জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, “দেশে যেন ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে না পারে, সে জন্য প্রতিষ্ঠা করতে হবে জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা। আগামীতে যে দলই ক্ষমতায় থাকুক না কেন, তারা যেন কখনো জনগণের বিপক্ষে দাঁড়াতে না পারে। জনগণের মতামতের মূল্যায়ন থাকা বাঞ্ছনীয়।”

তিনি বলেন, “শিশু থেকে বৃদ্ধ, সব শ্রেণিপেশার মানুষ এখন এনসিপির সঙ্গে ঐক্যবদ্ধ হচ্ছেন নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে। প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে স্বাস্থ্যসেবাসহ অন্যান্য সব ধরনের সেবা। প্রশাসন হবে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। সেই রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্যেই কাজ করে যাচ্ছে এনসিপি।”

বুধবার (১১ জুন) দুপুরে রংপুরের পীরগাছা উপজেলা শহরে দলীয় কার্যালয় উদ্বোধনে এসব কথা বলেন তিনি।

আরো পড়ুন:

আগামী দিনের রাজনীতি হবে জনতার: আখতার হোসেন

দৃশ্যমান সংস্কার হলে এপ্রিলের মধ্যে নির্বাচনে দ্বিমত নেই: সারজিস

আখতার হোসেন বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ জনগণের ওপর জুলুম করেছে। তারা খুন, গুম ও নির্যাতন করেছিল। সেই অন্ধকার থেকে মুক্তির জন্য ছাত্র-জনতার নেতৃত্বে এক অভূতপূর্ব অভ্যুত্থান সংগঠিত হয়।”

সুষ্ঠু ধারার ভোটের সংস্কৃতি ফিরিয়ে আনার পাশাপাশি আঞ্চলিক বৈষম্য দূর করে অবহেলিত রংপুর অঞ্চলের অধিকার আদায়ে কাজ করার কথা জানান তিনি। 

পীরগাছা উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত এনসিপির কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। এসময় পারুল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ উপস্থিত থেকে এনসিপির আদর্শের সাথে ঐক্যমত ঘোষনা করে বক্তব্য রাখেন এবং আগমী দিনে রংপুর-৪ আসনে আখতার হোসেনকে সংসদ সদস্য হিসেবে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।  

ঢাকা/আমিরুল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ ত য় ন গর ক প র ট আখত র হ স ন এনস প

এছাড়াও পড়ুন:

জুলাই সনদ বাস্তবায়ন ইস্যু সমাধান আলোচনার টেবিলেই সম্ভব: সালাহউদ্দ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘‘জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুর সমাধান আলোচনার টেবিলেই সম্ভব।’’

তিনি মনে করেন, আলোচনার মাধ্যমেই সমাধান এলে যেকোনো অসাংবিধানিক প্রক্রিয়া ঠেকানো যাবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘আগামী নির্বাচনকে যদি অনিশ্চিত করা হয় বা বিলম্বিত করা হয়, তাহলে তার সুযোগ নেবে ফ্যাসিবাদী বা অসাংবিধানিক শক্তি। এর পরিণতি জাতি অতীতে বহুবার ভোগ করেছে। আমরা আবার সে পরিস্থিতি চাই না।’’

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে পৃথক এক প্রশ্নে তিনি বলেন, ‘‘সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতেই সাংবিধানিকভাবে এই সরকার গঠিত হয়েছে। রাষ্ট্রপতির রেফারেন্সে দেওয়া সেই মতামত এখনো বহাল আছে। এর বিপরীতে সুপ্রিম কোর্ট কোনো সিদ্ধান্ত দেয়নি। তাই এ বিষয়ে প্রশ্ন তোলা আসলে রাজনৈতিক বক্তব্য, এর কোনো আইনি ভিত্তি নেই।’’

সালাহউদ্দিন আহমদ আরো বলেন, ‘‘যেকোনো সাংবিধানিক আদেশ জারি হলে তা আগামীকাল বা পরশু চ্যালেঞ্জ হতে পারে। আমরা এমন খারাপ নজির জাতির সামনে আনতে চাই না। তাই সমাধানের বিকল্প প্রস্তাব উত্থাপন করেছি। সবাইকে বিবেচনায় নিতে আহ্বান জানাচ্ছি।’’

পিআর পদ্ধতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘‘রাজনৈতিক দলের আন্দোলনের অধিকার আছে। তবে পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার বিষয় নয়, শেষ পর্যন্ত জনগণই সিদ্ধান্ত নেবে।’’

তিনি সতর্ক করে বলেন, ‘‘পিআর পদ্ধতিতে ঝুলন্ত পার্লামেন্টের ঝুঁকি থেকে যায়। তাতে রাষ্ট্র ও জনগণের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব হয় না। আমরা অনিশ্চিত ভবিষ্যতের দিকে যেতে পারি না।’’

সালাহউদ্দিন আহমদ আরো বলেন, ‘‘জনগণই হলো সর্বোচ্চ কর্তৃপক্ষ। এই দেশের জনগণ মুক্তিযুদ্ধের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবং বারবার গণতন্ত্রকে সংকট থেকে উদ্ধার করেছে।’’

আগামী সংসদে কিছু মৌলিক বিষয়ে সংশোধনের পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি বলেন, ‘‘আমরা কিছু বিষয়ে ইতোমধ্যে একমত হয়েছি। তবে, ঐকমত্য কমিশনের সনদের ভেতরে যেসব পরিবর্তন হবে, সেগুলোতে অবশ্যই গণভোট নিতে হবে।’’

ঢাকা/আসাদ/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • জুলাই সনদ বাস্তবায়ন ইস্যু সমাধান আলোচনার টেবিলেই সম্ভব: সালাহউদ্দ
  • জুলাই সনদের বাস্তবায়নে দেরি হলে জনগণ আবারও রাস্তায় নামবে: জামায়াত নেতা রফিকুল
  • বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐকমত্য না হলে গণভোট ছাড়া উপায় নেই: এবি পার্টি
  • রোহিঙ্গা সমস্যায় রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে হবে
  • হুংকার দিয়ে জাতীয় নির্বাচন ঠেকান যাবে না: জাহিদ হোসেন
  • মাঠের জবাব মাঠে দেওয়া হবে: সালাহউদ্দিন 
  • জামায়াত কীভাবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তোলে: আনিসুল ইসলাম মাহমুদ
  • জুলাই সনদ নিয়ে যেসব বিষয় বিবেচনায় রাখতে হবে
  • ফরিদপুরে সীমানা নিয়ে ডিসির চিঠি, এলাকাবাসীর ৫ দাবি
  • জামায়া‌তের তিন‌ দি‌নের কর্মসূচি ঘোষণা