রাঙামাটিতে হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্রেপ্তারসহ আট দাবি
Published: 17th, June 2025 GMT
নারী সমাবেশ থেকে ফেরার পথে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ছাত্রদলের নেতাকর্মীদের গ্রেপ্তারসহ আট দাবি জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন ও ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা বলেন, ১২ জুন রাঙামাটির কাউখালীতে কল্পনা চাকমা অপহরণের ২৯তম বার্ষিকী উপলক্ষে নারী সমাবেশ হয়। সেখান থেকে ফেরার পথে ইউল্যাবের শিক্ষক অলিউর সান, অধিকারকর্মী মারজিয়া প্রভা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূজিয়া হাসিন রাশার ওপর হামলা চালায় স্থানীয় ছাত্রদলের নেতাকর্মী।
তিনি বলেন, হামলাকারী হিসেবে কাউখালী ডিগ্রি কলেজ শাখার ছাত্রদল সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক নাঈম হোসেন হিমেল, কর্মী ফাহিমকে চিহ্নিত করা হলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।
অলিউর সান ও মারজিয়া প্রভা বলেন, ‘হামলার পর পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তায় বিচার পাওয়া কঠিন হয়ে পড়েছে। থানায় জিডি করতেও বাধা দেওয়া হয়েছে।’
হিল উইমেন্স ফেডারেশন ও ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের অন্য দাবির মধ্যে অন্যতম হলো– বাসচালকদের ক্ষতিপূরণ, প্রশাসনের জবাবদিহিতা, সেনা তল্লাশি ও হয়রানি বন্ধ, কল্পনা চাকমা অপহরণ মামলার পুনরুজ্জীবিত করা, পার্বত্য চট্টগ্রামে সেনা-সেটলার প্রত্যাহার।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সাতক্ষীরায় ৮ দিনেও খোঁজ মেলেনি অপহৃত কিশোরীর
সাতক্ষীরার আশাশুনি থেকে আট দিন আগে অপহরণ হওয়া এক কিশোরীর খোঁজ এখনো মেলেনি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও মেয়েটিকে খুঁজে বের করতে পারেনি পুলিশ। মেয়েকে জীবিত ফেরত পেতে ব্যাকুল হয়ে আছে পরিবার।
বৃহস্পতিবার (৩০ আগস্ট) বিকেলে অপহৃতের বাবা বিষয়টি গণমাধ্যমকে জানান।
আরো পড়ুন:
আইজিপির সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধি দলের সাক্ষাৎ
নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার
মেয়েটির বাবার করা অভিযোগ সূত্রে জানা গেছে, তার ১৫ বছর বয়সী মেয়েকে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দেন আশাশুনির খড়িয়াটী গ্রামের পীর আলী সরদারের ছেলে গোলাম কিবরিয়া। প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২২ অক্টোবর মাদারাসায় যাওয়ার পথে গোলাম কিবরিয়া তার সহযোগীদের সহায়তায় মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে মেয়ের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। অভিযুক্তরা তাকে অজ্ঞাত স্থানে আটকে রেখেছে। এ ঘটনায় আশাশুনি থানায় জিডি করেন মেয়েটির বাবা, যার নং ১৩১২, তাং- ২৭/১০/২৫।
এ বিষয়ে জানতে অভিযুক্ত গোলাম কিবরিয়ার মোবাইলে কল করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন বলেন, “মেয়েটির পরিবার সাধারণ ডায়েরি করেছে। মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে। আশা করছি, খুব দ্রুত সময়ের মধ্যে তাকে উদ্ধার করতে পারব।”
ঢাকা/শাহীন/মাসুদ