‎আওয়ামী লীগ ক্যাডার ইয়াসিন গং কর্তৃক জোরপূর্বক মদিনা পেপার স্টোর নামক দোকান দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ই জুন) দুপুরে নগরীর মিশনপাড়া এলাকায় ভুক্তভোগী সানজিদা আক্তারের ভাই জহির আহাম্মেদ সোহেল এ সংবাদ সম্মেলন করেন।

‎‎লিখিত বক্তব্যে ‎মোঃ জহির আহাম্মেদ (সোহেল) উল্লেখ করেন, বিগত ২০০৫ইং সালে সাব ক্যাবলা দলিল মুলে খরিদ করে, আমার বোন জামাই মারা যাওয়ায় তার এতিম দুই সন্তান নিয়ে তিনি ঢাকায় বসবাস করে।

এই সুযোগে আওয়ামী সন্ত্রাসী ইয়াসিন গং এর সাথে আমার বোনের সাদা কাগজে কোনো চুক্তি না থাকা শর্তেও স্বৈরাচারী দোসরদের প্রভাব খাটিয়ে যাহা ইতিমধ্যে (সংবাদপত্র প্রকাশিত হয়েছে) জোর পূর্বক দখল করে আমার বোন এর বিরুদ্ধে চিরস্থায়ী রায়ের পায়তারা করে।

পরবর্তীতে আপিল আদালত দেওয়ানী আপিল মোকাদাম্মা নং ২৬৭/২২ মূলে বিগত ১৭/১০/২০২৪ ইং তারিখে আমার বোন সানজিদা আক্তার এর পক্ষে রায় দেয় আদালত।

ইয়াসিন গং আপিল আদালতের রায় এর বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে রিভিশন মোকাদ্দমা দায়ের করে, আমার বোন হাইকোর্ট এর আদেশ এর বিরুদ্ধে মহামান্য আপিল বিভাগের এর আদালত ৮ (আট) সপ্তাহের জন্য ঝঃধু দেন। সন্ত্রাসী ইয়াসিন গং দের কোনো মামলা না থাকায় আমি বিগত ২৬/০৫/২৫ইং তারিখে তাদের দোকান ছেড়ে দিতে বলি। সন্ত্রাসী ইয়াসিন গং আমার কাছে ৭ (সাত) দিনের সময় চায় দোকান ছেড়ে দেওয়ার জন্য। এই সাত দিন তারা বিভিন্ন জায়গায় তদবির করে, তাদের বৈধতা না থাকায় সকল তদবির তাদের বিফলে যায়।

‎‎পরিশেষে ৩০/০৫/২০২৫ ইং তারিখে কিছু গন্যমান্য ব্যক্তি নিয়ে আমার বড় ভাই এর মিশনপাড়া অফিস এ আসে ঐ সময় আমার বড় ভাই আমাকে ফোন করে অফিস এ আসতে বলে বিষয়টি জানার জন্য। আমি বিষয়টি সবার সামনে জানালে ইয়াসিন গং কে আমার বড় ভাই বৈধ কাগজপত্র নিয়ে আসতে বলে।

তাৎক্ষণিক তারা সবার সামনে ২৫ লক্ষ টাকা ও মামলা বাবদ যতো টাকা খরচ করেছে তা দাবি করে। তাদের দাবি পূরণ করলে সে দোকান ছেড়ে দেওয়ার জন্য সবার সামনে সম্মতি প্রদান করে। আমার বড় ভাই তখন ৩১/০৫/২০২৫ ইং শনিবার সকাল ১০ টায় ঐ সকল গন্যমান্য বক্তি সহ বৈধ কাগজ নিয়ে আসতে বলে বিষয়টি সুরাহা করার জন্য। 

পরবর্তীতে শনিবার সকাল ১২ টা পর্যন্ত আমি অপেক্ষা করি কিন্তু তারা কেউ আসে না, এমতাবস্থায় তাদেরকে ০১/০৬/২০২৫ ইং তারিখ রবিবার আমি এবং আমার তিন জন বন্ধু মিলে মদিনা পেপার স্টোর এ আসলে ইয়াসিন গং কেন আসে নাই, বিষয়টি জানতে চাইলে আমাকে অকথ্য ভাষা ব্যবহার করে এবং ইয়াসিন গং আসে পাশের দোকান থেকে হাতুড়ি এবং দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর অতর্কিত হামলা করলে আমি বাম হাত দিয়ে তা প্রতিহত করলে তাতে আমার বাম হাতে আঘাত পায় এবং পরবর্তীতে আমি ডাক্তার এর শরণাপন্ন হলে আমাকে ডাক্তার মেডিসিন ও বাম হাত এক্স করার জন্য বলে।

‎‎প্রশাসনের প্রতি আমার অনুরোধ রইলো, আমার বোন যাতে করে ইয়াসিন গং দ্বারা কোন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা বা জোর করতে না পারে আমি প্রতিকারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আওয় ম ল গ আম র ব ন র জন য ব ষয়ট

এছাড়াও পড়ুন:

বার্জার পেইন্টসের অর্ধবার্ষিকে মুনাফা কমেছে ৩.৫৩ শতাংশ

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চল‌তি হিসাব বছ‌রের দ্বিতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) ও অর্ধবার্ষিক (এপ্রিল-সেপ্টেম্বর, ২০২৫) পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতি‌বেদন প্রকাশ ক‌রা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ৩.৫৩ শতাংশ।

রবিবার (২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে শনিবার (১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, কোম্পানিটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৩.০৮ টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১১.৯৬ টাকা। সেহিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১.১২ টাকা বা ৯.৩৬ শতাংশ।

এদিকে, চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক বা দুই প্রান্তিক মিলে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩১.১৪ টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩২.২৮ টাকা। সেহিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ১.১৪ টাকা বা ৩.৫৩ শতাংশ।

আর ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫৬.৩৩ টাকা।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • খুলনায় বিএনপির সদস্য সচিব মনিরুল, ভোলা সদরে কার্যক্রম স্থগিত
  • জুলাই সনদ নিয়ে রাজনৈতিক সংকট তৈরি হলো কেন
  • বার্জার পেইন্টসের অর্ধবার্ষিকে মুনাফা কমেছে ৩.৫৩ শতাংশ
  • বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে গবেষণা পুরস্কার এবং লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের আবেদন করুন
  • নোবিপ্রবিসাসের বর্ষসেরা সাংবাদিক রাইজিংবিডি ডটকমের শফিউল্লাহ
  • এবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেই বাংলাদেশ
  • ১০০ কোটির সম্পদ, স্বামীর প্রতারণা, ৪৭ বছর বয়সেই মারা যান এই নায়িকা
  • তানজানিয়ায় ‘সহিংস’ প্রেসিডেন্ট নির্বাচনে ৯৮ শতাংশ ভোট পেয়ে জয়ী সামিয়া
  • শিল্পের আয়নায় অতীতের ছবি
  • সনদ বাস্তবায়নে আবারো কমিশনের সভা আয়োজনের দাবি