কুষ্টিয়ার সদর উপজেলা থে‌কে অপহৃত ব‌্যবসায়ী মো. জাহা বক্সকে বা‌ড়ির সাম‌নে ফে‌লে গে‌ছেন অপহারণকারীরা। সোমবার‌ (১৬ জুন) দিবাগত রাত ১২টার দি‌কে মোটরসাইকে‌লে দুইজন ব‌্যক্তি জাহা বক্সকে চোখ ও মুখ বেঁধে বা‌ড়ির সাম‌নে ফে‌লে রে‌খে যায় ব‌লে পু‌লিশ ও পা‌রিবা‌রিক সূত্র নি‌শ্চিত ক‌রে‌ছেন। তা‌কে মারধর করা হ‌য়ে‌ছে। অসুস্থ থাকায় জাহা ব‌ক্সের সঙ্গে কথা বলা সম্ভব হয়‌নি।

প‌রিবা‌রের সদস্যরা জানান, জাহা বক্স জী‌বিত ফি‌রে এসে‌ছেন, এতেই তারা সন্তুষ্ট। কা‌রো বিরু‌দ্ধে তাদের কোনো অভিযোগ নেই। জাহা বক্স উপ‌জেলার আব্দালপুর ইউনিয়নের পশ্চিম আব্দালপুর গ্রামের মৃত কুদ্দুস আলীর ছে‌লে। তি‌নি বাড়ির পাশে প্রান্ত স্টোর নামে একটি পাইকারি মুদি দোকান চালাতেন। গত র‌বিবার (১৫ জুন) দিবাগত রাত ১টার দি‌কে নিজ প্রতিষ্ঠান থে‌কে নগদ টাকাসহ জাহা বক্স‌কে অপহরণ করার অভিযোগ ওঠে। অপহরণকারীরা চিঠিতে লি‌খে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পাঁচ দিনের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় টাকা না পৌঁছালে লাশ গুম করার হুমকি দেয়া হয়। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী হায়দার স্বপনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।

আজ মঙ্গলবার (১৭ জুন) সকাল ৮টায় জাহা ব‌ক্সের ছে‌লে প্রান্ত বলেন, ‘‘বাবা ফি‌রে এসে‌ছেন। রাত ১২টার দি‌কে বা‌ড়ির বারান্দায় কিছু একটা প‌ড়ে যাওয়ার শব্দ শু‌নতে পাই। বাইরে বে‌রিয়ে দে‌খি, অচেতন অবস্থায় বাবা প‌ড়ে আছেন। তার মুখ ও চোখ বাঁধা ছিল। প‌রে জান‌তে পা‌রি, দুইজন ব‌্যক্তি মোটরসাইকেল ক‌রে বা‌ড়ির সাম‌নে তাকে না‌মি‌য়ে দি‌য়ে গে‌ছেন। বাবা‌কে মারধর করা হ‌য়ে‌ছে। মাথায় একটু দাগও আছে। তিনি কারো সঙ্গে কথা বলার ম‌তো অবস্থায় নেই।’’ 

আরো পড়ুন:

কুষ্টিয়ায় ব্যবসায়ীকে অপহরণ, ইউপি চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ

র‌্যাব পরিচয়ে অপহরণ: চক্রের মূল হোতা গ্রেপ্তার

প্রান্ত আরো ব‌লেন, ‘‘অপহরণের রা‌তে যে ব‌্যক্তি স‌্যালাইন নেয়ার জন‌্য বাবাকে বা‌ড়ি থে‌কে ডে‌কে দোকানে‌ নি‌য়ে যান, তা‌কে বাবা প‌রি‌চিত কেউ ম‌নে ক‌রেন। বাইরে বে‌রি‌য়ে দে‌খেন তিনি অপ‌রি‌চিত। প্রথ‌মে একজন থাক‌লেও প‌রে আরো একজন‌কে দেখ‌তে পান। দোকান খোলার সঙ্গে সঙ্গে পেছন থে‌কে বাবাকে মুখ, চোখ ও হাত বেঁধে মোটরসাইকে‌লে তু‌লে নি‌য়ে যান। এরপরের আর কিছু বাবা বল‌তে পা‌রেননি।’’

প্রান্ত আরো বলেন, ‘‘দোকা‌নে ক‌্যাশ বক্সের নি‌চে যে টাকা ছিল তাও নি‌য়ে গে‌ছে। আব্বা বাড়ি আসার পর রা‌তেই বা‌ড়ি‌তে পু‌লিশ এসে কথা ব‌লে গে‌ছে। আমা‌দের আর কিছু দরকার নেই। কা‌রোর বিরু‌দ্ধে অভিযোগও নেই। বাবা জী‌বিত ফি‌রে এসে‌ছেন, এটাই য‌থেষ্ট।’’ 

ইসলামী বিশ্ব‌বিদ‌্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মে‌হেদী হাসান জানান, জাহা বক্স‌ অসুস্থ। পু‌লি‌শের তত্ত্বাবধা‌নে আছেন। সুস্থ হ‌লে তাকে সা‌র্বিক বিষ‌য়ে জিজ্ঞাসাবাদ করা হ‌বে। 

আটক হওয়া ইউপি চেয়ারম‌্যা‌নের বিষ‌য়ে ওসি জানান, তার বিরু‌দ্ধে আরো অভিযোগ র‌য়ে‌ছে। তা‌কে অন‌্য এক‌টি মামলায় গ্রেপ্তার দেখানো হ‌বে। 

ঢাকা/কাঞ্চন/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অপহরণ

এছাড়াও পড়ুন:

পটিয়ায় ব্যবসায়ীকে অপহরণ, দুই ঘণ্টা পর উদ্ধার

চট্টগ্রামের পটিয়া পৌর সদরের মুন্সেফ বাজার এলাকার একটি দোকান থেকে নুরুল আবছার (২৭) নামের এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় একদল মুখোশধারী ব্যক্তি। আজ বুধবার সকাল সাতটায় তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশের তৎপরতায় সকাল সাড়ে ৯টায় তিনি ছাড়া পান।

উদ্ধারের পর পটিয়া থানা প্রাঙ্গণে অপহরণের শিকার নুরুল আবছার প্রথম আলোকে বলেন, তিনি ব্যাংকে চাকরি করতেন। সম্প্রতি তাঁর চাকরি চলে যায়। এরপর পটিয়া পৌর সদরের মুন্সেফ বাজার এলাকার সাহিত্য বিশারদ সড়কে মুরগির দোকান দেন। প্রতিদিনের মতো আজ সকালে দোকান খোলেন তিনি। এ সময় তিন থেকে চারজন মুখোশধারী লোক ধারালো অস্ত্রের মুখে তাঁকে ধরে অটোরিকশায় উঠিয়ে নিয়ে যায়। তারা তাঁর পকেটে থাকা ৪০ হাজার টাকা নিয়ে নেয়। পরে আরও ৪ লাখ টাকা দাবি করে, পরে ১৭ লাখ এনে দিতে বলেন। তাঁকে চন্দ্র কালারপোল নামের নির্জন এলাকায় নিয়ে অপহরণকারীরা তাঁকে মারধরের পাশাপাশি ছুরিকাঘাতও করেন।

পটিয়া থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র দে প্রথম আলোকে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত তাঁকে উদ্ধারের তৎপরতায় নামে। পরে চন্দ্র কালারপোল এলাকায় পুলিশ গেলে উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান জানান, ব্যবসায়ীকে অপহরণ করার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে তাঁকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ

  • পটিয়ায় ব্যবসায়ীকে অপহরণ, দুই ঘণ্টা পর উদ্ধার