রাঙামাটিতে হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্রেপ্তারসহ আট দাবি
Published: 17th, June 2025 GMT
নারী সমাবেশ থেকে ফেরার পথে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ছাত্রদলের নেতাকর্মীদের গ্রেপ্তারসহ আট দাবি জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন ও ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা বলেন, ১২ জুন রাঙামাটির কাউখালীতে কল্পনা চাকমা অপহরণের ২৯তম বার্ষিকী উপলক্ষে নারী সমাবেশ হয়। সেখান থেকে ফেরার পথে ইউল্যাবের শিক্ষক অলিউর সান, অধিকারকর্মী মারজিয়া প্রভা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূজিয়া হাসিন রাশার ওপর হামলা চালায় স্থানীয় ছাত্রদলের নেতাকর্মী।
তিনি বলেন, হামলাকারী হিসেবে কাউখালী ডিগ্রি কলেজ শাখার ছাত্রদল সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক নাঈম হোসেন হিমেল, কর্মী ফাহিমকে চিহ্নিত করা হলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।
অলিউর সান ও মারজিয়া প্রভা বলেন, ‘হামলার পর পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তায় বিচার পাওয়া কঠিন হয়ে পড়েছে। থানায় জিডি করতেও বাধা দেওয়া হয়েছে।’
হিল উইমেন্স ফেডারেশন ও ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের অন্য দাবির মধ্যে অন্যতম হলো– বাসচালকদের ক্ষতিপূরণ, প্রশাসনের জবাবদিহিতা, সেনা তল্লাশি ও হয়রানি বন্ধ, কল্পনা চাকমা অপহরণ মামলার পুনরুজ্জীবিত করা, পার্বত্য চট্টগ্রামে সেনা-সেটলার প্রত্যাহার।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নিষেধাজ্ঞা মেসির পিছু ছাড়ছে না, এবার নিষিদ্ধ হলেন তাঁর দেহরক্ষী
কদিন আগে মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির এক ম্যাচ নিষিদ্ধ হওয়া নিয়ে ঘটে গেছে নানা কাণ্ড। অল স্টার ম্যাচে না খেলার কারণে এই নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল মেসিকে। এমএলএসের এমন সিদ্ধান্তে নাকি একেবারেই খুশি হননি মেসি।
তবে সেই ঘটনার রেশ কাটার আগেই নতুন করে আরেকটি নিষেধাজ্ঞার খবর পেলেন আর্জেন্টাইন কিংবদন্তি। এবার অবশ্য মেসি নিজে নন, নিষিদ্ধ হয়েছে তাঁর দেহরক্ষী। সূত্রের বরাত দিয়ে মেসির দেহরক্ষী ইয়াসিন চুয়েকোর লিগস কাপে নিষিদ্ধ হওয়ার খবরটি দিয়েছে সংবাদমাধ্যম ইএসপিএন।
এর আগে লিগস কাপের শৃঙ্খলা কমিটি জানায়, ইন্টার মায়ামির ক্লাব প্রতিনিধি দলের এক সদস্যকে বুধবার রাতে আটলাসের বিপক্ষে ম্যাচের পর ঘটে যাওয়া একটি ঘটনার কারণে টুর্নামেন্টের বাকি অংশে সব ধরনের টেকনিক্যাল এরিয়ায় প্রবেশ থেকে নিষিদ্ধ করা হয়েছে। পরে সূত্র থেকে সেই সদস্য মেসির দেহরক্ষী বলে নিশ্চিত হয় ইএসপিএন।
আরও পড়ুননিষিদ্ধ হয়ে ‘প্রচণ্ড মর্মাহত’ মেসি, মায়ামি সহমালিক বললেন, নিষেধাজ্ঞার নিয়মটি ‘নির্মম’২৬ জুলাই ২০২৫সংবাদ বিজ্ঞপ্তিতে শৃঙ্খলা কমিটি জানিয়েছে, ৩০ জুলাই ইন্টার মায়ামি বনাম ক্লাব আটলাস ম্যাচের পর, ইন্টার মায়ামির ক্লাব প্রতিনিধি দলের একজন সদস্য পরিচয়পত্র ছাড়া নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে নিয়মবর্হিভূত আচরণ করেছেন।
নিষেধাজ্ঞার কারণে এক ম্যাচ খেলতে পারেননি মেসি