টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে ঈদুল আজহার অনুষ্ঠানমালা। ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম প্রধান আকর্ষণ নাটক-টেলিফিল্ম। এবারো তার ব্যতিক্রম নয়। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদের দিন যেসব নাটক-টেলিফিল্ম প্রচার হবে তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।
মাছরাঙা টেলিভিশন
বিকাল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক: ঘ্রাণ। রচনা ও পরিচালনা: মাসরিকুল আলম। অভিনয়ে: অপূর্ব, নাজনীন নিহা প্রমুখ। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: শ^শুরের বিয়ে। রচনা: আল আমিন স্বপন। পরিচালনা: তাইফুর জাহান আশিক। অভিনয়ে: শরাফ আহমেদ জীবন, নাদিয়া মীম, আশরাফ সুপ্ত, মিহি আহসান প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: মনে পড়ে তোমাকে। রচনা: আহমেদ তাওকীর। পরিচালনা: হাসান রেজাউল। অভিনয়ে: ইয়াশ রোহান, তানিয়া বৃষ্টি প্রমুখ। রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: থ্রি ইডিয়টস। রচনা: অনামিকা মন্ডল। পরিচালনা: ইমরান হাওলাদার। অভিনয়ে: মারজুক রাসেল, চাষী আলম, সালহা নাদিয়া প্রমুখ। রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে একক নাটক: আশিকি। রচনা: পারভেজ ইমাম। পরিচালনা: ইমরোজ শাওন। অভিনয়ে: জোভান, নাজনীন নিহা প্রমুখ। রাত সাড়ে ১১টায় প্রচার হবে টেলিফিল্ম: হৃদয়ের কথা। রচনা ও পরিচালনা: জাহিদুল ইসলাম সুজন। অভিনয়ে: তৌসিফ, তটিনী প্রমুখ।
এনটিভি
দুপুর আড়াইটায় প্রচার হবে টেলিফিল্ম: একটি পুরানো ছবি। রচনা: ফারিয়া হোসেন। পরিচালনা: চয়নিকা চৌধুরী। অভিনয়ে: আবু হুরায়রা তানভীর, সামিরা খান মাহি, সাদিয়া ইসলাম মৌ, সমু চৌধুরী প্রমুখ। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: প্লিজ আমাকে ক্ষমা করে দাও। রচনা ও পরিচালনা: মোহন আহমেদ। অভিনয়ে: সাইদুর রহমান পাভেল, চাষী আলম, ইশকিয়াক আহমেদ রুমেল, সালহা খানম নাদিয়া, ফাহমিদা বন্যা, পামির, জারা নূর, শেলী আহসান প্রমুখ। রাত ৭টা ৫৫ মিনিটে প্রচার হবে একক নাটক: কোটিপতি। রচনা: জায়েদ জুলহাস। পরিচালনা: বর্ণ নাথ। অভিনয়ে: নিলয় আলমগীর, জান্নাতুল সুুমাইয়া হিমি, মাসুম বাশার প্রমুখ। রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক: ডাকাইতের দল। রচনা: আল আমিন স্বপন। পরিচালনা: তাইফুর জাহান আশিক। অভিনয়ে: মোশাররফ করিম, সাদ্দাম, রোবেনা রেজা জুঁই প্রমুখ। রাত ১১টায় প্রচার হবে একক নাটক: আবেগ। রচনা: রিয়াজুল আলম শাওন। পরিচালনা: তুহিন হোসেন। অভিনয়ে: ফারহান আহমেদ জোভান, আইশা খান প্রমুখ।
আরো পড়ুন:
‘তাণ্ডব’ এর সংবাদ সম্মেলনে কে কী বললেন?
ঈদের আগের দিন আরেকটি ঈদ হয়ে যেত
এটিএন বাংলা
সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক: ঠিক বেঠিক। পরিচালনা: হামেদ হাসান নোমান। অভিনয়ে: নিলয় আলমগীর, হিমি, চিত্রলেখ গুহ, মাসুম বাশার। রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক: ভাঙ্গা আয়নার গল্প। পরিচালনা: মিশুক মিঠু। অভিনয়ে: তৌসিফ মাহবুব, তানজিন তিশা। রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক: পিঞ্জর। পরিচালনা: আদিব হাসান। অভিনয়ে: নিলয় আলমগীর, হিমি, তানিয়া বৃষ্টি, মাসুম বাশার। রাত ১১টায় প্রচার হবে টেলিফিল্ম: কোটি টাকার চেয়ারম্যান। পরিচালনা: মিতুল খান। অভিনয়ে: নিলয় আলমগীর, হিমি।
চ্যানেল আই
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: চাঁদের হাট। রচনা ও পরিচালনা: কে এম সোহাগ রানা। অভিনয়ে: তৌসিফ মাহবুব, কেয়া পায়েল, মুনিরা মিঠু, ড.
দীপ্ত টিভি
সন্ধ্যা ৭টায় প্রচার হবে একক নাটক: স্বামীর সুখ মনে মনে। পরিচালনা: শামীম জামান। অভিনয়ে: মোশাররফ করিম, মীম চৌধুরী, শামীম জামান। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: বাবলার জাদুর বাক্স। পরিচালনা: মারুফ হোসেন সজীব। অভিনয়ে: খায়রুল বাসার, প্রিয়ন্তী উর্বী। রাত ৯টায় প্রচার হবে তুর্কি ধারাবাহিক নাটক: গুড ডক্টর। রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ওই পাড়া থেকে সাবধান, পরিচালনা: শামীম জামান, অভিনয়: শামীম জামান, ইশানা, আ খ ম হাসান, আল মনসুর, চিত্রলেখা গুহ, আহসানুল হক মিনু, স্বাগতা, প্রাণ রায়। রাত ১০টায় প্রচার হবে একক নাটক: ভালোবাসি তোমায়, পরিচালনা: এ বি শুভ, অভিনয়: জিয়াউল ফারুক অপূর্ব, নীলাঞ্জনা নীল।
আরটিভি
সন্ধ্যা ৭টায় প্রচার হবে একক নাটক: সানগ্লাস ফ্যামিলি। রচনা: জুয়েল এলিন। পরিচালনা: জাকিউল ইসলাম রিপন। অভিনয়ে: মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: লেডি জমজ। রচনা ও পরিচালনায়: আদিবাসী মিজান। অভিনয়ে: মানসি প্রকৃতি, তন্ময়া সোহেল, আশরাফুল আলম সোহাগ প্রমুখ। রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: মুশকিল আসান কোম্পানি। রচনা: মশিউর রহমান। পরিচালনা: সহিদ উন নবী। অভিনয়ে: শামীম হাসান সরকার, চাষী আলম, তানজিম হাসান অনিক, আনিকা কবীর শখ প্রমুখ। রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক: মিস্টার নেগেটিভ। রচনা ও পরিচালনা: হামেদ হাসান নোমান। অভিনয়ে: মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি প্রমুখ। রাত ১১টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: কন্টেন্ট অব দ্য ইয়ার। রচনা: পাপ্পু রাজ। পরিচালনা: মেহেদী রনি। অভিনয়ে: যাহের আলভী, মুসাফির সৈয়দ বাচ্চু, তানজিম হাসান অনিক, ইফফাত আরা তিথি প্রমুখ।
ঢাকা/শান্ত/লিপি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ধ র ব হ ক ন টক আহম দ
এছাড়াও পড়ুন:
জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি
জুলাই পুনর্জাগরণ-২০২৫ উদযাপন উপলক্ষে সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকালে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের সভাকক্ষে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান'র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন।
নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জহিরুল ইসলাম'র সঞ্চালনায় সভায় হাসপাতালের চিকিৎসক, সেবিকা ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
সভা শেষে অত্র হাসপাতালের প্যাথলজি বিভাগে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান, জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল হক, এমটি প্যাথলজি শামীম আল মামুন ও সিনিয়র স্টাফ নার্স মাসুমা প্রমূখ।