বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) প্রতিনিধিদের দায়িত্বজ্ঞানহীন বক্তব্যে ক্ষুব্ধ পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সদস্যরা। তাদের মতে, সিপিডির মতো স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠানের কাছ থেকে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য খুবই অপ্রত্যাশিত। তারা যদি বাস্তবতার নিরিখে সঠিত তথ্য-উপাত্ত জেনে মিডিয়াতে বক্তব্য দিত, তাহলে ভালো হতো। কোনো বিষয়ে নেতিবাচক মন্তব্য করে নিজেদের পপুলার করার কিছু নেই। নিজেদের পপুলার করতে গিয়ে, মিডিয়াতে ভুল তথ্য প্রকাশ করা ঠিক নয়।

বুধবার (২৮ মে) রাইজিংবিডি ডটকমের এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স সদস্যরা এমন মন্তব্য করেছেন।

গতকাল মঙ্গলবার (২৭ মে) সকালে ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ‘বাংলাদেশের অর্থনীতি ২০২৪-২৫ অর্থবছর অবস্থান (তৃতীয় পাঠ)’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেছেন, “পুঁজিবাজার সংস্কারে একটা টাস্কফোর্স গঠন করা হয়েছে। কিন্তু, সেখানে খুব একটা অগ্রগতি দেখা যাচ্ছে না।”

আরো পড়ুন:

পুঁজিবাজারে অব্যাহত দরপতন, বিনিয়োগকারীদের আর্তনাদ

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

এ বিষয়ে জানতে চাইলে পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড.

মোহাম্মদ হেলাল উদ্দীন রাইজিংবিডি ডটকমকে বলেন, “সিপিডির মতো প্রতিষ্ঠানের কাছ থেকে এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য আমরা প্রত্যাশা করিনি। পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স কী কী কাজ করেছে, তা না জেনে মিডিয়াতে ঢালাওভাবে বক্তব্য দেওয়া ঠিক হয়নি। তারা কিন্তু আমাদের প্রত্যেক সদস্যকে চেনেন ও জানেন। আমারা কী কাজ করেছি, তা সিপিডি বিভিন্ন জায়গা থেকে চাইলেই জানতে পারত। প্রয়োজনে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারত। কিন্তু, তারা সেটা করেনি।”

তিনি আরো বলেন, “আমাদের এই কমিটি গঠনের পর থেকে পুঁজিবাজার-সংশ্লিষ্ট সকল পক্ষের মতামতের ভিত্তিতে বেশ কয়েকটি রিপোর্ট বিএসইসিতে জমা দিয়েছি। গত মঙ্গলবারের (২৭ মে) ৯৫৬তম কমিশন সভায় আমাদের জমা দেওয়া মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা এবং পাবলিক ইস্যু রুলসের বিষয়ে পেশকৃত চূড়ান্ত সুপারিশমালার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের ওপর যেসব দায়িত্ব দেওয়া হয়েছে, তা জুনের মধ্যে সম্পন্ন করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু, সিপিডির মতো একটি স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছিলাম। তারা আমাদের কাজের অগ্রগতি সম্পর্কে জেনে-শুনে বক্তব্য দিলে ভালো হতো। সিপিডির কাছে প্রত্যাশা থাকবে, আগামীতে তারা যে রিপোর্ট প্রস্তুত করবে, তাতে সঠিত তথ্য-উপাত্ত দিয়ে এবং বাস্তবতা জেনে যেন রিপোর্ট করে।”

পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন রাইজিংবিডিকে বলেন, “সিপিডির কাছ থেকে মানুষ দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে। সিপিডি মিডিয়াতে যে ধরনের স্টেটমেন্ট দিয়েছে, তাতে পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সদস্যরা চরমভাবে ক্ষুব্ধ হয়েছেন। কারণ, কোনো কিছু না জেনে-শুনে মিডিয়াতে এভাবে বক্তব্য দিলে সিপিডির রিসার্চের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। তখন মানুষের মনে প্রশ্ন উঠবে, সিপিডি কারো পরপাস সার্ভ করছে কি না? আমার প্রত্যাশা হলো, ভবিষ্যতে জেনে-শুনে মিডিয়াতে তথ্য-উপাত্ত যেন প্রকাশ করে সিপিডি।”

গত বছরের ৭ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ স্বাক্ষরিত আদেশে পাঁচ সদস্যের ‘পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স’ গঠন করা হয়। এ টাস্কফোর্স ১৭টি কার্যপরিধি নিয়ে কাজ করছে। গত বছরের ৯ অক্টোবর প্রথম সভার মাধ্যমে কাজ শুরু করে টাস্কফোর্স। ইতোমধ্যে এ কমিটি তিনটি বিষয়ের ওপর তাদের সুপারিশ বিএসইসির কাছে জমা দিয়েছে। বিষয়গুলো হলো—মার্জিন রুলস, মিউচ্যুয়াল ফান্ড রুলস এবং পাবলিক ইস্যু রুলস।

ঢাকা/এনটি/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আম দ র

এছাড়াও পড়ুন:

বিও ফি ১৫০ টাকা করা সিদ্ধান্ত বিএসইসির

বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব রক্ষণাবেক্ষণ ফি ৪৫০ থেকে কমিয়ে ১৫০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৭ মে) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৫৬তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়ান ব্যাংক

পুঁজিবাজারে সংকট: প্রয়োজন সমন্বিত, কার্যকরী ও যুগোপযোগী সংস্কার 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে প্রতি বছর ৪৫০ টাকা হারে আদায় করা বিও হিসাব ফি কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হবে। দ্রুত এ বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর করা হবে।

 

ঢাকা/এনটি/রাসেল

সম্পর্কিত নিবন্ধ

  • বার্জার পেইন্টসের রাইট আবেদন শুরু ১৫ জুলাই
  • বিএসইসির সিদ্ধান্তে পুঁজিবাজারে অনুকূল সাড়া পড়বে: ডিএসই চেয়ারম্যান
  • লভ্যাংশ বিতরণে ব্যর্থ ২২ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা
  • মিউচ্যুয়াল ফান্ড ও পাবলিক ইস্যু সুপারিশের আইনি প্রক্রিয়া শুরু
  • এ দেশে নতুন করে আরও ৫ শতাংশ শেয়ার ছাড়ছে বার্জার পেইন্টস
  • সিসিএ’র সুদের ২৫ শতাংশ পাবে ইনভেস্টরস প্রোটেকশন ফান্ড
  • বার্জার পেইন্টসের রাইট অনুমোদন, জিপিএইচ ইস্পাতের বাতিল
  • ৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ কোম্পানিতে বসবে স্বতন্ত্র পরিচালক
  • বিও ফি ১৫০ টাকা করা সিদ্ধান্ত বিএসইসির