ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ঊষাতন তালুকদার।

নির্বাচন অনুষ্ঠান নিয়ে ঊষাতন তালুকদার বলেন, ‘‘প্রথমে ডিসেম্বর, পরে জুন। এখন আবার শোনা যাচ্ছে, সেটাও সম্ভব না। তাহলে কি আপনাদের মধ্যে এখন ক্ষমতার লোভ দানা বেঁধেছে? সাধারণ জনগণ এমনটাই কানাঘুষা করছে।’’ 

তিনি আরো বলেন, ‘‘দেশে এখন আইনশৃঙ্খলা বলতে কিছুই নেই। আন্দোলনের নামে দেশের অস্তিত্বকে অস্বীকার করা হচ্ছে। এটা কি বার্তা দেয়? এগুলো বুঝতে হবে।’’

আরো পড়ুন:

ডাকসু নির্বাচনে ব্যক্তিতেই আস্থা শিক্ষার্থীদের

শিগগিরই দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করবে কমিশন: আলী রীয়াজ

আজ মঙ্গলবার (২০ মে) পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের ৩৬ বছর পূর্তি ও ২৯তম কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

‘সকল প্রকার বিভেদ ও জুম্ম স্বার্থ পরিপন্থি ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করুন, পার্বত্য চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে জুম্ম ছাত্র সমাজ অধিকতর সামিল হউন’- স্লোগানে রাঙামাটি শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অতিথি ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ শিশির চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ম্রানুসিং মারমা প্রমুখ।

ঊষাতন তালুকদার বলেন, ‘‘দেশের সকল জাতি, গোষ্ঠী, রাজনৈতিক দল, সরকারসহ সকলের কাছে দাবি জানাই আসুন আমরা সবাই আন্তরিকতার সঙ্গে পার্বত্য সমস্যাগুলো অনুধাবন করি। সমাধানের পথ খুঁজি। কিন্তু দেশের বৃহৎ জনগোষ্ঠী ও সরকার তা করছে না। এটা চরম হতাশার, একইসঙ্গে আমরা ক্ষুব্ধ হচ্ছি।’’ 

তিনি আরো বলেন, ‘‘চুক্তি বাস্তবায়নে এই সরকার তেমন আগ্রহ দেখাচ্ছে না।’’ 

পাহাড়ি ছাত্র পরিষদের নতুন নেতৃত্বকে চুক্তি বাস্তবায়নের আন্দোলনে আরো এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 

ঢাকা/শংকর/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সম্পত্তি বিক্রি করে টিএনজেডের শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে: শ্রম উপদেষ্টা

টিএনজেড লিমিটেড ও মাহমুদ গ্রুপের মালিকানাধীন জমি, বাড়ি, কারখানা ও অন্যান্য স্থাবর সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের পাওনাদি দ্রুত পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

শ্রম উপদেষ্টা বলেন, টিএনজেড ও মাহমুদ গ্রুপ কর্তৃপক্ষকে আজ এ বিষয়ে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া অন্য যেসব কারখানার মালিকের কাছে শ্রমিকদের বকেয়া রয়েছে, তাঁদের তালিকা প্রস্তুত করে বকেয়া পরিশোধ করা হবে। উপদেষ্টা অন্য মালিকদের দ্রুত বকেয়া পরিশোধেরও আহ্বান জানান। অন্যথায় একইভাবে তাঁদের জমি, বাড়ি, কারখানা ও অন্যান্য স্থাবর সম্পত্তি বিক্রি করে তাঁদের সব শ্রমিকের পাওনাদি দ্রুত পরিশোধ করা হবে বলেও উপদেষ্টা জানান।

উপদেষ্টা আরও বলেন, টিএনজেড ও মাহমুদ গ্রুপের মালিকদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ছাড়া ডার্ড গ্রুপ, জেনারেশন নেক্সট, রোয়ারর ফ্যাশনের মালিকদের দেশে ফেরানোর জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক, বিকেএমইএর সভাপতি, বিজিএমইএ প্রতিনিধি এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ