তারা সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দিতে চায় : রোজেল
Published: 30th, May 2025 GMT
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি জাহিদ হাসান রোজেল বলেছেন, দেশের চুরি, ডাকাতি, মারামারি বেড়ে গেছে। নির্বাচিত সরকার ছাড়া কোন সরকার এগুলো ঠেকাতে পারে না। তাই অবিলম্বে নির্বাচন দরকার।
যে দলগুলো ৩ থেকে ৫ শতাংশ ভোট পায়। তারা আজ সংস্কারের নামে ভোটকে পিছিয়ে দিতে চায়। আমাদের দাবী নির্বাচন। নির্বাচন ছাড়া অন্য কোন আলোচনার কোন সুযোগ নেই। জাতিকে অন্ধকারে না রেখে অবিলম্বে নির্বাচন দিতে হবে।
শুক্রবার (৩০ মে) ফতুল্লায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য তিনি একথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মীর মুকবুল হোসেন বাবলু বিশেষ অতিথি ছিলেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ।
উপস্থিত ছিলেন, কাউছার, সুরুজ হাওলাদার, সবুজ কাজী, সুমন দেওয়ান, শাহাদাত, শাহিন ভুইয়া, সুহেন আহম্মেদ, জসিম, সুমন খন্দকার, নজরুল, মামুন ভান্ডারী, হিমু, সুহেন, রাকিব, বাবু, আলগমীর, ওয়াসিম, আলাল, আবু বক্কর, মাসুদ, কামাল ও সম্রাট।
তিনি বলেন, আমরা যেন মাথা উঁচু করে না দাঁড়াতে পারি সেজন্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের মানুষ এই হত্যাকান্ডের পর ঘরে বসে থাকেনি। সারা বাংলাদেশের মানুষ জিয়াউর রহমানের কফিনের পিছে ছুটেছিল। চল্লিশ দিন পর্যন্ত বাংলাদেশের মানুষ শোক পালন করে। সেই শোককে বিএনপি শক্তিতে পরিনত করেছে।
তিনি আরো বলেন, এরশাদ যখন ক্ষমতা নিয়ে গণতন্ত্র ও সংবিধানকে তছনছ করে দিল, সেই সময় খালেদা জিয়া আন্দোলন গড়ে তুলেছিল। আর শেখ হাসিনা তখন এরশাদের সাথে লং ড্রাইভে গিয়েছিল। শেখ হাসিনা তার বাবা থেকে গণতন্ত্র হরণের যে শিক্ষা পেয়েছেন তিনি সেটাই করেছেন।
কথায় কথায় মামলা, হামলা, গুম করেছেন। আমাদের শতশত নেতাকর্মী এখনও গুম অবস্থায় আছেন। আমি বর্তমান সরকারের কাছে দাবী জানাই, এদের খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দিন।
তিনি বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে। আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের মানুষের মুক্তির সনদ ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এর জন্য নির্বাচন দরকার। যখনই বিএনপি সরকার গঠন করবে তখনই ৩১ দফা বাস্তবায়ন হবে এবং বাংলাদেশের মানুষ মুক্তি পাবে।
তিনি বলেন, এখানে অনেক শ্রমিক রয়েছে। আপনারা তাদের দিকে সুদৃষ্টি রাখবেন। তাদের উপর যেখানে অত্যাচার হবে সেখানেই আপনারা গিয়ে প্রতিরোধ গড়ে তুলবেন। আমাদের জানাবেন, আমরা এগুলো কঠের হাতে দমন করবো।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ জ য় উর রহম ন আওয় ম ল গ আম দ র ব এনপ রহম ন সরক র
এছাড়াও পড়ুন:
জুলাই সনদ বাস্তবায়ন ইস্যু সমাধান আলোচনার টেবিলেই সম্ভব: সালাহউদ্দ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘‘জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুর সমাধান আলোচনার টেবিলেই সম্ভব।’’
তিনি মনে করেন, আলোচনার মাধ্যমেই সমাধান এলে যেকোনো অসাংবিধানিক প্রক্রিয়া ঠেকানো যাবে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘আগামী নির্বাচনকে যদি অনিশ্চিত করা হয় বা বিলম্বিত করা হয়, তাহলে তার সুযোগ নেবে ফ্যাসিবাদী বা অসাংবিধানিক শক্তি। এর পরিণতি জাতি অতীতে বহুবার ভোগ করেছে। আমরা আবার সে পরিস্থিতি চাই না।’’
অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে পৃথক এক প্রশ্নে তিনি বলেন, ‘‘সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতেই সাংবিধানিকভাবে এই সরকার গঠিত হয়েছে। রাষ্ট্রপতির রেফারেন্সে দেওয়া সেই মতামত এখনো বহাল আছে। এর বিপরীতে সুপ্রিম কোর্ট কোনো সিদ্ধান্ত দেয়নি। তাই এ বিষয়ে প্রশ্ন তোলা আসলে রাজনৈতিক বক্তব্য, এর কোনো আইনি ভিত্তি নেই।’’
সালাহউদ্দিন আহমদ আরো বলেন, ‘‘যেকোনো সাংবিধানিক আদেশ জারি হলে তা আগামীকাল বা পরশু চ্যালেঞ্জ হতে পারে। আমরা এমন খারাপ নজির জাতির সামনে আনতে চাই না। তাই সমাধানের বিকল্প প্রস্তাব উত্থাপন করেছি। সবাইকে বিবেচনায় নিতে আহ্বান জানাচ্ছি।’’
পিআর পদ্ধতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘‘রাজনৈতিক দলের আন্দোলনের অধিকার আছে। তবে পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার বিষয় নয়, শেষ পর্যন্ত জনগণই সিদ্ধান্ত নেবে।’’
তিনি সতর্ক করে বলেন, ‘‘পিআর পদ্ধতিতে ঝুলন্ত পার্লামেন্টের ঝুঁকি থেকে যায়। তাতে রাষ্ট্র ও জনগণের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব হয় না। আমরা অনিশ্চিত ভবিষ্যতের দিকে যেতে পারি না।’’
সালাহউদ্দিন আহমদ আরো বলেন, ‘‘জনগণই হলো সর্বোচ্চ কর্তৃপক্ষ। এই দেশের জনগণ মুক্তিযুদ্ধের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবং বারবার গণতন্ত্রকে সংকট থেকে উদ্ধার করেছে।’’
আগামী সংসদে কিছু মৌলিক বিষয়ে সংশোধনের পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি বলেন, ‘‘আমরা কিছু বিষয়ে ইতোমধ্যে একমত হয়েছি। তবে, ঐকমত্য কমিশনের সনদের ভেতরে যেসব পরিবর্তন হবে, সেগুলোতে অবশ্যই গণভোট নিতে হবে।’’
ঢাকা/আসাদ/রাজীব