয়া হয়। মামলায় ৪৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও দেড়শ জনকে আসামি করা হয়েছে।

মামলাটির বাদী নারায়ণগঞ্জ ক্লাবের সুপারভাইজার রঞ্জন কুমার রায় সুমন অভিযোগে উল্লেখ করেন, ২০০৮ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে গত বছরের ৫ আগস্ট পর্যন্ত ক্লাবের নিয়ন্ত্রণ ছিল ক্লাবের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান, তাঁর ভাই সাবেক সংসদ সদস্য শামীম ওসমান শামীম ওসমানের শ্যালক ক্লাবের চার বারের সভাপতি তানভীর আহমেদ টিটুর হাতে। তারা ক্লাবের বহুতল ভবন নির্মাণসংক্রান্ত তথ্যাবলি গোপন রাখেন। বহুতল ভবনসহ ক্লাবে ঘটা দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি, তহবিল তসরুপ ধামাচাপা দিতে ২ আগস্ট সন্ধ্যা ছয়টায় ক্লাবের গেস্ট হাউসের প্রেসিডেন্ট স্যুটে গোপন বৈঠকে মিলিত হন তারা। ছাত্র-জনতার আন্দোলনের কারনে সৃষ্ট পরিস্থিতিকে ব্যবহার করে ৫ আগস্ট রাত আনুমানিক সাড়ে আটটায় শামীম ওসমানের নেতৃত্বে অন্য আসামিরা নারায়ণগঞ্জ ক্লাবের ভিতর ফাঁকা গুলি ছোড়েন। এ সময় ৮-১০টি ককটেল ফাটিয়ে আতঙ্ক তৈরি করা হয়।

পরবর্তীতে তারা ক্লাবের অফিস কক্ষ, গেস্ট হাউস, লাইব্রেরিসহ বিভিন্ন কক্ষে বিস্ফোরক দ্রব্য দিয়ে আগুন লাগিয়ে দেন। এতে ব্যাংকের হিসাব জমা বই, এফডিআর রশিদ, রেকর্ডপত্র, টিভি, ফ্রিজ, এসি, কম্পিউটারসহ সবকিছু পুড়ে যায়। সব মিলিয়ে এ ঘটনায় ক্লাবের দশ কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও মামলায় উল্লেখ করেন তিনি। 

মামলার আসামি তালিকায় নাম রয়েছে লায়ন্স গভর্নর ও ক্লাবের সাবেক সহসভাপতি শংকর কুমার রায়, শামীম ওসমানের বিয়াই ও ক্লাবের সাবেক জুনিয়র ভাইস প্রেসিডেন্ট ফয়েজ উদ্দিন লাভলু, সাবেক ভাইস প্রেসিডেন্ট বিপ্লব সাহা রামু, সাবেক ভাইস প্রেসিডেন্ট এস এম রানা, ক্লাবের সাবেক সভাপতি খবির আহমেদ, সাবেক কার্যকরী সদস্য মঈনুল হাসান বাপ্পী, শামীম ওসমানের বন্ধু লিটন সাহা, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান প্রমুখ।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর মামলাটি নথিভুক্ত করা হয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ শ ম ম ওসম ন আওয় ম ল গ ন ত ন র য়ণগঞ জ ক ল ব শ ম ম ওসম ন র আগস ট

এছাড়াও পড়ুন:

বিএনপি নেতা ভিপি রাজিবের আশু রোগমুক্তি কামনায় দোয়া

‎ডেঙ্গু জ্বরে আক্রান্ত নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবের আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (১৪ নভেম্বর) বাদ এশা শহরের চানমারি আলআকসা জামে মসজিদ প্রাঙ্গণে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য রুহুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে এই দোয়ার আয়োজন করা হয়।

‎এসময়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবের আশু রোগমুক্তি ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

‎মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান সুমন, সদস্য রুহুল আমিন,  আমিনুল ইসলাম, মাহাবুব হোসেন, মনির হোসেন, বাধন মজুমদার, সেচ্ছাসেবক নেতা মিজান, আলামিন, খোকন, জীবন, আলামিন, আলম, রমজান, সামিরসহ অনেকেই।
 

সম্পর্কিত নিবন্ধ

  • আ’লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে শহরে মহানগর বিএনপির বিক্ষোভ
  • আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আ’লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
  • নারায়ণগঞ্জে গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, তাপে চালক জেগে ওঠায় রক্ষা
  • র‍্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি, গৃহবধূ গুলিবিদ্ধ
  • না’গঞ্জের আলিয়ার স্কুল অব লিডারশিপ ইউকে চ্যাপ্টারের নতুন সভাপতি 
  • না’গঞ্জের আলিয়ার স্কুল অব লিডারশিপ ইউকে চ্যাপ্টারের সভাপতি 
  • নারায়ণগঞ্জ মহানগর আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠন
  • নারায়ণগঞ্জে পার্ক করা মিনিবাসে আগুন
  • ডেঙ্গু আক্রান্ত জাসাস নেতা রিপনের শয্যাপাশে আনিসুল ইসলাম সানি 
  • বিএনপি নেতা ভিপি রাজিবের আশু রোগমুক্তি কামনায় দোয়া