লভ্যাংশ বিতরণে ব্যর্থ ২২ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা
Published: 28th, May 2025 GMT
ঘোষিত লভ্যাংশ বিতরণ করতে ব্যর্থ হয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত এমন ২২টি কোম্পানির সঙ্গে বৈঠক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ ব্যর্থতার জন্য কোম্পানিগুলোর বিরুদ্ধে সিকিউরিটিজ আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু করতে যাচ্ছে কমিশন।
বুধবার (২৮ মে) বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত যেসব কোম্পানি ঘোষিত লভ্যাংশ বিতরণে ব্যর্থ হয়েছে, এমন ২২টি কোম্পানির সঙ্গে ২৮ মে, ২০২৫ তারিখে বিএসইসির বৈঠক হয়েছে। বৈঠকে বিএসইসির কর্মকর্তা এবং কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ঘোষিত লভ্যাংশ বিতরণে ব্যর্থতার বিষয়ে আলোচনা হয়েছে এবং যত দ্রুত সম্ভব বিষয়টি সমাধানের জন্য কোম্পানিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ব্যর্থতার জন্য কোম্পানিগুলোর বিরুদ্ধে সিকিউরিটিজ আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু করতে যাচ্ছে বিএসইসি।
ঢাকা/এনটি/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর শ ব তরণ ব এসইস
এছাড়াও পড়ুন:
বিও ফি ১৫০ টাকা করা সিদ্ধান্ত বিএসইসির
বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব রক্ষণাবেক্ষণ ফি ৪৫০ থেকে কমিয়ে ১৫০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (২৭ মে) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৫৬তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়ান ব্যাংক
পুঁজিবাজারে সংকট: প্রয়োজন সমন্বিত, কার্যকরী ও যুগোপযোগী সংস্কার
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে প্রতি বছর ৪৫০ টাকা হারে আদায় করা বিও হিসাব ফি কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হবে। দ্রুত এ বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর করা হবে।
ঢাকা/এনটি/রাসেল