সমকালের ২০ বছর পূর্ণ হচ্ছে আজ। ২১ বছরে পা রাখছে সমকাল। শুভেচ্ছা।  কৃতজ্ঞতা।

এই দিনে আমরা আমাদের পাঠক, লেখক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা, পত্রিকা সরবরাহকারী এজেন্ট, হকার– সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ২০ বছর সমকালের সঙ্গে থাকার জন্য আপনাদের অভিবাদন।

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও রাজনৈতিক টানাপোড়েন, বাংলাদেশে ইতিহাস সৃষ্টিকারী গণঅভ্যুত্থানজয়ী মানুষের গগনচুম্বী আকাঙ্ক্ষা, রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় সংস্কার, গণতন্ত্রের জন্য অপরিহার্য নির্বাচন– সব মিলে সাধ ও সাধ্যের মাঝখানের দূরত্ব কমিয়ে আনার কষ্টকর যাত্রায় সমকাল গণমানুষের পাশে আছে, থাকবে। 
সব প্রতিবন্ধকতা পেরিয়ে বাংলাদেশের মানুষের প্রাণচাঞ্চল্য ও কর্মমুখরতাকে সঙ্গী করে সমকাল তার বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও গণমুখী সাংবাদিকতা চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। এই পথচলায় সমকালের সবচেয়ে বড় শক্তি– পাঠক। 

প্রতিবছরের মতো এবারও সুবিধাজনক সময়ে নতুন প্রত্যয়সহ সমকালের বিশেষ প্রতিষ্ঠাবার্ষিকী সংখ্যা প্রকাশ করা হবে। থাকবে নানা আয়োজন ও মিলনমেলা। বরাবরের মতো এবারও সকল আয়োজনে আপনাদের প্রত্যেককে পাশে পাব– এই বিশ্বাস আমাদের আছে। 

মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র এবং চব্বিশের অর্জনকে পাথেয় করে সমকাল তার নিজস্ব লক্ষ্যে এগিয়ে চলেছে, এগিয়ে যাবে। স্বাধীন সংবাদপত্র প্রকাশের ধারা আমরা অব্যাহত রাখব। বৈষম্য, বিবাদবিসংবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান।

আমাদের আছে সম্ভাবনাময় তরুণ জনগোষ্ঠী। তাদের হাত ধরে বাংলাদেশের সামনে আরও অগ্রগতির সুযোগ এখন স্পষ্ট। সমকাল এই আগুয়ান বাংলাদেশের সঙ্গে এককাতারে হাঁটতে চায়, হাঁটবে।
খবরে বস্তুনিষ্ঠতা, পেশায় সততাকে মূল ধরে সাংবাদিকতাকে এগিয়ে নেওয়াই আমাদের মূল কাজ। আসছে সময়ে সমকাল আরও নিবিড়ভাবে পাঠকের স্বার্থ রক্ষার কাজ করে যাবে।
প্রিয় পাঠক, সুখে-দুঃখে সমকালের সঙ্গে থাকার জন্য আপনার প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা।


 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সমক ল সমক ল র আম দ র র জন য

এছাড়াও পড়ুন:

দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন: আকবর খান

ঢাকা-৮ আসনে দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান। তিনি বলেন, “ভোটের অধিকার জনগণের পবিত্র আমানত, এটি সচেতনভাবে প্রয়োগ করতে হবে।”

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের সামনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা জননেতা সাইফুল হক-এর ঢাকা-৮ আসনে নির্বাচনী গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে তিনি একথা বলেন।

গণসংযোগের শুরুতে ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত পথসভা হয়। 

সেখানে আকবর খান বলেন, “নির্বাচন কমিশন ও সরকারকে অবিলম্বে ভোটের গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে কার্যকর উদ্যোগ নিতে হবে। গত কয়েকটি জাতীয় নির্বাচনে—২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে—ঢাকা-৮ আসনের বহু নাগরিক ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। যে তরুণের এখন বয়স ২৫ বা ২৬, তারা কখনো ভোট দিতে পারেনি, ভোট কী তা জানে না- এটি গণতন্ত্রের জন্য গভীর উদ্বেগের বিষয়।”

তিনি আরো বলেন, “গত ১৬-১৭ বছর ধরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং আমাদের নেতা সাইফুল হক জনগণের ভোটাধিকারের আন্দোলনে রাজপথে সংগ্রাম করে আসছেন। এর জন্য জেল-জুলুম, নির্যাতন সহ্য করেও তিনি থেমে থাকেননি। ভোটাধিকার গণমানুষের দীর্ঘ লড়াই ও ত্যাগের ফসল। এই অধিকার ভুল ব্যক্তিকে নির্বাচিত করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না।”

আকবর খান বলেন, “জননেতা সাইফুল হক গণমানুষের পরীক্ষিত নেতা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের জনগণ যেন তাকে ভোট দিয়ে নিজেদের সুখ-দুঃখ, চাওয়া-পাওয়ার কথা ও দীর্ঘ বঞ্চনার ইতিহাস সংসদে তুলে ধরার সুযোগ করে দেন- এটাই আমাদের আহ্বান।”

গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংক এলাকা থেকে শুরু হয়ে মতিঝিল, কমলাপুর, ফকিরাপুল, কালভার্ট রোড হয়ে বিজয়নগরে এসে শেষ হয়। এতে শতাধিক নেতাকর্মী অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় নেতা সিকদার হারুন মাহমুদ, মীর রেজাউল আলম, কবি জামাল সিকদার, ফাইজুর রহমান মুনির, বাবর চৌধুরী, মহানগর নেতা যুবরান আলী জুয়েল, সালাউদ্দিন, রিয়েল মাতবর, আরিফুল ইসলাম, মুজিবুল হক চুন্নু, গোলাম রাজিব, মাহমুদুল হাসান খান, ফয়েজ ইবনে জাফর, নান্টু দাস, শিবু মহন্ত ও হুমায়ুন কবির প্রমুখ।

ঢাকা/এএএম/এস

সম্পর্কিত নিবন্ধ

  • ৩০০ আসনে প্রার্থী বাছাই প্রায় চূড়ান্ত: তারেক রহমান
  • গণতন্ত্রের পথে সংকট দেখছেন তারেক
  • এমন তো হবার কথা ছিল না: তারেক রহমান
  • সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই এখন জাতির দাবি
  • জনগণের বৃহত্তর ঐক্য ছাড়া এই ফ্যাসিস্ট ব্যবস্থার পতন হবে না: সাকি
  • দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন: আকবর খান